Budget 2023 Highlights – এবারের বাজেটে কি কি পেলেন, কি হারালেন, ৪টি সুখবর, ২টি হতাশা।

এইমুহুর্তে মধ্যবিত্তের জন্য কিছুটা খুশির খবর দিয়ে প্রকাশিত হলো Union Budget 2023. প্রত্যাশা তো অনেকটাই ছিলো, দেখা যাক কতটা পূরণ হলো আর কতটা অপূর্ণ রয়ে গেল।
সাধারন মানুষ আশা করছিলেন এবারের Union Budget 2023 বাজেটে এবার তাদের জন্য সুখবর থাকতে পারে। বাস্তবেও হল তাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দিয়েছেন। প্রত্যাশা মতই আয়করের Income Tax উর্ধ্বসীমা বাড়ানো হলো।

Union Budget 2023 Income Tax Slab:

এবার আয়করের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থেকে বেড়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে। ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫% ইনকাম ট্যাক্স দিতে হবে। ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ১০% আয়কর Union Budget 2023 Income Tax বর্তমানে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হয় না। তবে এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার সেই উর্ধ্বসীমা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করেছে।

দেশের আমজনতা এবারের বাজেটে আয়করের ক্ষেত্রে কতটা ছাড় দেয় সরকার, সেই দিকেই নজর রেখেছিলেন। বেশ কিছুদিন ধরে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল, বর্তমানে যে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, সেটা বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ২০২৩ সালে আয়কর আইনের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তির যদি বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আয়কর রিটার্ন জমা দিয়ে ১২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। বিনিয়োগ, বাড়িভাড়া, গৃহঋণের সুদ, স্ট্যান্ডার্ড ডিডাকশনসহ সবকিছু ছাড় মিলিয়ে যদি করযোগ্য আয় ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে আর কোনো কর দিতে হয় না।

 ফেব্রুয়ারি মাসে 10 দিন ব্যাংক বন্ধ, এই দিনগুলো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন।

বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হয় না। ৬০ থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিরা ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পান। সে ক্ষেত্রে ৮০ ঊর্ধরা ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পান।
করোনা সংক্রমণ পরবর্তীতে আর্থিক পরিস্থিতি নিম্নগামী ছিল। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সেই সংকটের মেঘ ঘনিয়ে তৈরি হচ্ছিল। ফলে এক ধাক্কায় মানুষের খরচ করার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল। সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষের কাছে কেনার ক্ষমতা রাখার প্রয়োজন রয়েছে। আর করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়লে মানুষ খরচ করতে আগ্রহী হবেন বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

এবারের বাজেটে যে সমস্ত জিনিসের দাম বাড়ছে, জেনেশুনে আগে থেকে কিনে নিন।

Union Budget 2023 (সরকারী চাকরি)?
নির্মলা সীতারামন এদিন নতুন কর কাঠামোর কথা ঘোষণা করেন। বাজেট ঘোষণায় তিনি জানান, ২০২৩-২৪ আর্থিক বছরে ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে। ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ কর দিতে হবে। ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে সে ক্ষেত্রে ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে। আবার চাকরির ক্ষেত্রে ছুটি বিক্রি করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত নতুন আর্থিক বছরে পাওয়া যাবে।

এতদিন এক্ষেত্রে ৩ লক্ষ টাকা পাওয়া যেত। এছাড়া সরকারী কর্মীদের নতুন পে কমিশন বসতে চলেছে। এর ফলে বেতন বাড়ার সম্ভবনা রয়েছে। তবে নতুন চাকরি নিয়ে কোনও ঘোষণা শেষ খবর পাওয়া পর্যন্ত মেলেনি। তবে Union Budget 2023 এ তপশীলি জাতির শিক্ষার উন্নয়নে একলব্য মডেল স্কুলে বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্রি রেশনঃ
এবারের বাজেটে আর্থিক দিক থেকে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে তুলে ধরার লক্ষ্যে সংস্থান করে দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বাজেটে এই মুহূর্তে দরিদ্র, মধ্যবিত্ত, সাধারণ পরিবারের মানুষের জন্য যথেষ্ট স্বস্তির খবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার PMGKY মেয়াদ আরো ১ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ১ বছর সম্পূর্ণ বিনামূল্যে দেশবাসীকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাজেটে। সীতারামন বাজেট ভাষণে বলেন, এটা অমৃত কালের প্রথম বাজেট। সারা বিশ্বে আর্থিক মন্দা চললেও দেশের অর্থনীতিতে ৭% বৃদ্ধি হয়েছে।

লটারি জেতার গোপন সুত্র, নতুন কৌশলে টিকিট কাটুন, কোটি টাকা ঘরে আনুন।

এদিকে এবার সর্বোচ্চ করদাতাদের সারচার্জ কমানো হয়েছে। করছাড়ের উর্ধ্বসীমা বাড়ায় সাধারণ মানুষ এর খরচ করার আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এবারের Union Budget 2023 বাজেটে আপনি কি খুশি? আর কি প্রত্যাশিত ছিলো? নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment