মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করার পর পুনরায় সে দেশে পূর্ণ ক্ষমতা দখল করল তালিবান। এরপরেই প্রথমবার সরকারিভাবে ভারতের সঙ্গে বৈঠক হল তালিবানদের। এদিন দোহায় আফগানিস্তান সরকারের সম্ভাব্য বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্তানিকজাইয়ের Stanekzai সঙ্গে বৈঠক করেন কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল৷ মূলত, নিরাপত্তা, সুরক্ষা ও আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে। তালিবানের অনুরোধে দোহাতে ভারতীয় দূতাবাসে দুপক্ষের মধ্যে বৈঠক হয়। একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং তাঁদের দ্রুত ভারতে ফেরা নিয়েই আলোচনা হয়েছে৷ পাশাপাশি আফগান নাগরিক বিশেষত সংখ্যালঘু যাঁরা ভারতে আসতে চান সেই প্রসঙ্গও আলোচনায় উঠেছে।