আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও মধ্যবিত্ত পরিবারের জন্য সুখবর। বাজেট ঘোষণার পরই LPG রান্নার গ্যাসের দাম কমলো। ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম (Liquified petroleum gas) কমে গেল। যে হারে দ্রব্যমূল্যের দামের বৃদ্ধি হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো পেরে উঠছে না আর্থিক জোগান মেটাতে। মুদ্রাস্ফীতির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এইদিকে রান্নার একটি অপরিহার্য অংশ হলো গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডার বাবদ মাসের অনেকটাই টাকা বরাদ্দ করতে হয় আমজনতাকে। সম্প্রতি জানা যাচ্ছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমতে চলেছে।
গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম কমে গেল
প্রসঙ্গত, ২রা ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশের পর কার্যত এবারের বাজেটে মধ্যবিত্তের উন্নয়নের দিকেই জোর দেওয়া হয়েছে। কমেছে আয়কর দেওয়ার পরিমাণ। বেড়েছে আয়কর ছাড়ের পরিমাণ। ১২০০০০০ টাকা পর্যন্ত আয়কর মকুব করা হয়েছে। এই কেন্দ্রীয় বাজেটে দেশের বিভিন্ন বিষয়ের উপর প্রভাব পড়ে। কেন্দ্রীয় বাজেট পাশ হলেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আরো কমানো হতে পারে বলে সম্ভবনা রয়েছে। কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য ভর্তুকির পরিমাণ বাড়াতে পারে বলেই আপাতত সম্ভাবনা রয়েছে।
রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রের পদক্ষেপ
কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) প্রকল্পের সূচনা হওয়ার পরে গ্রাম বা প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে। ভর্তুকি সহ এই গ্যাস সিলিন্ডার পাওয়ার ফলে নিম্ন দরিদ্র মহিলাদের অনেকটাই আর্থিক সহায়তা হয়েছে, সেই সাথে রান্না করা অনেক সহজ হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কেন্দ্রীয় তেল মন্ত্রক রান্নার গ্যাসের ভর্তুকি বাবদ ইতিমধ্যে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ভাবনা চিন্তা করছেন। সরকারের তরফ থেকে এই দাবি মেনে নেওয়া হলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো তেল কোম্পানিগুলির ক্ষতি পূরণ করা যেতে পারে।
রান্নার গ্যাসের সরকারি ভর্তুকি
বর্তমানে দেশের জেনারেল গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮০০ টাকা, যদিও উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য প্রত্যেক মাসে ৩০০ টাকা করে ভর্তুকি ঢোকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ২রা ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেটে যদি গ্যাস সিলিন্ডারের দাম আরো কমানো হয়, তাহলে আমজনতার অনেকটাই সুরাহা হবে।
অন্যদিকে, দেশের তেল বিপণন সংস্থাগুলির প্রত্যেক মাসের ১ তারিখ নাগাদ বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেন। প্রত্যেক মাসের শুরুতেই বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কখনো বাড়ে আবার কখনো কিছুটা কমে। চলতি জানুয়ারি মাসের প্রথম দিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কমানো হয়েছিল।
যদিও গৃহস্থলীর রান্নার গ্যাসের দামের কোন পরিবর্তন হয়নি, তবে আশা রাখা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের কেন্দ্রীয় বাজেটের প্রকাশের পরই খুব সিঘরই গ্যাসের দাম রো কমানো হতে পারে। LPG Gas সিলিন্ডারের দাম কমলে সাধারণ মানুষের পকেটের চাপ অনেকটাই কমবে তা বলার অপেক্ষারাখে না। এখন শুধুই অপেক্ষা করা কবে ঘোষণা হবে।