Madhyamik HS Exam 2022 – অতিমারীর থাবা সংসদে ব্যাহত হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ।
তৃতীয় ডেউয়ের আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (Madhyamik HS Exam 2022) নিয়ে সংশয়ের আশঙ্কা। লাখ লাখ পরীক্ষার্থী অপেক্ষায় আছে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু কি হবে কে জানে? 2022 সালের March এর middle এ মাধ্যমিক (WBBSE Exam) পরীক্ষা ও April এর শুরুতে উচ্চ মাধ্যমিক( Higher secondary examination) পরীক্ষা।
কিন্তু তার আগে যে প্রস্তুতি নিতে হয় বোর্ড, সংসদ এবং শিক্ষা দপ্তরের যৌথ প্রচেষ্টায়। সেই সুরে তাল কাটলো। এবার মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেও (WBCHSE) অমিক্রনের থাবা। যার থেকে রেহাই পায়নি দুই বোর্ডের একাধিক কর্মী আধিকারিকেরাও। যার প্রভাব পড়েছে পরীক্ষার (Madhyamik HS Exam 2022) প্রস্তুতিতেও।
সংসদ এবং বোর্ডের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) এবং এপ্রিলের শুরুতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary 2022) হওয়ার কথা। মূলত এই সময় বোর্ডের সকল কর্মী পরীক্ষার (Madhyamik HS Exam 2022) প্রশ্নপত্র বাছাই, আডমিট কার্ড প্রস্তুত, সমস্ত পরীক্ষার্থীদের নাম লিপিবদ্ধ সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। কিন্তু বোর্ডের বেশির ভাগ কর্মী আক্রান্ত হওয়ায় সংসদ এবং বোর্ডের প্রশাসনিক কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
সংবাদ সূত্রে জানা গেছে বোর্ডের একাধিক কর্মী নিবৃতবাস (Home Qurantine) করছেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিবও আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আরও কয়েকজন আধিকারিক ও কর্মী ও আক্রান্ত হয়েছেন। যার ফলে নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে। Madhyamik HS Exam 2022
শিক্ষা দপ্তর সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পরীক্ষার প্রশাসনিক বৈঠকের জন্য উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে বর্তমান পরিস্থিতির কারণে। তার কারণ বোর্ডের আঞ্চলিক অফিসগুলিতেও ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে বলে খবর। তাই আপাতত সেই সূচি স্থগিত রাখা হয়েছে। Madhyamik HS Exam 2022
অপরদিকে মধ্যশিক্ষা পর্ষদের চলতি মাসেই সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্টপেপার দেওয়ার কথা। কিন্তু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হওয়ার কারণে এবং বেশির ভাগ আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় এই কাজও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সংসদ। Madhyamik HS Exam 2022
শুধু মাধ্যমিক পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক মিলিয়ে একাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারেও থাবা বসিয়েছে অতিমারী। পরিস্থিতি এইরকমই কিম্বা আরো খারাপ হলে কাজ এগিয়ে নিয়ে যাওয়া কিছুটা কঠিন হবে বলেই জানিয়েছে সংসদ। Madhyamik HS Exam 2022
তাই এই পরিস্থিতিতে সঠিক সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যদিও বোর্ড ও পর্ষদ যথা সময়েই পরীক্ষা (Madhyamik HS Exam 2022) নেওয়ার জন্য আশাবাদী, বাকিটা নির্ভর করছে পরিস্থিতির উপরে। আপনাদের কি মনে হয়, পরীক্ষা কি পিছিয়ে যাবে, আর পরিক্ষারথিরাও কি চাইছেন, নিজেদের মন্তব্য নিচে কমেন্ট করতে পারেন।