LIC Good News – এলআইসি গ্রাহকদের বড় ঘোষণা
এলআইসি গ্রাহকদের জন্য বড় সুখবর (LIC Good News)। বাজারের আসতে চলেছে এলআইসির আইপিও, আর তার আগেই পুরাতন ও নতুন পলিসি হোল্ডারদের জন্য বড় ঘোষণা। প্রসঙ্গত, এলআইসির শেয়ার ভারতের সর্ববৃহৎ আইপিও বলে মনে করা হচ্ছে এখনও। এলআইসির খসড়া থেকে যা বোঝা যাচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকা এখনও অবধি।
সেবির কাছে পাঠানো খসড়া অনুযায়ী তাদের ২১৫৩৯.৬ কোটি টাকা অনাদায়ী দেখানো হয়েছে। অনেকের মধ্যেই দেশের সব থেকে বড়ো বীমা সংস্থা নিয়ে মনের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এলআইসির যদি বেসরকারিকরণ হয়ে যায় তাই পলিসি হোল্ডারদের চিন্তা কাটাতে তাদের পরিষেবাকে আরো মসৃণ করে দেবার কথা ভাবছে সংস্থা। LIC Good News
এই মুহূর্তে পলিসি হোল্ডারদের করণীয়:
যাদের এলআইসি তে ইতিমধ্যেই পলিসি (LIC Good News) আছে তাদের সবার আলাদা ম্যাচিওরিটির সময় এসে গেলে আপডেট করিয়ে নিন। নিজের কোনো ব্রাঞ্চ বা এজেন্টের সাথে যোগাযোগ করুন। ব্যাঙ্ক ডিটেলসকে তার সাথে আপডেট করান। আপডেট ফর্ম এলআইসি ওয়েবসাইটেস আছে।
কিভাবে আপডেট করবেন?
অথবা নিকটবর্তী যেকোনো অফিসেও পাবেন। Www.licindia.in ওয়েবসাইটে গেলেই সব ডিটেলস একের পর এক আসতে থাকবে। কিন্তু কাজটি অতি সাবধানে করবেন এবং আপনাকে সুনিশ্চিত করতে হবে আপনার সঠিক ব্যাঙ্ক ডিটেলস সঠিক জায়গায় জমা হয়েছে। নিজেদের ইনস্টলমেন্টের টাকা এখন অ্যাকাউন্টেই চলে যাবে (LIC Good News)।
এলআইসি যে পরিমাণ টাকা তাদের অনাদায়ী দেখিয়েছে তার পরিমাণ প্রায় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের সমান। এলআইসি তাদের ওয়েবসাইটে ও জানিয়েছে তাদের যে আইপিও বাজারে আসছে তার জন্য এলআইসি হোল্ডারদের সংরক্ষণ থাকবে এবং সুযোগও তারা আগেই পাবে। সেই ক্ষেত্রে ডকুমেন্টও একদম আপ টু ডেট থাকতে হবে। আইপিও মতো বিষয়ের সাথে অনেক হোল্ডারই আছে যারা এখনও পরিচিত হয়নি সেই ক্ষেত্রে তারাও যেন বঞ্চিত না হয় কোম্পানি সুনিশ্চিত করতে বলেছে। LIC Good News
এলআইসি থেকে প্রচারিত তাদের বিজ্ঞাপনেও মেয়েদেরও আলাদাভাবে উল্লেখ করেছে তারাও যেন সামিল হয় ।পরবর্তীতে তাদের অসুবিধায় না পড়তে হয়। শুধুমাত্র ২৪৩৫৬ কোটি টাকা ব্যাংকের কাছে আনক্লেমড পড়ে আছে। এলআইসির একটা বড়ো অংশ স্টকে বেচে গিয়েছে। কোম্পানি তাই চাইছেনা কাউকে বঞ্চিত করতে।
ব্যাংক ডিটেইলস আপডেট থাকলে কি কি সুবিধা পাবেন?
১) আপনার ম্যাচুরিটি হয়ে গেলে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ধূকে যাবে।
২) মানি ব্যাক বা এই ধরনের স্কীমে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।
৩) আয়কর আইনে বীমা এর জন্য যে ছাড় মেলে তার জন্য আলাদা নথি দাখিল করতে হবে না।
৪) এলআইসি শেয়ার কিনলে বোনাস সহ বড় ছাড় পাবেন। LIC Good News
আরও পড়ুন, এই নিয়ম মেনে বিনিয়োগ করলে পাবেন অল্প বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা
আপনি যদি ব্যাংক ডিটেইলস আপডেট না করে থাকেন তবে এখুনি করে নিন। আর আপনার জন্য এলআইসি এর কোন প্ল্যান গুলো ভাল, আপনার বয়স, পেশা, ইনকাম অনুযায়ী এখন কোন প্ল্যান করা বেস্ট। এই সুবিধা সম্পর্কে জানতে নিচের লিঙ্ক গুলো ক্লিক করুন। কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।