Madhyamik Bengali Suggestion 2022 – সিওর শট মাধ্যমিক বাংলা সাজেশন 2022

Madhyamik Bengali Suggestion 2022EK24 News প্রণীত, মাধ্যমিক বাংলা সাজেশন

Topics : WBBSE Madhyamik Bengali suggestion 2022, Get West Bengal Board Of Secondary Education Madhyamik Bangla suggestion 2022. West Bengal Madhyamik Bengali suggestion reduce syllabus 2022 You can easily download the full suggesion WBBSE Madhyamik Bengali Suggestion 2022 PDF by EK24 News

(পড়ুয়াদের পড়ার সুবিধার্থে বড় ফন্টে দেওয়া হয়েছে, তাই পৃষ্ঠা সংখ্যা বেশি মনে হতে পারে) Madhyamik Bengali Suggestion 2022

সময় ৩ ঘন্টা ১৫ মিনিট। লিখিত পূর্ণমান- ৯০, মৌখিক পূর্ণমান ১০ [প্রথম ১৫ মিনিট প্রশ্ন পড়ার জন্য, বাকি ৩ঘন্টা উত্তর লেখার জন্য] ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ১৭টি প্রতিটি প্রশ্নের মান ১ (Madhyamik Bengali Suggestion 2022 EK24 NEWS)

১×১৭ = ১৭

গল্প (Madhyamik Bengali Suggestion 2022)

।। জ্ঞানচক্ষু।। Madhyamik Bengali Suggestion 2022

১) ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়ো? > ক) পাঁচ খ) দশ গ) বারো ঘ) আট।
২) “কই পড়, পড় সবাই শুনি” কথাটি বলেছিল তপনের > ক)মা খ) কাকা গ) বাবা ঘ) মাসি।
৩) মামার বাড়িতে থেকে তপন প্রথম যে গল্পটি লিখেছিল সেটি হল > ক) বিকেল বেলা খ) রাত্রিবেলা গ) দুপুর বেলা ঘ) সকাল বেলা।

 ৪) তপনের মেশোমশই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন → ক) শুকতারা খ) সন্ধ্যাতারা গ) ধ্রুবতারা ঘ) নক্ষত্র। EK24 NEWS
৫) “কই তুই নিজের মুখে একবার পড়তো শুনি” — কথাটি বলেছিল তপনের কু) মা খ) মেসো গ) মাসি ঘ) কাকু।

উত্তরঃ- ১) ঘ ২) ক, ৩) গ, ৪) খ, ৫) ক

।। বহুরূপী।। Madhyamik Bengali Suggestion 2022

১) “খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো?” — কথাটি বলেছে → ক) ভবতোষ, খ) কাশীনাথ গ) অনাদি ঘ) বাসযাত্রী।
২) “সে ভয়ানক দুর্লভ জিনিস” — দুর্লভ জিনিসটি হল → ক) হীরে পান্না খ) মনিমুক্তো গ) অমৃতবাণী ঘ) সন্ন্যাসীর পদধূলি।
৩) হরিদা সপ্তাহে কতদিন বহুরূপী সেজে বাইরে যান → ক) ৫ খ) ২ গ) ১ ঘ) ৩।
৪) “হরিদার গলার স্বর এরকমেরই নয়” — বক্তা হল ক) ভবতোষ খ) তানাদি গ) আশুতোষ ঘ) কথক।
৫) পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন → ক) জগদীশ বাবুর বাড়িতে খ) চক্রের বাসস্ট্যান্ডে গ) দয়ালবাবুর লিচু বাগানে ঘ) চায়ের দোকানে। EK24 NEWS

উত্তরঃ ১) খ ২) ঘ ৩) গ ৪) ক ৫) গ

।। পথের দাবী।। Madhyamik Bengali Suggestion 2022

১) জগদীশবাবু পেশায় ছিলেন → ক) পুলিস, খ) ডাক্তার, গ) উকিল, ঘ) তেল কোম্পানীর মিস্ত্রী।
২) গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল তার রং → ক) নীল খ) লাল গ) সবুজ ঘ) কালো।
৩) “দয়ার সাগর……নিজে খাইনে” — বক্তা হলেন → ক) জগদীশবাবু খ) নিমাই বাবু গ) অপূর্ব ঘ) রামদাস।
৪) অপূর্বর পিতার বন্ধু হলেন → ক) রামদাস খ) নিমাইবাবু গ) জগদীশবাবু ঘ) গিরীশ মহাপাত্র।
৫) “কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ” — বক্তা ছালেন → ক) অপূর্ব খ) রামদাস গ) জগদীশ ঘ) নিমাই।

উত্তর:- ১) ক ২) গ 3) ক ৪) খ ৫) খ

কবিতা (Madhyamik Bengali Suggestion 2022)

।।অসুখী একজন।। Madhyamik Bengali Suggestion 2022

১) “একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গিজার এক নান” — এর পর কতো বছর কেটে যায়? → ক) ১ খ) ২ গ) ৩ ঘ)৪
২) “তারা আর স্বপ্ন দেখতে পারল না”– কারা স্বপ্ন দেখতে পারল না? → ক) সেই মেয়েটি খ) কবিতার কথক গ) গির্জার নান ঘ) শান্ত হলুদ দেবতারা।
৩) কবিতার কথক ঘুমিয়েছিলেন বারান্দার → ক) চৌকিতে খ) মেঝেতে গ) ঝুলন্ত বিছানায় ঘ খাটে।
৪) “নেমে এল তার মাথার উপর” — কী নেমে এল? ক)মেঘ  খ)বছর গ) মাস ঘ) দিন।
৫) এই কবিতায় গাছকে কোন রঙের তুলনা করা হয়েছে? ক) গোলাপি খ) লাল গ) নীল ঘ) হলুদ। EK24 NEWS

উত্তর:- ১) ক ২) ঘ ৩) ক ৪) খ ৫) ক

।।আয় আরো বেঁধে বেঁধে থাকি।।

১) “হয়তো বেঁচে আছে”–কে? → ক) গাছ, খ) পাগল, গ) ভিখারি, ঘ) পৃথিবী।
২)ছড়ানো রয়েছে কাছে দূরে!  – কী ছড়ানো রয়েছে ? →ক) আসবাবপাত্র খ)শস্যদানা গ)শিশুদের শব ঘ) কাঠ কয়লা
৩) আমাদের মাথায়→ ক) গিরিখাদ  খ) বোমারু  গ) পর্বত  ঘ)ধস
৪) “আমাদের কথা কে বা জানে”- আমরা কারা? ক) অসহায় মানুষ, খ) ভবঘুরে মানুষ, গ) সাধারণ মানুষ, ঘ) বেঁচে থাকা মানুষ।
৫) “আমাদের নেই কোনো।” (শূন্যস্থান পূরণ কর) → ক) পয়সা, খ) পথ, গ) রাস্তা, ঘ) টাকা।

উত্তর:- ১) ঘ, ২) গ, ৩) খ, ৪) ক, ৫) খ

।। আফ্রিকা ।।

১) ‘দুন্দুভিনিনাদ’ কীসের ছিল? ক) যুগান্তের, খ) তান্ডবের, গ) অমানবিকতার, ঘ) নির্লজ্জতার।
২) ‘আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? ক) রুদ্র সমুদ্রের বাহু, খ) প্রলয়, গ) ভয়ংকর, ঘ) ক্ষুদ্ধ সমুদ্রের বাহু।
৩) ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ হল → ক) বিদ্বেষ, খ) ভালোবাসো, গ) ক্ষমা করে, ঘ) মঙ্গল করো।
৪) ‘প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস “প্রদোয়” শব্দের অর্থ > ক) ভোর, খ) সন্ধ্যা, গ) রাত্রি, ঘ) দুপুর।
৫) আদিমযুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? → ক) দেবতার প্রতি, খ) ধরিত্রীর প্রতি, গ) সংগীতের প্রতি, ঘ) নিজের প্রতি। ← অভিষেক > EK24 NEWS

উত্তরঃ- ১) খ, ২) ক, ৩) গ, ৪) খ, ৫) ঘ।

(১) ইন্দ্রজিতের স্ত্রীর নাম হল → ক) প্রমীলা, খ) সরমা, গ) ইন্দিরা, ঘ) নিষা।
২) এই কাব্যাংশটি “মেঘনাদবধ কাব্য’ এর কোন সর্গ থেকে নেওয়া হয়েছে? ক) প্রথম, খ) তৃতীয়, গ) পঞ্চম, ঘ) নবম।
৩) “কি ছার সে নর” ‘নরটি হলেন ক) লক্ষ্মণ, খ) রাঘব, গ) ভরত, ঘ) রাবণ।
৪) ‘শিঙ্কিনী’ শব্দের অর্থ → ক) ধনুক, খ) গদা, গ) ধনুকের ছিলা, ঘ) তীর।
৫) ‘হাসিবে মেঘবাহন’ — মেঘবাহুন কে? → ক) ব্রহ্মা, খ) বিষ্ণু, গ) মহেশ্বর, ঘ) ইন্দ্র।

উত্তর:- ১) ক, ২) ক. ৩) খ, ৪) গ, ৫) ঘ

।।প্রলয়োল্লাস।।

১) বজ্রশিখার মশাল জ্বেলে কে আসছে? ক) মহাকাল, খ) মৃত্যু, গ) ভয়ংকর, ঘ) ভয়াবহ।
২) ‘জীবনহারা অ-সুন্দর’ কে ছেদন করতে আসছে → ক) নবীন, খ) চিরসুন্দর, গ) প্রলয়, ঘ) সারথি।
৩) “কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়।” কে? ক) বাতাস, খ) চামর, গ) ঝামর, ঘ) সাগর।

৪) কাল-ভয়ংকরের বেশে আসে → ক) প্রলয়, খ) সুন্দর, গ) কুৎসিত, ঘ) বিভীষিকা।
৫) “তোরা সব জয়ধ্বনি কর”–এখানে তোরা’ কারা? > ক) ছাত্রদের, খ) যুবকদের, গ) বিদেশীদের, ঘ) পরাধীন ভারতীয়দের। EK24 NEWS

উত্তরঃ- ১) গ, ২) ক, ৩) গ, ৪) খ, ৫) ঘ।

(8) (প্রবন্ধ)

।। হারিয়ে যাওয়া কালি কলম।।

১) “বাংলায় একটা চালু ছিল, কালি নেই, কলম নেই, বলে আমি —!” (শূন্যস্থান পূরণ করো)ক) মুনশি, খ) কলমচি, গ) লেখক, ঘ) নিধিরাম।
২)’কায়স্থ’ আর ‘রাজপুত’ চেনা যায়। যথাক্রমে → ক)দেশপ্রেম সত্যবাদিতায়,খ) কলমে গোঁফে, গ) গোঁফে কলমে,ঘ) গোঁয়ে আভিজাত্যে।
৩) “কানে কলম দুনিয়া খোঁজেন” ক) প্রাবন্ধিক, দার্শনিক, গ) গল্পকার, নাট্যকার।

৪) পালকের কলমের ইংরেজি হল ক) স্টাইলাস, খ) ফাউন্টেন পেন, গ) রিজার্ভার পেন, ঘ) কুইল।
৫) চিনারা চিরকালই লেখার ব্যবহার করে আসছেন → ক) নল খাগড়া, খ) হাড়,  গ)তুলি, ঘ) শলাকা।
৬)নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার → ক) বনফুল, খ) শরৎচন্দ্র, গ) ত্রৈলোক্যনাথ, ঘ)শেলজা নন্দ www.ek24.in

উঃ ১) ক ২) খ ৩) খ ৪) ঘ ৫) গ ৬) গ

ব্যাকরণ

১) “ইসাবের মেজার্ভ চড়ে গেল” — ‘মেজাজ’ কোন কারক?– ক) কর্ম, খ) করণ, গ) কর্তৃ, ঘ) অপাদান।
২) কোনটি অনুসর্গের দৃষ্টান্ত?– ক)জন্য খ) খানা, গ)টি ঘ) গাছা।
৩) কৃত্তিবাস রামায়ণ রচনা করেন কৃত্তিবাস কোন সমাস?  ক)দ্বিগু, খ) কর্মধারয়, গ) তৎপুরুষ, ঘ) বহুবিহী।

 ৪) কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে ক) পূর্বপদের, খ) পরপদের, গ) অন্যপদের,ঘ) উভয় পদের।
৫)“রাজায় রাজায়  যুদ্ধ হয়।” বাক্যের কর্তা হল-   ক)প্রযোজক খ) ব্যতিহার,গ) সহযোগী, ঘ) সমধাতুজ।

উঃ ১) ক ২) ক ৩) ঘ ৪) খ ৫) গ

রচনাধর্মী প্রশ্ন এবং সম্পূর্ণ সাজেশন পিডিএফ লিঙ্ক পরের পোষ্টে দেওয়া হবে EK24 News এর সঙ্গে থাকুন। আপনাদের মন্তব্য নিচে কমেন্ট করতে পারেন। সম্পূর্ণ সাজেশন প্রস্তুত হলে এখানেও ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। www.ek24.in

বিনামুল্যে দুই দিনের আনলিমিটেড ফ্রি পরিষেবা দিচ্ছে জিও, কিভাবে পাবেন দেখুন।

অবশেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হল শিক্ষা দফতর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment