Madhyamik HS Exam 2022 – সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হলো, কবে কোথায় দেবে?

Madhyamik HS Exam 2022 – সুরক্ষার কথা ভেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টিকাকরণ শুরু হলো।

অতিমারীর আবহে আগামী মাস খানেক পরই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik HS Exam 2022)। আর তার পরের মাসেই উচ্চ মাধ্যমিক। আর এই মুহূর্তে সংক্রমণের হার আকাশ ছোঁয়া। তাই এই পরিস্থিতিতে কিভাবে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে একাধিক পদক্ষেপ ও গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। আর এবার সমস্ত পরীক্ষার্থীদের টিকাকরণ শুরু হলো।

সারা বছর ক্লাস হয়নি। তার জন্য 17 ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে টেলিভিশনে ক্লাস। এবং সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে টেস্ট পেপার বিনা মূল্যে দেওয়া হবে আগামী সপ্তাহে। আর অতিমারী আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও হবে এবার নিজের স্কুলে (Madhyamik HS Exam 2022) । তবুও কোথায় যেন সুরক্ষার খামতি ছিলো। এবার সেই অপূর্ণতার পূরণ হতে চলেছে। সমস্ত পরীক্ষার্থীদের এবার ভ্যাকসিন দেওয়া শুরু হলো।

গতকাল পর্ষদ সভাপতি সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি বেগতিক না হলে সঠিক সময়ে হবে পরীক্ষা (Madhyamik HS Exam 2022)। আর এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হলো। সমস্ত জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে অক্টোবর মাসে সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নামের লিস্ট চেয়ে পাঠানো হয়। আর সেই লিস্ট অনুযায়ী সমস্ত পড়ুয়াদের গত কাল থেকে টিকাকরণ শুরু হয়েছে। জানুয়ারির 20 তারিখের মধ্যে সকল পরীক্ষার্থীদের টিকাকরণ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই ধাপে ধাপে সমস্ত পড়ুয়াদের স্কুল থেকেই ভ্যাকসিন দেওয়া হবে।

অন্যদিকে আগামী 17 ই জানুয়ারী থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik HS Exam 2022) জন্য দুরদর্শন টেলিভিশনে অনলাইন ক্লাস চালু হচ্ছে। একদিন পর পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস হবে সকাল দশটা থেকে। আর এবার 17 তারিখ থেকেই রাজ্যের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পর্ষদ নির্মিত টেষ্ট পেপার দেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকেই টেস্ট পেপার সংগ্রহ করতে পারবে।

যদিও সঠিক সময়ে পরীক্ষা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অবিভাবক ও পরীক্ষার্থীরা। কারণ প্রথমত এখনো প্রেসে পরীক্ষার প্রশ্ন পত্র ছাপানোর জন্য নির্দেশিকা জারি হয়নি (Madhyamik HS Exam 2022)। দ্বিতীয়ত আবার পরীক্ষার ফর্ম ফিলাপের দিন বাড়ানো হয়েছে। তৃতীয়ত গত 5 জানুয়ারি সমস্ত আধিকারিকদের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত হয়েছে। এছাড়াও 50% কর্মী নিয়ে চলছে সমস্ত সরকারী অফিস। তাই এতো কম সময়ে কার্যত সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে এবং সেই সাথে সংক্রমণের আশংকা এড়িয়ে আদৌ পরীক্ষা হবে কিনা সন্দেহ থেকে যায়।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে এই মাত্র বড় খবর এলো, জানতে ক্লিক করুন

এছাড়া গত দশ দিনে সংক্রমণের হার আশাতীত ভাবে বেড়েছে। এই ঢেউ কোথায় গিয়ে থামবে কেউ জানে না। এই পরিস্থিতিতে সত্যিই কি নির্ধারিত সময়ে পরীক্ষা হবে? প্রশ্ন থেকে যায়। যদিও পর্ষদ সভাপতি গতকাল সাংবাদিকদের বলেছেন, আশা করা যায় ফেব্রুয়ারির মাঝামাঝি গ্রাফ নামতে শুরু করবে। আপনাদের কি মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কমেন্টের দিকে অনেকেই নজর রাখছেন। ধন্যবাদ। (Madhyamik HS Exam 2022)

আরো খবর পেতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment