LIC – পলিসি হোল্ডাররা পাবেন ৩০ শতাংশ পর্যন্ত প্রিমিয়ামে ছাড়, দেখেনিন কিভাবে পাবেন।

ভারতবর্ষের একটি বিশ্বাসযোগ্য ও স্বনামধন্য জীবনবীমা সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC)। নিজগুণে এটি আজ বিনিয়োগকারীদের বিশ্বাসের অন্যতম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। এটি একটি রাষ্ট্রায়ত্ত ইন্সুরেন্স কোম্পানি। যে কোন বিনিয়োগকারী এল আই সি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া -কেই প্রাথমিকভাবে বেছে নেন বিনিয়োগের মাধ্যম হিসেবে। এই সংস্থা বছরের পর বছর ধরে নিজের গ্রাহকদের কথা ভেবে বিভিন্ন ধরনের স্কিম ভারতীয় বাজারে নিয়ে এসেছে। একাধিক পলিসি রয়েছে এই সংস্থার। নিজেদের প্রয়োজন মত আর সামর্থ্য অনুযায়ী পলিসি বেছে নেন বিনিয়োগকারীরা।

Advertisement

বরাবরের মতো এবারও লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া -র তরফ থেকে এসেছে দুর্দান্ত খুশির খবর। আপনার যদি এল আই সি -তে পুরনো পলিসি থেকে থাকে আর যদি কোন কারণে সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, তাহলে আবার চালু করা যাবে। বন্ধ হয়ে যাওয়া এইসব পলিসি নিয়েই এল আই সি এবার প্রচার অভিযান চালাচ্ছে। আপনারা খুব সহজেই এবার নিজেদের নিষ্ক্রিয় হয়ে যাওয়া পলিসি সক্রিয় করতে পারবেন। এছাড়াও পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। পদ্ধতি জানতে হলে আজকের প্রতিবেদনটি অবশ্যই ভালোভাবে পড়বেন।

Advertisement
APY Scheme You will get 5000 rupees per month

LIC এর নিষ্ক্রিয় একাউন্ট সক্রিয় করার পদ্ধতি

এলআইসি এর দরুন পুরোনো পলিসি যেমন সক্রিয় হবে, ঠিক তেমনভাবেই পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর পক্ষ থেকে তাঁদের অফিশিয়াল এক্স হ্যান্ডেল -এ খবরটি জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, এল আই সি -র পক্ষ থেকে শুরু করা হয়েছে পুনরুজ্জীবন অভিযান। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের পুরোনো নিষ্ক্রিয় হয়ে যাওয়া পলিসি পুনরায় সক্রিয় করতে পারবেন। এই ব্যাপারে বিশদভাবে জানতে সত্বর পলিসি এজেন্ট অথবা নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। এল আই সি পলিসি নিষ্ক্রিয় হয়ে গেলে লেট ফি জমা করতে হয় পলিসি হোল্ডারদের। এবার লেট ফি -তে পলিসি হোল্ডাররা পেয়ে যাবেন‌ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়‌। এছাড়াও আকর্ষণীয় ছাড়ের সুযোগ রয়েছে।

আরোও পড়ুন » লটারি টিকিট কাটলেও পাবেন না পুরষ্কার, যদি এই ভুল করে থাকেন।

আপনারা যদি পলিসি তে ১ লাখ টাকার প্রিমিয়াম জমা করেন তাহলে ৩ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন।‌ আবার যদি ১ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত প্রিমিয়াম জমা করেন সেক্ষেত্রে থাকছে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। আর প্রিমিয়াম -এর পরিমাণ যদি ৩ লাখ টাকা ছাড়ায় তাহলে ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এই ব্যাপারে আরও জানতে licindia.in ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment