Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের। এক ঢিলে দুই পাখি, ডিসেম্বর থেকেই পাবেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা Lakshmir Bhandar হল পশ্চিমবঙ্গের সকল জনকল্যাণকারি প্রকল্প (Government Scheme) গুলির মধ্যে অন্যতম। মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলার মানুষের কল্যাণের জন্য অনেক প্রকল্প নিয়ে এসেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এই প্রকল্প শুরু করা হয়েছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন।

Lakshmir Bhandar Scheme New Update.

বিধবা ভাতার মাধ্যমে সকল বয়স্ক মহিলারাও টাকা পেয়ে থাকেন। Lakshmir Bhandar ও বিধবা ভাতার পেনশন নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি এই সিদ্ধান্ত সেটা জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। এখনো পর্যন্ত এক কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar Scheme) নতুন করে 9,15,268 জনের নাম অন্তর্ভুক্ত হতে চলেছে।

নতুন মহিলাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার পরে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে সংখ্যা বেড়ে দাঁড়াবে 1,98,37,033। এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প এবং বিধবা ভাতার জন্য আবার নতুন করে আবেদন করা যাবে। এই কারণে আবার দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) বহু মানুষ লক্ষ্মীর ভান্ডার ও বিধবা ভাতার জন্য আবেদন পত্র জমা দিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গের মহিলাদের নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কিছুদিন আগে নেতাজি ইন্ডোরে একটি সভাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ‘বাংলার বাড়িও হবে। একটু টাকা হলেই সেই প্রকল্পে হাত দেওয়া হবে। সরাসরি যাঁরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে ৯০ লক্ষ জনকে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ও বিধবা ভাতার পেনশন দেওয়া হবে, সব আমি রেডি করে রেখেছি। উৎসব গুলো মিটে গেলে সব ঠিক সময় মতো দেওয়া হবে। আমি গিয়ে সে গুলো দিয়ে আসব।’

SBI Recruitment 2023 (স্টেট ব্যাংকে চাকরির সুযোগ ২০২৩)

চলতি মাসের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে নিয়ম ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তারা বিধবা ভাতা পাবেন না বা যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। কিন্তু আমি এটা করে দিয়েছি। আমার মায়েরা ও দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতার সুযোগ এক সঙ্গে পাবেন। এটা তাদের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে Lakshmir Bhandar যারা পাচ্ছেন তারা 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত টাকা পাবেন।

Dearness Allowance – সরকারী কর্মচারীদের DA ঘোষণা। মহার্ঘ ভাতা বৃদ্ধিতে কত টাকা বেতন বাড়লো?

যারা লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা পাচ্ছেন তাদের 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে ওই সব মহিলাদের একাউন্টে ঢুকবে বার্ধক্য ভাতার টাকা। বার্ধক্য ভাতার জন্য তাদের আলাদাভাবে আবেদন করতে হবে না।এই দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রাজ্যে তথ্যপ্রযুক্তিতে প্রায় 5 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। দুর্গাপুর সেল গ্যাসে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেখানেও বেশ কিছু ছেলে মেয়ের চাকরি হবে বলে মুখ্যমন্ত্রী মনে করছেন।
Written by Nupur Chattopadhyay.

Post Office MIS Scheme – পোস্ট অফিসে এককালীন কত টাকা রাখলে প্রতিমাসে কত টাকা

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment