Income Tax Notice বা আয়কর বিভাগের তরফে নোটিশ পাঠানো হচ্ছে। আপনি কি পেয়েছেন? দেশের অনেক মানুষদের ইতিমধ্যেই আয়কর বিভাগের (Income Tax Department) তরফে এই নোটিশ (Income Tax Notice) পাঠানো হয়েছে। আজকাল প্রতিটি মানুষের ব্যাংকে একাউন্ট (Bank Account) আছে। আর একাউন্ট থাকা মানে তাতে তো টাকাপয়সা থাকবেই। আমরা প্রায়ই ব্যাংকে গিয়ে টাকা পয়সার লেনদেন করে থাকি।
Income Tax Notice For Savings Account Holders.
কিন্তু অনেকেই হয়তো জানেন না ব্যাংক থেকে টাকা তোলা বা ফেলার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম থাকে। যেমন অনেক ক্ষেত্রে দেখবেন একাউন্ট হোল্ডার ছাড়া অন্য কাউকে টাকা তোলার অনুমতি দেওয়া হয় না, আবার বলা হয় নির্দিষ্ট একটি অংকের ওপর টাকা তোলা যাবে না। এছাড়াও রয়েছে আরো একাধিক নিয়ম। ব্যাংক থেকে বারবার সতর্ক করা হয় আমাদের এগুলো সম্পর্কে (Income Tax Notice).
কিন্তু আমরা অনেকেই এড়িয়ে যাই। এবার আয়কর বিভাগ থেকে সতর্ক করেছে যে, এরপর যে সমস্ত গ্রাহক ব্যাংকের এইসব নিয়ম মানবেন না তাদের বাড়িতে আয়কর বিভাগ (Income Tax Notice) থেকে পুলিশ যাবে। এমনকি প্রয়োজনে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার এবং জরিমানাও করতে পারে আইন। যদি বাঁচতে চান, তবে এখনই জেনে নিন ইনকাম ট্যাক্সের নতুন রুলস সম্পর্কে এবং এগুলো থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন।
কি কি নিয়ম রয়েছে
- ব্যাংক থেকে ন্যূনতম ১০ লক্ষ টাকার বেশি প্রত্যাহার করা যাবে না একবারে। যদি আপনি তা করেন তবে আয়কর বিভাগ থেকে নোটিশ (Income Tax Notice) দেবে আপনাকে।
- আপনার যদি ক্রেডিট কার্ড (Credit Card) থাকে এবং তাতে এক লক্ষ টাকার বেশি আপনি ঋণ নিয়ে থাকেন, সেক্ষেত্রেও আয়কর বিভাগ আপনাকে তলব করবে।
- এমতাবস্থায় এই ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করাও আয়কর আইনের বিরুদ্ধে।
- আপনি যদি বাড়ি কেনার জন্য একবারে 30 লক্ষ টাকার বেশি নগদে ব্যাংকে জমা করেন তখনও আয়কর বিভাগ মারফত (Income Tax Notice) কৈফত চাওয়া হবে আপনার কাছে।
কিভাবে বাঁচবেন এর থেকে
আয়কর দফতর (Income Tax Notice) কর্তৃক সাধারণত অনলাইন ও অফলাইন এই দুটি মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে। আপনার এই নোটিশটি সঠিক কিনা তা একজন CA যাচাই করে বলতে পারবে। ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার বেশি প্রত্যাহার করতে চাইলে তা একবারে না করে দুবার বা তিনবারে করুন। এটি আয়করের বিরুদ্ধে নিয়ম নয়। তবে যদি কোন কারনে একবারে ১০ লক্ষ টাকার বেশি প্রত্যাহার করতেও হয়।
সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর কাছে একটি ITR File জমা করতে হবে আপনাকে। সঙ্গে নিজের সম্পূর্ণ বিবরণও দিতে হবে। ক্রেডিট কার্ডের বিল ১ লক্ষ টাকার কম করার চেষ্টা করুন এবং যদিও বা এক লক্ষ টাকা হয় তখন অনলাইনের মাধ্যমে পেমেন্ট (Income Tax Notice) সম্পূর্ণ করুন। বাড়ি কেনার জন্য একবারে মোটা অংকের টাকা জমা না করে দুবারে বা তিনবারে তা জমা করতে পারেন।
মাত্র 25000 টাকা বেতন হলে, অবসরের পর 1.75 কোটি টাকা পাবেন। বেতন বেশি হলে আরো বেশি।
আর যদি তা করতেই হয় তবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সেই টাকার উৎস, তা কোন ক্ষেত্রে খরচ হবে তার প্রমাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে। তবে যদি দেখেন আয়কর বিভাগ (Income Tax Notice) থেকে কোন কারণ ছাড়াই আপনাকে তলব বা জরিমানা করা হয়েছে, সে ক্ষেত্রে আপনি আয়কর বিভাগের কাছে সঠিক বিবরণ সমেত একটি আইটিআর ফাইল করতে পারেন। যদি আপনার অভিযোগ সত্যি হয়ে থাকে, তবে আপনাকে মুক্তি দেওয়া হবে।
Written by Nabadip Saha.
ট্যাক্স বাঁচানোর বিরাট সুযোগ এই 3 টি কাজের মাধ্যমে! ক্লেম না করলেই