মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট (Madhyamik HS Exam 2022) এবং মূল পরীক্ষা হবে কি হবে না, এই দোটানার মধ্যে পরীক্ষার্থীদের জন্য সুখবর দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE)। অতিমারী পরিস্থিতে টেস্ট হবে কিনা, কিম্বা ঐচ্ছিক করে দেওয়ায় কিছুটা বিভ্রান্তি তৈরী হয়েছিলো পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। সেই জল্পনাকে কার্যত পরিস্কার করে দিয়ে, এবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
এদিন সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, WBCHSE এর অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা সমস্ত বিষয়ে ৫০ মার্কস এর লিখিত পরীক্ষা 31 শে ডিসেম্বরের মধ্যে নিতে হবে। এবং সেই সাথে প্রত্যেক বিষয়ে যে পরীক্ষা হবে, সেই দিনক্ষণ বা পরীক্ষার রুটিন ও স্কুল নিজেদের মত ঠিক করবে। সংসদ বিজ্ঞপ্তি দিয়ে আরো জানায় যে, সমস্ত পরীক্ষার মার্কস টেবুলেসন শীটে লিপিবদ্ধ করে সংগ্রহ করে রাখতে হবে, এবং সংসদ সেই রেজাল্ট প্রত্যেক বিদ্যালয়ের কাছে চেয়ে পাঠাবে। এবং সেই সাথে প্রত্যেক বিদ্যালয় টেস্ট পরীক্ষার উত্তরপত্র নিজেদের স্কুলে সংগ্রহ করে রাখবে। প্রয়োজন পড়লে সেই খাতার স্ক্রুটিনি করতে পারে সংসদ। (Madhyamik HS Exam 2022)
সংসদের এই বিজ্ঞপ্তিতে একটি বিষয় স্পস্ট যে, অতিমারীর পরিস্থিতিতে এবং নয়া ভ্যারিয়েন্ট যদি সঙ্ক্রমণের হার বাড়ায়, তবে যদি একান্তই রাজ্যের দুই মেগা পরীক্ষা (Madhyamik HS Exam 2022) করানো সম্ভব না হয়, তাহলে টেস্ট এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর। আর তার জন্যই এই টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বের সাথে নেওয়া হবে।
এবং বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষকদের কাছ থেকে জানা যাচ্ছে, এই পরীক্ষা উচ্চমাধ্যমিকের মূল পরীক্ষার মতই গুরুত্ব সহকারে নেওয়া হবে। এবং খাতাপত্র ও গুরুত্ব সহকারে চেক করা হবে। ইতিমধ্যেই শিক্ষকেরা এই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবং যদি পরীক্ষা না হয়, তার জন্যই টেস্ট এর খাতাপত্র ও সংরহ করে রাখতে বলা হয়েছে। এই রেজাল্টই তখন নির্ণায়ক হতে পারে। (Madhyamik HS Exam 2022)
বিভিন্ন শিক্ষক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিচ্ছেন যে, এই টেস্ট পরীক্ষাক তারা যেন মূল পুরীক্ষার মতোই গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয়। অন্যদিকে মাধ্যমিকের টেস্ট ও শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এবং 24 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। এবং সেই সাথে পরীক্ষার খাতা সংরক্ষণ করে রাখতে হবে। শিক্ষাদপ্তর সূত্রে জানা যাচ্ছে, নিজের স্কুলে মাধ্যমিক নেওয়া যায় কিনা তার ভাবনাচিন্তা চলছে, কিন্তু আসল যে বাঁধা, সেটা হলো পরিকাঠামোগত। একই দিনে বিপূল সংখ্যক স্কুলে মাধ্যমিক নেওয়াটা কার্যত চ্যালেঙ্গিং। তাই এখনও সিদ্ধান্ত জানানো হয়নি। এই বিষয়ে আপডেট আসছে।