Krishak Bandhu: কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ও টাকা ঢুকেছে কিনা জেনে নিন

পশ্চিমবঙ্গের সরকার যে সকল জনকল্যাণকারী প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme). এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর কৃষকদের (Farmers) আর্থিক সাহায্য পাঠায় রাজ্য সরকার। প্রতিবছরের মতো এই বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, সেই বিষয়ে জানতে হলে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিতে হবে। সকলের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রইল আজকের এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে চটপট সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

Krishak Bandhu Scheme Payment

কেন্দ্র সরকারের PM Kishan Yojana এর মতোই রাজ্য সরকারের এই প্রকল্পে সাধারণত প্রতি বছর দুবার টাকা দেওয়া হয়ে থাকে। যার মধ্যে ২০২৪ সালে খারিফ সিজনের টাকা ইতোমধ্যে ব্যাংকে পাঠানো হয়েছে। আর এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই টাকা আপনারা পেয়ে যাবেন। তবুও সকলের মনে প্রশ্ন টাকা কবে ক্রেডিট হবে অ্যাকাউন্টে? আর সে আপডেট রইল আপনাদের জন্য।

কৃষক বন্ধু প্রকল্প ফর্ম ও লিস্ট

সেই ২০১৯ সাল থেকে কৃষকদের জন্য রাজ্যের সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাচ্ছে। যদি খেয়াল রাখা যায়, তাহলে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা পাঠানো হয়েছে বেশিরভাগ সময়ে জুন মাসে। আর রবি সিজনের টাকা পাঠানো হয়েছে ডিসেম্বর মাস নাগাদ
২০২৪ সালের হিসেব থেকে জানা যায়, ইতিমধ্যে জুন মাসে টাকা সেন্ড করা হয়েছে। আর এবার পালা রবি সিজনে টাকা পাঠানোর। আগের বছর এও ডিসেম্বর মাসে টাকা পাঠানো হয়েছিল। এই বছরেও খুব সম্ভবত ডিসেম্বরে টাকা পাঠানো হবে। যদিও এখনো পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে, ডিসেম্বরেই হয়তো টাকা পেয়ে যাবেন সকলে।

আরও পড়ুন, মহিলাদের জন্য ঘরে বসে রোজগার করার একটি দুর্দান্ত আইডিয়া।

কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাগুলি কী কী?

১) পশ্চিমবঙ্গে বসবাসকারী কারোর যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে সেই কৃষককে টাকা পাঠানো হবে বছরে দুই কিস্তিতে। মোট দশ হাজার টাকা দেওয়া হয়। ২) যদি কোনো কৃষকের ন্যূনতম জমি থাকে যদি জমির পরিমাণ হয় এক কাঠা বা এক ডিসমল অথবা ৪০ ডিসমলের মধ্যে তবে এই পরিমাণ জমি থাকলেও এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই কৃষককে বছরে ৪০০০ টাকা দেওয়া হয়। তিনি দুই কিস্তির মাধ্যমে টাকা পাবেন। ৩) এছাড়া, কোনো কৃষকের যদি ৪০ ডিসমল থেকে ১ একরের মধ্যে জমি থাকে তবে জমির পরিমাণ অনুসারে বছরে ৪০০০/- থেকে ১০০০০/- টাকা দেওয়া হয়। ৪) এছাড়া, যদি কোন কৃষকবন্ধু ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যান তবে প্রকল্পটির মাধ্যমে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে।

Krishak Bandhu status check

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2024

আধার কার্ডের মাধ্যমে কিভাবে চেক করবেন?

  • আপনাকে প্রথমে ভিজিট করতে হবে কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইটে।
  • এরপর ক্লিক করুন ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ অপশনে।
  • এরপর আধার কার্ড নির্বাচন করতে হবে ও আধার নম্বর উল্লেখ করতে হবে।
  • এরপর সার্চ অপশনে ক্লিক করে স্ট্যাটাস চেক করে নিতে হবে।

ভোটার কার্ডের মাধ্যমে:
১) ভোটার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে কৃষকবন্ধু অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। ২) এরপর ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ অপশনে ক্লিক করতে হবে। ৩) এরপর উল্লেখ করুন ভোটার আইডি/ আধার কার্ড/ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর/ Krishak Bandhu ID/ মোবাইল নম্বর। ৪) এর পর সার্চ অপশনে ক্লিক করে স্ট্যাটাস চেক করে নিন।
এই সংক্রান্ত আরো তথ্যের জন্য EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!