Jio Recharge Plans – আবার রিচার্জের দাম বাড়ালো জিও।

Jio Recharge Plans – আবার দাম বাড়তে চলেছে জিওর অন্যদিকে গ্রাহক বাড়াতে আরও নতুন প্ল্যান ও আসছে বাজারে

গত বছরের শেষদিকে যে হারে টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের (Jio Recharge Plans) দাম বাড়িয়েছে তাতে অনেক নিম্ন মধ্যবিত্তের ফোন ব্যাবহার নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রায় দুগুণ করে বাড়িয়ে দেওয়া হয়েছিল রিচার্জ। এই রিচার্জ এর খরচ বাড়ানোতে স্বভাবতই কাস্টোমার হারিয়েছে কম বেশি সব বেসরকারি টেলিকম সংস্থা। কিন্তু তারা তো আর থেমে থাকার পাত্র নয়। তাই মানুষের চাহিদার কথা মাথায় রেখে আনতে চলেছে নতুন স্কীম।

অনেক বেসরকারি সংস্থা থেকে মুখ ঘুরিয়ে সরকারি BSNL এর দিকে যাচ্ছে। কিন্তু BSNL এর পরিষেবা নিয়ে অনেকের মধ্যেই অভিযোগ আছে। আর সেটাকেই হাতিয়ার করছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। সোশ্যাল মিডিয়া ছাড়া যেমন মানুষের একমূহুর্ত চলেনা ঠিক তেমন মানুষের জীবনে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ওটিটি। যুবসমাজ যদিও এর প্রতি বেশ রকমের আসক্ত হয়ে পড়েছে। আর তাই জিও আনছে নতুন রিচার্জ প্ল্যানের (Jio Recharge Plans) সাথে ওটিটি। জিও দুটি প্ল্যানের টাই আপ হয়েছে ডিসনি হটস্টারের সাথে।

প্ল্যান: ১৪৯৯ টাকা ৪০১৯ টাকা দামের দুটি প্ল্যান আসছে। এই দুটি প্ল্যানের সাথে ডিসনি হটস্টারের সব ওটিটি ফ্রী পাওয়া যাবে। এই প্লানটি (Jio Recharge Plans) আগেও ছিলো তবে ওটিটি ছিলো না, এবার এই প্লানের দাম বাড়লো ৪৯ টাকা। অর্থাৎ একটা সুবিধা বাড়লেও দাম বেড়েছে ৪৯ টাকা।

অন্যদিকে ১৪৯৯ টাকার প্ল্যানের বৈধতা এক বছর। সাথে থাকবে যেকোনো সিমের সাথে আনলিমিটেড কল ও ১০০টি SMS। এই প্ল্যান রিচার্জ (Jio Recharge Plans) করলেই এক বছরের ডিসনি হটস্টার দেখা যাবে। প্রতিদিন থাকবে দু জিবি ডেটা। ছবির কোয়ালিটি 4k। এই ডিসনি হটস্টারকে আপনারা চারটে স্ক্রিনে সর্বোচ্চ দেখতে পাবে। এই প্ল্যানের ও দাম বেড়েছে ৯৯ টাকা।

৪০১৯ টাকার প্ল্যানের সাথ আপনি পাবেন রোজ ৩জিবি ডেটা। এর সাথেও যেকোনো সিমে আনলিমিটেড কল ও১০০ টিSMS। এক বছর এটির ভ্যালিডিটি। এখানেও চারটি স্ক্রিনে ডিসনি হটস্টার দেখতে পাবে 4k কোয়ালিটির সাথে। এই প্ল্যানের (Jio Recharge Plans) ও দাম বেড়েছে ১৪৯ টাকা।

আরও পড়ুন, জিও এর সবচেয়ে কম দামের প্ল্যান কোনটি

এই প্যাক রিচার্জের (Jio Recharge Plans) পর ডিভাইসে মাই জিও অ্যাপ ডাউনলোড করলেই কুপন কোড যাবে ডিসনি হটস্টারের। সেই কোড ব্যবহার করেই ডিসনি দেখে পাবেন। ট্রাই এর দাবি আগের মাসে জিও প্রায় ১৩ মিলিয়ন গ্রাহক হারিয়েছে মনে করা হচ্ছে এগুলো ফেরানোর কৌশলই। তবে যত নতুন প্ল্যানই লঞ্চ হোক খরচ কিন্তু কমছে না, মনে করছেন অনেকেই। এই ব্যাপারে আপনার কি মত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

 আর লাগবেনা ব্রডব্যান্ড, এবার মোবাইলেই যত খুশি নেট ব্যাবহার করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment