Jio Vs Bsnl – পাল্লা দিয়ে রিচার্জের দাম কমালো বিএসএনএল আর জিও, কে কত সস্তায় আনলিমটেড ফ্রি দিচ্ছে দেখুন।

Jio Vs Bsnl – পাল্লা দিয়ে দাম কমালো জিও আর বিএসএনএল

আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই Recharge এর দাম বেড়েছে (Jio Vs BSNL)। কিন্তু নতুন বছরে গ্রাহকদের মন জয় করতে ধামাকা offer এনেছে জিও। শুধু Jio ই না ফ্রি অফারের দৌড়ে আছে  BSNL সিম কোম্পানি ও। কার্যত দুই কোম্পানী পাল্লা দিয়ে নতুন বছর শুরুর আগে দারুন offer লঞ্চ করছে। চলুন জেনে নওয়া যাক যে নতুন বছরের শুরুতে Jio ও BSNL সিম কোম্পানি কি কি আকর্ষণীও Recharge Offer নিয়ে এসেছে।

Recharge Plan এর সময়সীমা (Jio Vs BSNL)

প্লান জানার আগে এটা জেনে নিন যে প্লান গুলির সময়সীমা কি হবে। BSNL তার গ্রাহক দের জন্য নতুন বছর শুরুর আগে যে অফার এনেছিল তার মেয়াদ ছিল শুক্রবার পর্যন্ত। অর্থাৎ নতুন বছর পড়ার আগেই আপনাদের recharge করে রাখতে হত । কিন্তু BSNL এর তরফ থেকে  এটি জানানো হয়াছে যে তারা এই সময়সীমা বাড়াবে তাদের গ্রাহক দের খুশি করার উদ্দেশ্যে। কিন্তু আপনারা Jio  কোম্পানির Recharge প্লান এ বেশি দিন সময় পাচ্ছেন ২০২২ এর ২ জানুয়ারি পর্যন্ত Jio-র বর্ষশেষ ও নববর্ষের অফার জারি থাকবে বলে জানানো হয়েছে, তবে এই সীমা বাড়তে পারে বলে শোনা যাচ্ছে।

BSNL কোম্পানির Recharge Plan

নতুন বছরের ধামাকা প্লান নিয়ে কিছুদিন আগে  হাজির হয়েছিল BSNL সিম কোম্পানি , পুর ১ বছর তাদের প্লান এর validity থাকবে বলে জানিয়েছিল তারা। মাত্র ২৩৯৯ টাকায় এই সিম কোম্পানি আপনাদের দিচ্ছে পুরো ১ বছর অর্থাৎ ৩৬৫ দিন এর জন্য validity কিন্তু বর্ষশেষের অফারে ৪২৫ দিনের ভ্যালিডিটি পাবেন আপনারা জানানো হয়াছে BSNL কম্পানির তরফ থেকে। অর্থাৎ আপনারা পেয়ে যাবেন ২ মাস অব্দি extra recharge validity। (Jio Vs BSNL)

 এই প্ল্যানে রোজ ৩ জিবি করে ডেটা পাবেন। যেটা কিন্তু একেবারেই মন্দ নয়। এছাড়া আপনারা পেয়ে যাবেন unlimited voice calling এর সুবিধা। এবং এ ছাড়া প্রতিদিন আপনারা ১০০ টি করে এস এম এস পাঠানোর সুবিধা ও পেয়ে যাবেন। (Jio Vs BSNL)

নতুন বছরে ফাটাফাটি অফার জিওর, মাত্র 82 টাকায় পাবেন আনলিমিটেড কল

Jio কম্পানির Recharge Plan

নতুন বছর এর শুরুতে গ্রাহকদের মন খুসি করতে জিও কোম্পানি নিয়ে আসল ধামাকা unlimited offer মাত্র ২৫৮৫ টাকাতে ৩৩৬ দিন এর জন্য জিও কোম্পানি নিয়ে এসেছে এই offer, রোজ ১.৫ জিবি করে ডেটা এর পাশাপাশি আনলিমিডেট কলিং এবং প্রতিদিন ১০০ টি করে মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই। এই প্লান এর আরও একটি সুবিধা হল অতিরিক্ত ২৯ দিন  এর recharge validity অর্থাৎ প্রায় ১ বছর এই offer আপনারা পেয়ে যাবেন। এ ছাড়া JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud এর মত OTT সাইড গুলিও ফ্রী তে ব্যাবহার করার সুযোগ ও পেয়ে যাবেন। (Jio Vs BSNL)

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment