Jio Vs Airtel Plans – প্রতিদিন ডেটা শেষ হয়ে যাচ্ছে? ১২০ টাকা কমে পাবেন ৩ মাসের আনলিমিটেড কলিং ও ইন্টারনেট।

Jio Vs Airtel Plans – জিও-র এই প্ল্যান এ রয়েছে চমকপ্রদ সব অফার সাথে সাথে সাশ্রয় হতে চলেছে 120 টাকা জেনে নিন এই বাম্পার অফার

Jio Vs Airtel Plans – আপনার বাড়িতে যদি ওয়াই-ফাই না থাকে এবং দিনের শেষে আপনার নেট প্যাক শেষ হয়ে যায়, তাহলে আপনি নিশ্চয়ই এমন একটি প্ল্যান খুজবেন যা প্রতিদিন আপনাকে কমপক্ষে 2GB ডেটা দেবে। আর রিচার্জ করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে বাজারের সমস্ত কোম্পানীর সব প্ল্যান যাচাই করুন আর বেছে নিন আপনার সঠিক প্ল্যান।

আজ আমরা আপনাকে সেই প্ল্যান (Jio Vs Airtel Plans) সম্পর্কে জানাবো যা আপনাকে রিলায়েন্স জিও এবং এয়ারটেল এই দুই কোম্পানির থেকে প্রতিদিন 2GB ডেটা অফার করে। এবার তুলনা করে আপনিই সিদ্ধান্ত নেবেন কোন প্ল্যানটি আপনার জন্য বেশী উপযোগী।

জিও এবং এয়ারটেল (Jio Vs Airtel Plans) এর রয়েছে এমন দুটি প্ল্যান যা আপনাকে দেবে আনলিমিটেড সুবিধা। যদিও এই বিষয়ে জিও এয়ারটেল কে অনেকটাই টেক্কা দিয়েছে কারন জিও-র প্ল্যান এর দাম এয়ারটেল এর প্ল্যান থেকে 120 টাকা কম।

JIO –এর 719 টাকার প্ল্যান

এই প্ল্যানে মাত্র 719 টাকায় 2GB ডেটা প্রতিদিন 84 দিনের জন্য এবং তার সাথে থাকছে আনলিমিট কল সহ JIO TV এবং JIO Chinema ব্যাবহারের সুবিধা। তাছাড়াও আপনি পাবেন বিনামূল্যে Jio সিকুউরিটি এবং Jio ক্লাউডের ফ্রী অ্যাক্সেস। Jio Vs Airtel Plans

এয়ারটেলের 839 টাকার প্ল্যান

Jio এর মতো এয়ারটেলের এই প্লানের বৈধতা ও 84 দিনের এবং উপভোক্তারা পাবেন প্রতিদিন 2GB করে ডেটা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে আম্যাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের 30 দিনের ট্রায়েল, অ্যাপোলো 24/7 সার্কেল থেকে 3 মাসের অফার, শো একাডেমিতে বিনামূল্যে হ্যালো টিউন, উইংক মিউজিক এবং Fastag- এ 100 টাকা কাশব্যাক। Jio Vs Airtel Plans

Online money making tips: অনলাইনে বাড়ি বসে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায়

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কোন প্ল্যানটা আপনার জন্য সাশ্রয়ী এবং লাভজনক হবে। দুটি প্লানেই একই পরিমান ইন্টারনেট এবং কলিং এর সুবিধা পাচ্ছেন। শুধুমাত্র কয়েকটি OTT প্লাটফর্মের সুবিধা বেশী পাবেন। কিন্তু দুটি প্ল্যানের দামের পার্থক্য ১২০ টাকা। এবার আপনিই সিদ্ধান্ত নেবেন কোন প্ল্যানটি আপনার জন্য উপযোগী। নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

আর পড়ুন অর্ধেক দামে এবার পোষ্ট পেইড প্ল্যান

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment