Interest Rate 2022 – NSC, PPF, GPF, Provident Fund, SSY, RD, KVP
চলতি অর্থবর্ষের বিভিন্ন সরকারী ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত হচ্ছে সুদের হার (Interest Rate 2022), সেই নিয়ে বছর শুরুর আগের দিনই নতুন বছরের সুদের হার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। চলতি অর্থ বছরের পহেলা জানুয়ারী থেকে ৩১ শে মার্চ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড (PF), প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), রেকারীং ডিপোজিট (RD), সিনিওর সিটিজেন সেভিংস স্কীম (SSS) প্রভৃতি প্রকল্পের সুদের হার প্রকাশিত হলো। এক নজরে দেখে নেওয়া যাক, কোন প্রকল্পে কত সুদ থাকবে?
নতুন বছর শুরুর আগের দিনই জানিয়ে দেওয়া হলো, চলতি অর্থবর্ষের চতুর্থ তথা শেষ ত্রৈমাসিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার (Interest Rate 2022) অপরির্তিত রাখা হলো। সেই সাথে অন্য সমস্ত প্রকল্পের সুদের হার ও ঘোষণা হয়েছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বাজেট ব্রাঞ্চের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছর পহেলা জানুয়ারি ২০২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত ২০২১ থেকে ২০২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার (Interest Rate 2022) অপরিবর্তিত রাখা হচ্ছে।
ফলে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) প্রকল্পে বার্ষিক সুদের আগের মতই ৭.১% থাকবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড এ (PPF) এবং সরকারী কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এর বার্ষিক সুদের হার ৬.৮% শতাংশ থাকবে (Interest Rate 2022).
এছাড়াও প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমের (SSS) পাঁচ বছরের সঞ্চয় প্রকল্পে সুদের হার ৭.৪% থাকবে। অন্যদিকে পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে ৫.৮% হারে সুদ মিলবে (Interest Rate 2022)।
আরও পড়ুন, Post Office Scheme – পোষ্ট অফিসে এককালীন মাত্র পঞ্চাশ হাজার টাকা রাখলে পাবেন লাখ লাখ টাকা, নতুন বছরের সেরা স্কীম
এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ। এছাড়াও এক থেকে পাঁচ বছরের টার্ম ডিপোজিটে (RD & FD) ৫.৫% থেকে ৬.৭% এর মধ্যে সুদ পাওয়া যাবে। সেভিংস ডিপোজিটে (Savings Account) সুদের হার বার্ষিক তিন থেকে চার শতাংশ। এছাড়াও কিষান বিকাশ পত্রে ১২৪ মাসের প্রকল্পে (KVP) সুদের হার ৬.৯% (Interest Rate 2022)।
প্রসঙ্গত এই সুদের হার শেষ কমানো হয় ০১.০৪.২০২০ সালে। তার পর থেকে সমস্ত সুদের হারই অপরিবর্তিত আছে। এই মুহূর্তে কোন প্রকল্পে বিনিয়োগ করলে সুদ বেশী পাবেন, নিচের লিঙ্ক গুলো ক্লিক করলে সমস্ত হিসাব পেয়ে যাবেন (Interest Rate 2022)।
পোষ্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, ক্লিক করুন
পোস্ট অফিসের টাকা দ্বিগুন করার দেখতে ক্লিক করুন
পোষ্ট অফিসের বড় ডিপোজিট স্কীম, ক্লিক করুন
মিউচুয়াল ফান্ডের সেরা এবং নিশ্চিত রিটার্ন পাওয়া স্কীম দেখতে ক্লিক করুন
নতুন বছরের সরকারী পেনশন প্রকল্প দেখতে ক্লিক করুন
নতুন বছরে বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন প্রকল্পের সুদের হার দেখতে ক্লিক করুন
এল আই সি এর সেরা প্লান দেখতে ক্লিক করুন