পুরনো নোট বিক্রির জন্য এবারে নিলামের বা Old Note Auction হয় সারা বিশ্বে। আর একবার এই নিলামে আপনার দেওয়া নোট বিক্রি হলে জীবন বদলে যাবে। আর তেমনই একটা নিলাম চলছে লন্ডনে। ১০৬ বছর পুরনো ১০ টাকার নোট, তারই দাম এখন ২ কোটি ১১ লাখ ৬৫৮ টাকা।
106 Years 10 Rs Old Note Auction in London.
জীবনে কোটিপতি (Millionaire) হওয়ার ইচ্ছা কার না থাকে? আমরা সকলেই চাই প্রচুর টাকা রোজগার করতে। কিন্তু আদৌ কি সেই স্বপ্ন পূরণ হয়? তবে এবার তা হবে। তাও আবার কোনো কষ্ট না করেই। হাতে যদি থাকে এই ১০ টাকার একটি নোট (10 Rupees Old Currency) তাহলেই ভাগ্য খুলে যাবে আপনার। কিভাবে তা সম্ভব, জানুন।
পুরনো নোট নিলামে কিভাবে?
সম্প্রতি বিশ্ব ব্যাংকের (World Bank) উদ্যোগে লন্ডনে ১০৬ বছরের পুরনো ১০ টাকার দুটো নোট নিলামে (Old Note Auction) উঠতে চলেছে। লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম হাউসে এই নিলাম হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই রকম দুটো নোটের খোঁজ বর্তমানে মিললেও এই রকম আরো নোট (Old Currency Note) এখনো রয়েছে। এই গুলোকেও খুব শীঘ্রই উদ্ধার করা হবে।
পুরনো নোট নিলামে বিক্রি
তাদের অনুমান এই নোট গুলো এতটাই বিরল যে অতীতে কখনো আর তা দেখা যায়নি (Old Note Auction). সেই কারণেই নোট গুলোর মূল্য এতটা হয়েছে এখন। আসলে এই দশ টাকার নোট গুলো শেষবার দেখা গিয়েছিল ১৯১৮ সালে। এসএস শিরালার জাহাজে করে এই নোট গুলোকে (Old Note Sale) লন্ডনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে জার্মান ইউ বোটের সঙ্গে সংঘাতে নোট ভর্তি জাহাজটি তলিয়ে যায় জলের তলায়।
How to auction old notes?
ফলে জাহাজে থাকা নোট গুলো জলে ছড়িয়ে যায় চারিদিকে (Old Note Auction). বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, শুধু দশ টাকার নোটই নয়, আরও অন্যান্য নোটও বান্ডিল করে যাচ্ছিল একই সঙ্গে সেই জাহাজে। এর মধ্যে স্বাক্ষরবিহীন ৫ এবং ১০ টাকার নোট (10 Rupees Note) যেমন ছিল, তেমনই ছিল স্বাক্ষর যুক্ত ১ টাকার নোট (1 Rupees Note). তবে সেই মুহূর্তে ওই নোট গুলোকে আর খোঁজার চেষ্টা করা হয়নি।
১০৬ বছর পুরনো ১০ টাকার নোটের কদর কেন?
কারণ নতুন নোট বানানো শুরু হয়ে গিয়েছিল ততদিনে। সাম্প্রতিক কালে আবার ঐতিহাসিক গবেষণার খাতিরে এই নোট গুলোকে (Old Note Auction) খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। বিশ্ব ব্যাংক সোশ্যাল মিডিয়ায় নোট গুলোর ছবি পোস্ট করেও দেখিয়েছে। যা দেখে অনেকেরই বিস্মিত হওয়ার যোগার। কারণ এত বছর ধরে জলের তলায় পড়ে থেকেও একটু নষ্ট হয়নি নোট গুলো।
বরং এতটাই অক্ষত রয়েছে যে সেই নোট গুলোর ওপর ১৯১৮ সালের ২৫শে মে তারিখটি স্পষ্ট দেখা যাচ্ছে অর্থাৎ বোঝা যায় এই তারিখেই তৈরি হয়েছিল ওই নোট গুলো (Old Note Auction). কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বছরই জলের তলায় তলিয়ে গিয়েছিল ওই গুলো। আর এবারে দেখার অপেক্ষা যে এই পুরনো ১০ টাকার নোট কত গুলো উদ্ধার করা যায় এবং ভবিষ্যতে এই নিয়ে কি করা হয়।
How Much is The Price of This 10 Rupees Note
এই ঐতিহাসিক ১০ টাকা নোটের এক একটির মূল্য নিলামে (Old Note Auction) কমপক্ষে ২ কোটি ১১ লাখ ৬৫৮ টাকা থেকে ২কোটি ৭৫ হাজার ১৫৫ টাকার মধ্যে উঠতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তবে শুধু ১৯১৮ সালের ১০ টাকা নয়, লন্ডনের ওই নিলাম পর্বে ব্রিটিশ আমলের ভারতীয় ১০০ টাকার নোট নিয়েও দর কষাকষি করা হতে পারে।
1 টাকার পুরনো এই স্পেশাল কয়েন থাকলে পাবেন লাখ টাকা, অনলাইনে বেচতে ক্লিক করুন, Free Registration.
অনুমান করা হচ্ছে সেই নোটের দাম হতে চলেছে ভারতীয় মুদ্রায় ৪ লাখ ৬৫ হাজার ৬৪৭ টাকা থেকে ৫ লাখ ২৯ হাজার ১৫৪ টাকার মধ্যে। মে মাসের শেষে বা জুনের শুরুতে এই নিলাম অনুষ্ঠিত হবে লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম হাউসে। এই Old Note Auction নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে এই নোট থাকলে আপনিও বিক্রির চেষ্টা করতে পারেন।
Written by Nabadip Saha.