Instant Personal Loan: হটাত টাকার দরকার হলে, কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করুন

বর্তমানে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তার মধ্যে Instant Personal Loan একটি জনপ্রিয় প্রকল্প। যেখানে কোন গ্রাহকদের হটাত টাকার প্রয়োজন হলে ব্যাংক একাউন্টে অতি দ্রুত টাকা পাবেন। এবং তার জন্য কোনও গ্যারান্টারের প্রয়োজন নেই। তবে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নেওয়ার কতগুলো নিয়ম ও বাধ্যবাধকতা রয়েছে। সেগুলো মেনে চলা জরুরী।

RBI Rules on Instant Personal Loan

জীবনে অর্থের অভাব কখন হয় বলা যায় না। রোজগার করলেও অনেক সময় নানা কারণে টাকা ধার করতে হয়। এজন্য ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়া যায় বটে। হঠাৎ কোনো ব্যক্তিগত প্রয়োজনে, যেমন চিকিৎসা, শিক্ষা বা পারিবারিক খরচ মেটাতে, পার্সোনাল লোন একটি দারুণ উপায় হতে পারে। সহজেই এই লোন পাওয়া যায় এবং তাৎক্ষণিক প্রয়োজনে এটি অত্যন্ত কার্যকর। কিন্তু পার্সোনাল লোন নিলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কারণ একবার লোন নেওয়া হয়ে গেলে কোন কারণে যদি সেই লোন শোধ না করতে পারেন, তবে ঘটি বাটি সব হারিয়ে পড়তে হবে বিপদে। তাই এগুলো জেনে বুঝে তবেই লোন নিন।

সুদের হার ও লোনের সময়কাল নিয়ে পরিকল্পনা করুন

লোন নেওয়ার আগে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো সুদের হার। বিভিন্ন ব্যাংক ও আর্থিক সংস্থার সুদের হার তুলনা করুন। Instant Personal Loan এ কম সুদের হার পেলে আপনার মাসিক ইএমআই কম হবে, যা আপনার আর্থিক পরিকল্পনায় সহায়ক হবে। পাশাপাশি লোনের সময়কালও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময়ের জন্য লোন নিলে মাসিক ইএমআই কম হবে, কিন্তু সুদের পরিমাণ বেশি পড়বে। আবার স্বল্প সময়ের জন্য লোন নিলে ইএমআই বেশি হলেও সুদের বোঝা কম হবে। তাই সময়কাল ঠিক করার আগে আপনার মাসিক আয়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন।

প্রয়োজন বুঝে লোনের পরিমাণ নির্ধারণ করুন

Instant Personal Loan নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, ঠিক কত টাকা আপনার প্রয়োজন। প্রয়োজনের বেশি টাকা ধার করলে তা ফেরত দিতে গিয়ে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। তাই প্রয়োজনের তুলনায় বেশি লোন নেওয়ার থেকে যতটা প্রয়োজন, ঠিক ততটাই ধার করুন।

ইএমআই-এর হিসাব আগে থেকেই করে নিন

লোন নেওয়ার আগে ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে প্রতি মাসে কত টাকা আপনাকে শোধ করতে হবে, তা বুঝে নিন। এই ইএমআই আপনার মাসিক বাজেটের সঙ্গে মানানসই না হলে ভবিষ্যতে এটি বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাই মাসিক আয় ও অন্যান্য খরচের হিসাব মাথায় রেখে ইএমআই ঠিক করুন। ইএমআই শোধ করতে গিয়ে প্রতিমাসে কোনো অসুবিধার সম্মুখীন হলে তা আপনার আর্থিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।

আরও পড়ুন, মহিলাদের প্রতিমাসে 7000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এইভাবে আবেদন করুন

আগাম লোন শোধের শর্ত যাচাই করুন

অনেক সংস্থা সময়কালের আগে লোন শোধ করার সুযোগ দেয়। এতে সুদের বোঝা কমিয়ে দ্রুত লোন মিটিয়ে ফেলা সম্ভব হয়। তবে, কিছু ক্ষেত্রে আগাম লোন শোধের ওপর জরিমানা আরোপ করা হয়। তাই লোন নেওয়ার আগে ব্যাংকের এই শর্তগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিন।

আরও পড়ুন, পোস্ট অফিসে মাসে 20000 টাকা পাবেন। এই নতুন প্রকল্পে আবেদন করুন।

ক্রেডিট স্কোর বজায় রাখতে সময়মতো পরিশোধ করুন

পার্সোনাল লোন নেওয়ার সবচেয়ে বড় ঝুঁকি হলো ডিফল্ট করা। সময়মতো ইএমআই পরিশোধ করতে না পারলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে। এর ফলে ভবিষ্যতে অন্য কোনো লোন বা ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ করানো কঠিন হয়ে দাঁড়াবে। তাই লোন শোধের নির্ধারিত দিন মেনে চলুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!