Madhyamik HS Exam 2022 – দিন পিছিয়ে দিল শিক্ষা সংসদ।
অতিমারী আবহে সমস্ত কিছুতে যেমন প্রভারব পড়েছে, তেমন প্রভাব পড়ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও (Madhyamik HS Exam 2022)। মাধ্যমিক পরীক্ষার বিষয় তথ্য মধ্যশিক্ষা পর্ষদ বিস্তারিত ঘোষণা করার পর এবার পালা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পালা। উচ্চমাধ্যামিক পরীক্ষার ফর্ম জমা দেয়ার সময় বাড়িয়ে দিল শিক্ষা সংসদ।
একটি ঘোষণার দ্বারা সংসদ উচ্চমাধ্যমিকের ফর্ম পূরণ করার দিন বাড়িয়ে করলো ২০২২ সালের ২১শে জানুয়ারি পর্যন্ত। তবে এই সময় সীমার মধ্যে ফর্ম জমা না করলে তাদের পরে সুযোগ দেওয়া হলেও তার জন্য দিতে হবে জরিমানা। যারা ২১শে জানুয়ারির মধ্যে ফর্ম জমা করতে পারবে না তাদের ক্ষেত্রে সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত। (Madhyamik HS Exam 2022)
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পর্ষদের। সংসদকে একটি আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাষ্টারস অ্যান্ড হেডমিস্ট্রেস (Advanced Society for Headmaster’ and Headmistress)। (Madhyamik HS Exam 2022)
তথ্যানুসারে জানা যায় সম্পাদক চন্দন মাইতির মতানুসারে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা উভয়ের ক্ষেত্রেই সময় সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়। কারণ করোনা আবহে ব্যাংকের কাজ করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন অনেকেই তাদের মধ্যে গ্রামীণ ব্যাংকের সংখ্যা তুলনমূলকভাবে বেশি। বলা হয়, সময়সীমা আরও একসপ্তাহ বাড়লে সুবিধা হবে। (Madhyamik HS Exam 2022)
পরীক্ষার্থী ও পরিস্থিতির কথা মাথায় রেখে সংসদের সময় সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত কে সমর্থন জানিয়েছেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিষ্ট্রেস।
সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষারথদের জানা দরকার এটা, ক্লিক করুন
এদিকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে হয় তার জন্য একাধিক পরিকল্পনা রয়েছে শিক্ষা দপ্তরের। যেমন সমস্ত পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়া, নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক, সিলেবাস কমিয়ে দেওয়া, বিনামুল্যে টেস্ট পেপার দেওয়া ইত্যাদি। এত কিছুর পরও পরীক্ষা কি ঠিকমত হবে? আপনার কি মনে হয়, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট অবশ্যই মূল্যবান। (Madhyamik HS Exam 2022)