Indian Currency তে এবার নাকি একাধিক মনীষীদের ছবি অল্টারনেট করে বসবে!
“ভারতীয় টাকায় (Indian Currency) আর মহাত্মা গান্ধীর একার একাধিপত্য আর নয়” খবরটি প্রথম প্রকাশিত হয় দেশের অন্যতম দুটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একাধিক ভাষার সংস্করণে। এই লাইনটি পড়ে ভারতবাসীর মনে বিভিন্ন ভাবনা তৈরি হতে পারে।
কিন্তু এ কথা বলা হচ্ছে তার কারণ, এতদিন পর্যন্ত ভারতবর্ষের ব্যাংক নোটে (Bank Note) শুধুমাত্র মহাত্মা গান্ধীর ছবি দেখা যেত। কিন্তু এবার জানা যাচ্ছে, গান্ধী শুধু নয়, এবার টাকায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ছবিও দেখা যেতে পারে। আর Indian Currency নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) নিজের অবস্থান স্পস্ট করলো।
এই বিষয়ে সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে আরবিআই এর একদফা কথাবার্তা হয়ে গিয়েছে বলে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রের খবর, দিল্লি আইআইটির এমেরেটাস অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আবদুল কালামের ছবি দেওয়া দুই ধরনের নোটের কপি পাঠানো হয়েছে। তার ওপরই এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে, কোন নোটটি শেষ পর্যন্ত বেছে নেওয়া হবে। Indian Currency
বকেয়া ডিএ না দিলে পশ্চিমবঙ্গে কর্মবিরতির হুসিয়ারি, এক জোটে রাস্তায় নামছে ১৭টি সংগঠন
কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাংক ইতিমধ্যেই ব্যাংক নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের ছবি ব্যবহার করা নিয়ে আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে গান্ধীজীর ছবি সমস্ত নোট থেকে একেবারে সরিয়ে ফেলা হচ্ছে না। অনেকটা আমেরিকার ধাঁচে এক একটি নোটে এক এক মনীষীর ছবি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে বলেই খবর। Indian Currency
তবে আর টুইটারের মাধ্যমে, তাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যে ব্যাঙ্কনোট রয়েছে, তাতে কোনও পরিবর্তন আনা হবে না। সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে উল্লেখ করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কে এই সংক্রান্ত কোনও প্রস্তাবনা নেই। আপনার কি মনে হয় এই মুহূর্তে কি একাধিক মনীষীদের ছবি ব্যাবহার করা উচিত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। Indian Currency
Written by Rajib Ghosh
আর অবহেলা নয়, 30 জুনের আগে ব্যাংকে গিয়ে এটি না করলে, দ্বিগুন জরিমানা, এক্ষুনি দেখুন।
পুরনো এই কয়েন থাকলে আপনিও করতে পারেন বাজিমাত! রাতারাতি কত পেতে পারেন