HS Philosophy Suggestion 2022 PDF Free Download – উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২২

WB HS Philosophy Suggestion 2022 PDF Free Download – উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২২ PDF

WB HS Philosophy Suggestion 2022 PDF Free Download – উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২২ PDF ডাউনলোড উত্তর সহ। এক ক্লিকেই ডাউনলোড।

Part-A (Marks-40)
(1) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষনীয়) :-                  8×5 = 40
HS Philosophy Suggestion 2022

(a) নিরপেক্ষ বচনের গুণ ও পরিমান বলতে কী বোঝ? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেনিবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও অথবা আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন?                                  2+4+2

(b) মিলের অন্বয়ী পদ্ধতিটি আলোচনা কর। (সংঙ্গা, আকার, দৃষ্টান্ত সুবিধা অসুবিধা) 1+2+1+2+2
অথবা
মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা কর। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা) 1+2+1+2+2

(c) নিরপেক্ষ বচনের ‘পদের ব্যাপ্যতা’ বলতে কী বোঝ? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহারণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী কী? অথবা অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টাত্তসহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো। নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝ? 2+4+2
HS Philosophy Suggestion 2022

(d) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করা। (যে কোন দুটি)
(i) সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ।
(ii) এই ন্যায়টি অবশ্যই বৈধ কেন-না সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ট।
HS Philosophy Suggestion 2022

(iii) সব সফল ব্যক্তি পরিশ্রমী সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়।
(iv) কোন মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়।
(v) তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন।
HS Philosophy Suggestion 2022

(e) সংযোজক কী? সংযোজক পদ নয় কেন? সংযোজকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2+2+4
অথবা টীকা লেখোঃ
(i) অব্যাপ্য হেতুদোষ।
(ii) অবৈধ সাধ্যদোষ।
(iii) চারিপদঘটিতে দোষ।
(iv) নিরপেক্ষ ন্যায়ের সংস্থা ও মূর্তি।
HS Philosophy Suggestion 2022

(f) নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো–
(i) অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়।
(ii) কেউই কাজটি করতে পারেনি।
iii) কেবলমাত্র স্নাতকেরাই এম.এ. পড়তে পারে।
(iv) আম টক অথবা সাধারণ বিরোধ চতুস্কোন ও অ্যারিস্টটলের বিরোধ চতুস্কোনের মধ্যে পার্থক্য লেখো।
HS Philosophy Suggestion 2022

Part-B (Marks-40)
(1) বিকল্পউত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :           1×24 = 24

(1) একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল- (a) 2 (b) 3 (c) 4 (d) 5 টি।
(2) প্রতিটি নঞর্থক বচনের পদটি অবশ্যই ব্যাপ্য হয় – (a) উদ্দেশ্য (b) বিধেয় (c) উভয়ই (d) কোনোটিই নয়।
(3) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল – (a) 2 (b) 3 (c) 4 (d) 6 টি।
(4) যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল – (a) A (b) E (c) 1 (d) O
HS Philosophy Suggestion 2022

আরও পড়ুন, পরীক্ষার খাতা দেখে বেহুঁশ শিক্ষক

(5) হয়p না হয় q হয় একটি – (a) বৈকল্পিক (b) নিরপেক্ষ (c) প্রাকল্পিক (d) যৌগিক বচন।
(6) উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় কোন বচনে? – (a) O (b) 1 (c) E (d) A1
(7) – বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়— (a) A (b) E (c) 1 (d) O
(8) উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে – (a) A (b) E (c) I (d) O
HS Philosophy Suggestion 2022

(9) একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? – (a) 2 (b) 3 (c) 4 (d) 5
(10) অসম বিরোধিকার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে – (a) সত্য (b) মিথ্যা (c) স্ববিরোধী (d) অনিশ্চিত।
(11) অ্যারিস্টটল স্বীকৃত বর্গক্ষেত্রে কত প্রকার বিরোধিতা স্বীকৃত হয়েছে – (a) 5 (b) 4(c) 3 (d) 2
HS Philosophy Suggestion 2022

(12) যদি ‘A’ বচন সত্য হয়, তাহলে O বচনটির সত্য মূল্য হবে? – (a) সত্য (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) স্ববিরোধী।
(13) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। (a) A, E (b) I, O (c) A, I (d) EO
(14) যদি E বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত | বচনটির সত্যমূল্য হবে। (a) সত্য (b) স্ববিরোধী (c) মিথ্যা (d) অনিশ্চিত।
(16)বচনের বিরোধানুমান হল একপ্রকার – (a) মাধ্যম অনুমান (b) অমাধ্যম অনুমান (C) ন্যায় অনুমান (d) যৌগিক যুক্তি
HS Philosophy Suggestion 2022

(17) অধীন বিপরীত বিরোধিতা হয় – (a) A এবং O বচনের মধ্যে (b) A এবং E বচনের মধ্যে (c)। এবং O বচনের মধ্যে (d) E এবং বচনের মধ্যে।
(18) AOO মপ্তিটি বৈধ হয় কোন সংস্থানে? – (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।
(19) FESAPO মূর্তিটি বৈধ হয় – সংস্থানে (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।
HS Philosophy Suggestion 2022

(20) DIMA RIS মূর্তিটি বৈধ হয় – (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ সংস্থানে।
(21) নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা = 1 (a) 2 (b) 3 (c) 4 (d) 5
(22) FERISON মূর্তিটি বৈধ হয় – (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ সংস্থানে।
(23) সকল অS হয় অ-P বচনটির বুলীয় রূপ হল – (a) SP=O (b) SP=O (c) SP=O (d) SP =O
HS Philosophy Suggestion 2022

(24) “কোনো কোনো অS হয় অ-P বচনটির বুলায় রূপ হল – (a) SP#0 (b) SP # O (c) SP #O (d) SP#1
(25) P.P এই বচনা কারটি – (a) স্বত্যঃসত্য (b) স্বতঃ মিথ্যা (c) আপতিক (d) কোনোটিই নয়।
(26) P সত্য হলে pv~Q’ এর সত্যমূল্য হবে (a) সত্য (b) মিথ্যা (c) সংশায়াত্মক (d) স্ববিরোধী।

(27) pv~Q’ এই যৌগিক বচনটি সর্বদা (a) স্বতঃ মিথ্যা (b) স্বতঃসত্য (c) অনিশ্চিত (d) বৈধ।
(28) যে যৌগিক বচনের সত্যসারনির কতকগুলি নিবেশন সত্য এবং কতকগুলি মিথ্যা হয়, তাহলে বচনটি হল— (a) স্বতঃসত্য (b) স্বতঃমিথ্যা (c) আপতিক (d) বিশ্লেষক।
(29) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন (a) আই এম কোপি (b) কার্ভেদরিড (c) জন স্টুয়ার্ট মিল (d) ডব্লু ভি ও কোয়াইন।
আর কোন কোন বিষয়ের সাজেশন পেতে চাও নিচে কমেন্ট করে জানাও।

উত্তর ও সম্পূর্ণ দর্শন সাজেশন PDF পেতে এখানে ক্লিক করো

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment