HS Exam Guidelines – উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা নিয়ে জরুরী নির্দেশ, পরীক্ষার আগে জেনে নিন।

HS Exam – উত্তরপত্র কিভাবে জমা দেবেন? উচ্চ মাধ‍্যমিকের নয়া সার্কুলার, এক্ষুনি জেনে নিন।

পরীক্ষাকে ঘিরে যাতে এতোটুকু ফাঁকফোকর না থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE HS Exam) ইতিমধ্যেই সংসদের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষাকে (HS Examination) ঘিরে একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশ্ন ফাঁস এবং টোকাটুকির মত কোনো ঘটনার জন্য যাতে পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে কোনো প্রশ্ন না ওঠে, সেই দিকে এবার কড়া নজর দিচ্ছে শিক্ষা সংসদ। এর মধ্যেই সংসদের তরফে সার্কুলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য জারি করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে যাতে কোথাও কোনো অশান্তি এবং বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই কারণে পুলিশ প্রশাসনকে কড়া বন্দোবস্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্র (HS Exam Answer Sheet) জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশ দেওয়া হলো সংসদের তরফে। ৩ ঘন্টার পরীক্ষায় পৌনে ৩ ঘন্টা সময়সীমার আগে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবেন না। সে ক্ষেত্রে ১২:৪৫ মিনিটের আগে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবেন না।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ই মার্চ মঙ্গলবার, পরীক্ষার সময়সীমা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে। আর সেখানেই এবার নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা সংসদ (WBCHSE HS Exam). সেই নির্দেশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, কোনো পরীক্ষার্থী ১২: ৪৫ মিনিটের আগে উত্তরপত্র জমা দিতে পারবেন না। এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, কোনোভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সেইদিকেই নজর দেওয়া হয়েছে। যদি বেশ কিছুক্ষণ সময় আগে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিয়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আর তাই সেই কারণে এবার উত্তরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে নয়া নির্দেশ জারি করা হলো।
পাশাপাশি, পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন (Mobile Phone) নিয়ে ঢুকতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থীকে মোবাইল ফোন সহ পরীক্ষা কেন্দ্রের ভিতর দেখা যায়, তাহলে শুধু পরীক্ষা বাতিল নয়, তার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। ফলে আগামী দিনে আর কখনোই ওই পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Exam) বসতে পারবেন না।

আরও 17 টি ব্যাংক ও আর্থিক সংস্থার লাইসেন্স বাতিল, জেনে বুঝে টাকা ইনভেস্ট করুন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষাকে কেন্দ্র করে নির্দেশিকায় আরো বলা হয়েছে, অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনে সমস্ত পরীক্ষার্থীকে ১ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছুতে হবে। পরবর্তী পরীক্ষার দিন থেকে আধঘন্টা আগে পৌঁছালেই হবে। পরীক্ষা শুরু হওয়ার অন্ততপক্ষে ১০ মিনিট আগে নিজের আসনে বসে পড়তে হবে। পরীক্ষার্থীরা স্কেল, পেন, পেন্সিল, ইরেজার, সাধারণ ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবেন।

প্রতিবারের মতো এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) শুরু হওয়ার ১ ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী টয়লেটে যেতে পারবেন না। সংসদ সচিব তাপস মুখোপাধ্যায় জানিয়েছেন, কোন স্কুলের পড়ুয়াদের কোন স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সিট পড়েছে, সেটা সংসদের ওয়েবসাইট থেকে একবার মিলিয়ে দেখে নিতে পারবেন। ইতিমধ্যেই সংসদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের স্কুলে শিক্ষকদের কাছে জবাবদিহি চেয়ে পাঠাল শিক্ষাদপ্তর, বিস্তারিত আলোচনায় জেনে নিন।

এর আগে মাধ্যমিক পরীক্ষাকে ঘিরেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে একাধিক কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। প্রযুক্তিকে ব্যবহার করে মাধ্যমিক পরীক্ষায় একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। যার ফলে মাধ্যমিক পরীক্ষা একরকম নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। আর ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী স্কলারশিপ আবেদন করলেই মিলবে 36 হাজার টাকা

পাশাপাশি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই তার ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহের দিকেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ব্যাপারে প্রক্রিয়া শুরু করা হবে বলে সংসদের তরফে জানা গিয়েছে।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment