নিজের খেলাকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন রোহিত, মনে করছেন সচিন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভালই খেলেছেন রহিত শর্মা। রাহুলের সঙ্গে জুটি বেঁধে শতরানের পার্টনারশিপ গড়েছিলেন। ব্যক্তিগত শতরানও হয়ে যেত। কিন্তু ৮৩ রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে ফিরে যান। তবে যে ভাবে দুটি টেস্টেই ইংরেজ বোলারদের সামলে খেলেছেন রোহিত, তা খুশি করেছে সচিন তেন্ডুলকরকে। মাস্টার ব্লাস্টার মনে করছেন, নিজের খেলাকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন রোহিত। এক সাক্ষাৎকারে সচিন বলেছেন, ওর খেলা যতটুকু দেখেছি, তাতে বুঝেছি ওর মানসিকতায় বদল এসেছে। খেলার গতি অনুযায়ী ও নিজের মানসিকতা বদলে ফেলেছে এবং সেই ভাবেই খেলছে। মাঠে থাকলে ও নিজেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। প্রথম ইনিংসে রাহুল ওকে সাহায্য করেছে। পুল শটে আউট হয়েছে ঠিকই, কিন্তু ওই একই শটে বল মাঠের বাইরেও পাঠিয়েছে। বল ছেড়ে দেওয়া বা ডিফেন্স করার ক্ষেত্রেও উন্নতি হয়েছে ওর। ইংল্যান্ডে শেষ কয়েকটা ইনিংস দেখে মনে হচ্ছে, ও নিজের খেলাকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছে।