Jio Happy New Year 2026 Plans: নতুন বছরে জিও গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার। ৩৬৫ দিন আনলিমিটেড ফ্রি কলিং ও প্রচুর সুবিধা

নতুন বছরের শুরুতে রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য Jio Happy New Year 2026 Plans বা বিশেষ উপহার নিয়ে এসেছে। এবারের হ্যাপি নিউ ইয়ার ২০২৬ অফারে রয়েছে আনলিমিটেড ৫জি ডেটা, একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং গুগল জেমিনি প্রো এআই সুবিধা। এই প্ল্যানগুলো শুরু হচ্ছে মাত্র ১০৩ টাকা থেকে। যারা দীর্ঘমেয়াদী রিচার্জ খোঁজেন, তাদের জন্য এটা সত্যিই আকর্ষণীয়। এতে ডেটা, কলিং এবং বিনোদন সবকিছু একসঙ্গে মিলবে। এই অফারগুলো জিওর অ্যাপ, ওয়েবসাইট বা দোকান থেকে নেওয়া যাবে।

Jio Happy New Year 2026 Plans – ৩৫৯৯ হিরো অ্যানুয়াল রিচার্জ প্ল্যান

যারা পুরো বছর চিন্তামুক্ত থাকতে চান, তাদের জন্য জিওর হিরো অ্যানুয়াল প্ল্যানটা একদম পারফেক্ট। এই প্ল্যানের দাম ৩৫৯৯ টাকা এবং ভ্যালিডিটি ৩৬৫ দিন। প্রতিদিন মিলবে ২.৫ জিবি হাই-স্পিড ডেটা। সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা যেখানে নেটওয়ার্ক আছে। আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ এসএমএসও রয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো ১৮ মাসের ফ্রি গুগল জেমিনি প্রো সাবস্ক্রিপশন।

সুপার সেলিব্রেশন মাসিক প্ল্যান: ৫০০ টাকায় মাসভর্তি বিনোদন

যারা মাসিক রিচার্জ পছন্দ করেন এবং বিনোদনের ভক্ত, তাদের জন্য Jio Happy New Year 2026 Plans বা ৫০০ টাকার এই প্ল্যানটা দারুণ। ভ্যালিডিটি ২৮ দিনের। প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। আনলিমিটেড ৫জি ডেটা তো আছেই। আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ এসএমএস মিলবে। এতে বান্ডেল করা আছে একগুচ্ছ ওটিটি অ্যাপ যেমন ইউটিউব প্রিমিয়াম, জিওহটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও, সনি লিভ, জি৫, লায়ন্সগেট প্লে ইত্যাদি।

বিনামূল্যে ওটিটি সুবিধা

একটা প্ল্যানে এতগুলো ওটিটি প্ল্যাটফর্ম পাওয়া সত্যিই অসাধারণ। ডিসকভারি+, সান নেক্সট, হইচই, ফ্যানকোড, চৌপালের মতো রিজিওনাল কনটেন্টও আছে। মাসিক মূল্যে এত সুবিধা অন্য কোথাও পাওয়া কঠিন। এছাড়া ১৮ মাসের গুগল জেমিনি প্রো ফ্রি। এআই টুলস দিয়ে কাজকর্ম সহজ হয়ে যাবে। বিনোদন এবং প্রোডাকটিভিটি দুটোই একসঙ্গে মিলবে।

পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসের রেশন তালিকা। নতুন নিয়মে কোন কার্ডে কতটা রেশন পাবেন জেনে নিন

ফ্লেক্সি প্যাক অ্যাড-অন: ১০৩ টাকায় অতিরিক্ত সুবিধা

যাদের মূল প্ল্যান আছে কিন্তু একটু অতিরিক্ত ডেটা দরকার, তাদের জন্য ১০৩ টাকার ফ্লেক্সি প্যাক Jio Happy New Year 2026 Plans উপলব্ধ। এতে মিলবে মোট ৫ জিবি ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন। নিজের পছন্দমতো একটা ওটিটি প্যাক বেছে নেওয়া যাবে। হিন্দি, ইন্টারন্যাশনাল বা রিজিওনাল যেকোনো একটা। এটা অ্যাড-অন হিসেবে ব্যবহার করলে খরচ কম পড়বে। ছোট ছোট চাহিদা মেটাতে এটা আদর্শ।

এই Jio Happy New Year 2026 Plans প্ল্যানগুলোতে জিও আনলিমিটেড ৫জি ডেটাকে আরও জোর দিয়েছে। গুগল জেমিনি প্রোর মতো প্রিমিয়াম এআই সুবিধা ফ্রি দেওয়া নতুনত্ব। ওটিটি বান্ডেলে বিনোদনের কোনো অভাব হবে না। দীর্ঘমেয়াদী প্ল্যানে খরচ বাঁচবে অনেক। যারা জিও ইউজার, তাদের জন্য এটা সত্যিই ভালো সুযোগ। নতুন বছরে নতুন এই অফার নিয়ে সংযোগটা আরও মজবুত করুন।

শেয়ার করুন: Sharing is Caring!