পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য দারুণ সুখবর। ফের বেতন বাড়লো (Salary Hike) তাদের। একলাফে কর্মীদের বেতন বাড়লো সরকার। আর পুজোর মুখে সেই সুখবর পেলেন কর্মীরা। বলাই যাই এটি ছিল তাদের পুজোর গিফট। সম্প্রতি রাজ্য সরকার একটি নোটিশ জারি করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাহলে কোন সরকারি কর্মীদের বেতন বাড়লো? আজকের প্রতিবেদন থেকে এই বিষয়ে জেনে নেওয়া যাক।
Salary Hike in West Bengal
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় দুই প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী স্কিমের অন্তর্গত কর্মীদের বেতন (Salary Hike) বাড়িয়েছিল রাজ্য সরকার। তবে এবার পালা বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরতদের জন্য। কারণ রাজ্য সরকার স্যালারি বৃদ্ধি করল বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের। তা কতটা বৃদ্ধি পেল তাদের স্যালারি? কবে থেকে বাড়ছে এই সকল কর্মীদের বেতন? আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কত টাকা বেতন বৃদ্ধি হলো
সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত সকল ডেটা এন্ট্রি অপারেটররা এতদিন মাসে ১৪,৩৮০ টাকা বেতন পেতেন। তবে, চলতি বছর অক্টোবর থেকে ভাতা বৃদ্ধি করা হবে মোট ১৬,০০০ টাকা। অর্থাৎ এবার থেকে ডেটা এন্ট্রি অপারেটর দের মাসিক স্যালারি ১,৬২০ টাকা বৃদ্ধি পেতে চলেছে। আর সেই হিসাব অনুযায়ী বছরে সেই সকল কর্মীদের পারিশ্রমিক বাবদ ১৯,৪৪০ টাকা বেশি পাবেন ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মরতরা।তবে মনে রাখবেন, এখানেই শেষ নয়। আগামী বছর থেকে এই রাজ্যের সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের বার্ষিক বেতন বৃদ্ধি পেতে চলেছে বলে জানা যাচ্ছে।
পুজোর আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বড় খবর। বকেয়া টাকা একাউন্টে পেয়েছেন?
কাদের বেতন বাড়ল
তবে বর্ধিত এই বেতন কার্যকর হবে আগামী ২০২৫ সালের জুলাই মাসে থেকে। এই বিষয়ে আরো জানানো হয়েছে যে, ২০২৫ সালের জুলাই থেকে বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বৃদ্ধি (Salary Hike) পাবে তিন শতাংশ হারে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছে একাধিক বাংলা সহায়তা কেন্দ্র বা BSK. এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে নিঃখরচায় যে কোনও নাগরিক বিভিন্ন সরকারি পরিষেবা পেতে পারেন অথবা সেই সম্পর্কে সহায়তা নিতে পারেন। বাংলা সহায়তা কেন্দ্র আরম্ভ হবার পর থেকে সরকারি নানা পরিষেবা কীভাবে পেতে হয় সেই সম্পর্কে জানতে, অথবা বিভিন্ন তথ্য পেতে জনসাধারণকে আর সরকারি অফিসে যেতে হয় না।