HS Geography Suggestion 2022 – উচ্চমাধ্যমিকে ভুগোলে বেশী নম্বর পাওয়ার টিপস।
আগামী ২৩ এপ্রিল উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষা, রইল পরীক্ষার সাজেশন (HS Geography Suggestion 2022)। অতিমারির আবহে পরীক্ষার জন্য পড়ুয়ারা পায়নি যথাযথ সময়। ইতিমধ্যেই গতকাল অর্থাৎ ২ এপ্রিল থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।
পড়ুয়াদের মনে একদিকে পরীক্ষার প্রশ্ন কীরকম আসবে, অন্যদিকে রেজাল্ট কেমন হবে এ নিয়ে রয়েছে চাপা উদ্বেগ। তাই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল পরীক্ষার কিছু টিপস্ (HS Geography Suggestion 2022)। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ শনিবার রয়েছে উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষা। (HS Geography Suggestion 2022)
পরীক্ষার আগে প্রস্তুতি ১০০ ভাগ থাকলেও পরীক্ষা দিতে গিয়ে মনের মধ্যে পরীক্ষা নিয়ে একটা চাপা ভয় প্রায় সকল পরীক্ষার্থীদের মনেই থাকে। সেই উত্তেজনা বা ভয় আরও বেড়ে যায় প্রশ্নপত্র হলে দেওয়ার সময়। উত্তেজনা বা ভয় নিয়ে পরীক্ষা দিলে তা পড়ুয়াদের রেজাল্টের জন্য ভালো নাও হতে পারে। তাই পরীক্ষা দেওয়ার সময় কয়েকটি বিশেষ জিনিস মানতে হবে পড়ুয়াদের। তাই এ সম্পর্কে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভূগোলের শিক্ষকের পরামর্শ (HS Geography Suggestion 2022)
১) প্রথমত ভূগোল পরীক্ষার খাতা অবশ্যই পরিষ্কার- পরিচ্ছন্ন হতে হবে। যাতে প্রশ্নভিত্তিক প্রত্যেকটি উত্তর পরীক্ষক পড়ে বুঝতে পারে।
২) প্রশ্নের যথাযথ নম্বর দিয়ে উত্তর লেখা শুরু করতে হবে।
৩) প্র্যাক্টিক্যাল পরীক্ষার বিষয়গুলিতে থিয়োরির আগে প্র্যাক্টিক্যাল পরীক্ষাই হয়ে থাকে। তাই পড়ুয়াদের মনে রাখতে হবে, থিয়োরি বা লেখা পরীক্ষা দেওয়ার সময় যেন প্র্যাক্টিক্যাল পরীক্ষার চিন্তা না থাকে।
৪) লেখা বা থিয়োরি পরীক্ষা দেওয়ার সময় সর্বপ্রথমে যেন ছোটো মানের প্রশ্ন দিয়েই শুরু করা হয়।
৫) ব্রড কোয়েশচেন বা বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে মনে হলে উত্তরের সাথে ছবি আঁকা যেতে পারে, তবে অযথা এঁকে সময় নষ্ট করার প্রয়োজন নেই।
৬) পরীক্ষায় যথাযথভাবে উত্তর লেখার আগে মনে রাখতে হবে পরীক্ষার শেষে যেন হাতে ৫ বা ১০ মিনিট অতিরিক্ত সময় থাকে। (HS Geography Suggestion 2022)
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকে খাতা বাতিলের আশংকা বহু পরীক্ষার্থীর, কি কারণে দেখুন।
পরীক্ষায় প্রশ্নের বিভাজন এবং মান
মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে। তার মধ্যে প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে ৩০ এবং থিয়োরি পরীক্ষা হবে বাকি ৭০ নম্বরে। থিয়োরি বা লেখা পরীক্ষায় মাল্টিপেল চয়েস কোয়েসচেন বা MCQ থাকবে ২১ নম্বরের। শর্ট টাইপ কোয়েসচেন বা SAQ থাকবে ১৪ নম্বরের। দুটি প্রশ্নের বিভাজন আলাদা হলেও প্রশ্নের মান ১ হবে। বাকি ৩৫ নম্বর থাকবে ৫*৭ । অনেকসময় প্রশ্নগুলি ৩ বা ২ এরকম প্রশ্নে ভেঙ্গে দেওয়া হয়ে থাকে।
পরীক্ষার সিলেবাস
ক) প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত:
১) ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া–বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ,
ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ
২) মৃত্তিকা
৩) বায়ুমন্ডল–বায়ুমন্ডলীয় গোলযোগ ও জয়বায়ু পরিবর্তন।
(HS Geography Suggestion 2022)
খ) অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত:
১) প্রাথমিক কার্যাবলী
২) মাধ্যমিক কার্যাবলী
৩) জনসংখ্য়া
৪) জনবসতি
(HS Geography Suggestion 2022)
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভূগোল পরীক্ষার সাজেশন
১) কাস্ট অঞ্চলের প্রাপ্ত ক্ষয়জনিত ভূমিরূপ গুলি সম্পর্কে সংক্ষেপে সচিত্র বিবরণ দাও। ৭
২) পাম্পের সাহায্য ছাড়াই আর্টেজীয় কূপ থেকে জল উঠে আসে কিভাবে? পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো? ক্ষয়ীভবন কাকে বলে? ৩+২+২
৩) মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকার এর প্রভাব সম্পর্কে বল? একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ এর বিভিন্ন স্তর গুলি সম্পর্কে বর্ণনা করো? ৪+ ৩
৪) ভৌম জলের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ গুলি সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। ৭
৫) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর উৎপত্তি এবং গঠন সম্পর্কে আলোচনা করো। জেট বায়ুর বৈশিষ্ট্য কি কি? ৫+২
৬) অবরোহন এবং আরোহন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি? অ্যাকুইফার বলতে কী বোঝো? গিজার বলতে কী বোঝো? ৩+২+২ (HS Geography Suggestion 2022)
৭) মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ভূমিকা কি? পেডোক্যালএবং পেডালফার মাটি মধ্যে পার্থক্য কি থাকে? ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য গুলি সম্পর্কে বল।৩+২+২
৮) বিভিন্ন ধরনের প্রস্রবণ সম্পর্কে সচিত্র বর্ণনা দাও।৭
৯) মেসোফাইট কাকে বলে? এক্স সিটু এবং ইনসিটু জীব বৈচিত্র সংরক্ষণ এর মধ্যে পার্থক্য কি থাকে? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? ২+৩+২
১০) কাঁচামালের অভাব সত্বেও জাপান লৌহ শিল্পে উন্নত কিভাবে? অনুসারী শিল্প বলতে কী বোঝো? ভারতের কার্পাস বয়ন শিল্পের বিকেন্দ্রীকরণের কারণ গুলি কি কি? ৩+১+৩
১১) মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি গুলি সম্পর্কে বর্ণনা করো। USDA কৃত মৃত্তিকার শ্রেণীবিভাগটি লেখ। ৩+৪
১২) বাণিজ্যিক বাগান কৃষি বলতে কী বোঝায়? শস্য সমন্বয় কাকে বলে? সেইল কি?৩+২+২
১৩) আখ চাষের জন্য অনুকূল ভৌগলিক পরিবেশ কি তা বর্ণনা করো। বন্য রাবার উৎপাদনে ব্রাজিলের সমস্যা গুলি সম্পর্কে আলোচনা করো।৩+৪
১৪) হ্যাডলি কোষ কি? বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নিনোর প্রভাব সম্পর্কে বল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত কেন হয়ে থাকে? ২+৩+৩
১৫) জনসংখ্যা পিরামিড কাকে বলে? ভারতের নগরায়নের সমস্যা গুলি কি কি? পরিব্রাজন বলতে কী বোঝো? ২+৩+২
(HS Geography Suggestion 2022)
১৬) গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য গুলি কি কি? ভারতের নগরায়নের সমস্যা এবং কার্যাবলী অনুযায়ী পৌর বসতি শ্রেণীবিভাগ করো। ২+৩+২
১৭) পশ্চিম ভারতে অধিক পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কেন? শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব শিল্প সম্পর্কে বল। আইসোটোন কাকে বলে? ৩+৩+১
১৮) জনসংখ্যা বিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো। শুষ্ক বিন্দু জনবসতি বলতে কী বোঝো?৫+২
এই প্রশ্নগুলি পড়লে অবশ্যই ভালো নম্বর পেতে সাহায্য করবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে দেওয়া হল এই সাজেশন। ছোট প্রশ্ন সহ সম্পূর্ণ সাজেশন পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে প্রেস করুন। এই সম্পর্কিত অন্যান্য খবর পেতে এই ওয়েবসাইটে চোখ রাখতে ভুলবেন না। (HS Geography Suggestion 2022)
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ডাউনলোড লিংক