Madhyamik HS Exam 2022 – পরীক্ষা বাতিল হচ্ছেনা, নয়া উদ্দ্যোগ শিক্ষা দপ্তরের।
Madhyamik HS Exam 2022 – বিগত কয়েকদিনে অমিক্রনের বাড়বাড়ন্ত সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমনের গ্রাফের দিকে নজর শিক্ষাদপ্তর, বোর্ড ও কাউন্সিলের কর্তাদের । বিভিন্ন মহলে শুরু হয়েছে, পরীক্ষা হবে কিনা, তা নিয়ে জল্পনা। আবার তারই মধ্যে আক্রান্ত হয়েছেন স্বয়ং শিক্ষা দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা, তাহলে দ্বায়িত্ব সামলাবেন কে? আর এরই মধ্যে পরীক্ষার্থীদের কথা চিন্তা করে নয়া সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের।
শিক্ষা দপ্তর সুত্রে জানা গেছে, পরীক্ষা বাতিল হচ্ছেনা (Madhyamik HS Exam 2022)। তবে সংক্রমনের যা পরিস্থিতি তাতে পরীক্ষা পেছতে পারে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে বিশেষজ্ঞেরা বলছেন, তৃতীয় ডেউয়ের পিকে রয়েছে এখন, এই ঢেউ ফেব্রূয়ারীর মাঝামাঝী নাগাদ কমতে শুরু করবে। আর এরই মধ্যে সঠিক সময়ে পরীক্ষা কিভাবে হবে, সত্যিই প্রশ্নের বিষয়।
কিন্তু শিক্ষা দপ্তর এরই মধ্যে পরীক্ষার্থীদের (Madhyamik HS Exam 2022) জন্য টেলিভিশনে ক্লাস চালু করলো। সরকারী টেলিভিশন চ্যানেল দূরদর্শন এবং বেসরকারি নিউজ চ্যানেল ২৪ ঘন্টায় এই ক্লাস হবে। ইতিমধ্যেই দূরদর্শনের সূচী প্রকাশ করেছে শিক্ষা দপ্তর।
দূরদর্শন এবং শিক্ষা দপ্তর সুত্রে জানা গেছে, আগামী ১৭ই জানুয়ারী ২০২২ সকাল দশটায় উদ্বোধন হতে চলেছে দুরদর্শনে ক্লাস। ঐদিন West Bengal Board of Secondary Education (WBBSE) এবং West Bengal Council Of Higher Secondary Education (WBCHSE) এর এক্সপার্ট কমিটির চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আশা করা যাচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছেনা এই ঘোষণা সেদিনই করা হবে। আর যদি পরীক্ষা পিছিয়ে যায়, তা ও জানা যেতে পারে। (Madhyamik HS Exam 2022)
আগামী ১৮ই জানুয়ারী সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মাধ্যমিকের বাংলা ক্লাস হবে। ১৯ তারিখ সকাল ১০ টা থেকে উচ্চ মাধ্যমিকের পদার্থ বিজ্ঞান ক্লাস হবে। ২০ই জানুয়ারী মাধ্যমিকের ইংরাজী ক্লাস। ২১ তারিখ উচ্চ মাধ্যমিকের রসায়ন বিজ্ঞান ক্লাস হবে। এবং বাকি ক্লাস গুলি পরবর্তীতে জানানো হবে। (Madhyamik HS Exam 2022)
অন্যদিকে নতুন সিলেবাস অনুযায়ী টেলিভিশনে ক্লাস করার কথা ঘোষণা করেছে ২৪ ঘন্টা চ্যানেল ও। পরবর্তীতে সময়সূচী জানানো হবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেহেতু পরীক্ষার আগে এই ক্লাস হচ্ছে, তাই এই ক্লাসের টপিক গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাই সমস্ত পড়ুয়ার উচিৎ এই ক্লাসে অংশগ্রহন করা। (Madhyamik HS Exam 2022)
সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু, পড়তে ক্লিক করুন
শিক্ষা দপ্তর সুত্রে জানা যাচ্ছে, পরীক্ষা পেছলেও আগের মত বাতিল হবে না। আপনার কি মনে হয়, পরীক্ষা কি সত্যিই পিছিয়ে যাবে? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনার মন্তব্য গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেট আসছে। (Madhyamik HS Exam 2022)