LIC IPO Share – এলআইসির আইপিও বাজারে আসায় কী ধীরে চলো নীতি
পৃথিবী জুড়ে পরিস্থিতি উত্তাল। তার প্রভাব পড়ছে পৃথিবীর প্রতিটি জায়গার প্রতিটি ক্ষেত্রে। বলা হয়েছিল এই মাসেই আসতে চলেছে LIC IPO Share (এলআইসির আইপিও)। কিন্তু সরকারের গতিপ্রকৃতি একটু হলেও আলাদা ঠেকছে। নির্মলা জানিয়েছিল আইপিও সঠিক সময়েই আসবে।
কিন্তু তাঁর এখন মতামত ব্যাপারটা বিবেচনা করে দেখা হচ্ছে। দেশের সব থেকে বড়ো লাইফ ইন্সিওরেন্স সংস্থার আইপিও (LIC IPO Share) নিয়ে উচ্ছ্বসিত সকলেই। ইতিমধ্যেই যারা এলআইসি গ্রাহক তাদের সুবিধা আগে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেই স্বপভঙ্গের খবর এলো।
উত্তাল পরিস্থিতির মধ্যে দালাল স্ট্রীটের কপালে কালো মেঘ। বিশ্ব অর্থনীতিও ধসের মুখে পড়েছে। সেনসেক্স, নিফটির রেকর্ড পতন। এর মধ্যে তাই নির্মলা সীতারামন বলছে তিনি সঠিক সময়ে আইপিও (LIC IPO Share) আসার পক্ষপাতী কিন্তু বিশ্ব বাজারের অবস্থা খুব খারাপ। তাই ব্যাপারটাকে ভাবছেন তারা। কিছুটা ধীরে চলো নীতি যে নিয়েছে সেটা স্পষ্ট।
এলআইসি আইপিও (LIC IPO Share) থেকে সরকার আয় করতে পারে ৮ বিলিয়ন ডলার মানে ভারতীয় মুদ্রায় ৬৫,৪০০ কোটি টাকা। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী আইপিও প্রতি ব্যান্ড প্রতি দাম হতে পারে প্রতি শেয়ারে ২০০০ থেকে ২১০০ টাকা।
সংস্থা তাদের নিজেদের কর্মীদের জন্য ১.৫৮ কোটি শেয়ার সংরক্ষণ করে রাখবে। তার উপর তাদের ১০ শতাংশ ছাড়ও দেওয়া হবে অর্থ্যাৎ তাদের আইপিও (LIC IPO Share) মূল্য হবে প্রতি শেয়ারে ১৮৯০ টাকা। এলআইসি পলিসি হোল্ডারদের ৩.১৬ কোটি শেয়ারও ১৮৯০ টাকাতেই দেওয়া হবে।
৪৪ বছরের রেকর্ড ব্রেক, এত কম সুদ দুর্ভিক্ষের সময় শুধু ছিলো, কমে গেল সুদের হার, দেখুন কত কমলো
এখন গোটা দেশবাসী SEBI অনুমোদনের অপেক্ষায় আছে। ইতিমধ্যেই সরকার তাদের খসড়া জমা করেছে। আইপিও শুরুর তারিখ, দাম কোনোকিছুই সরকার সুস্পষ্ট করেনি। আশা করা হচ্ছে দুসপ্তাহের মধ্যে খুশির খবর আসতে চলেছে।
তবে এরই মধ্যে এই খবর চিন্তায় ফেলে দিয়েছে। এই ব্যাপারে আপনার কি মনে হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
আশঙ্কাই সত্যি হলো! তাহলে কি সত্যিই বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট।