HS Exam 2023: পরবর্তী বছরেও কি হোম সেন্টারেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, জানাল পর্ষদ
অতিমারির আবহেই এ বছর পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে উচ্চমাধ্যমিক পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে (HS Exam 2023)। যেহেতু আগের বছর ভালোভাবে নেওয়া যায়নি পরীক্ষা। তবে এ বছর পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হলেও, পরের বছরও কি একইভাবে হোম সেন্টারেই নেওয়া হবে পরীক্ষা? জানাল উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি।
গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। সংক্রমণ বিধি মেনে হোম সেন্টারকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে পরের বছরও (HS Exam 2023) কি হোম সেন্টারেই নেওয়া হবে পরীক্ষা?
এমন প্রশ্ন মাথা চাড়া দিয়েছে বহু অভিভাবক থেকে শুরু করে পড়ুয়াদের মনে। তাই এ প্রশ্নের উত্তর জানিয়ে পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। HS Exam 2023
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে
১) পরীক্ষার খাতায় পরীক্ষককে অশ্রদ্ধকর কথা বা বাক্য লেখা যাবে না। তা না হলে বাতিল হয়ে যাবে পরীক্ষার খাতা।
২) পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। মোবাইল আছে কিনা তা দেখে দেওয়া হবে পরীক্ষার প্রশ্নপত্র।
৩) পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা বা সকাল ১১ টা নাগাদ পরীক্ষার্থীরা শৌচাগারে যাওয়ার অনুমতি পাবেন। তবে উত্তরপত্র জমা রেখে যেতে হবে।
৪) কোনও পরীক্ষার্থী দুপুর ১২ টা ৪৫ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৫ মিনিটের আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকে বেরনোর অনুমতি পাবেন না।
পরের বছর কি হোম সেন্টারেই নেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা
উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবছর হোম সেন্টারে পরীক্ষা হওয়ার দরুন বেশ অনেকটাই খরচ বেড়েছে। আগে এবছরের পরীক্ষা হোক। HS Exam 2023
২০২২ সালের পরীক্ষা যদি যথাযথভাবে সম্পন্ন হয়, হোম সেন্টার করে কতটা লাভ হল, কতটা ক্ষতি হল, সেটা দেখে আবার ২০২৩ সালে সিদ্ধান্ত নেওয়া হবে (HS Exam 2023)। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা হবে নির্ধারিত সময়েই, অর্থাৎ মার্চের প্রথম দিকে। এবার পরিস্থিতির কারনে সব কিছু পিছিয়ে গেছে।
খরচ বেশী হওয়ার কারন কি এই বিষয়ে ও জানা গেছে উত্তর। অতিমারীর কারনে পরীক্ষা সেন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে। গ্রামের প্রত্যন্ত এলাকায় ও সকাল ৯টার মধ্যে পৌঁছে দিতে হচ্ছে প্রশ্নপত্র। প্রতিবারের তুলনায় নিজের স্কুলে পরীক্ষা বলে, ডবল ডবল করে আলাদা প্রশ্ন রাখতে হচ্ছে।
উচ্চ মাধ্যমিকে খাতা বাতিলের আশংকা বহু পরীক্ষার্থীর, কি কারণে দেখুন।
প্রশ্ন ফাঁস হলে শেষ মুহূর্তে বদলে দেওয়া হবে প্রশ্ন। আর এই সব বিষয় চিন্তা করে বরাদ্দ অনেকটাই বেশী রাখতে হয়েছে। তবে অতিমারী প্রভাব কমে গেলে গতানুগতিক নিয়মেই যে অন্য স্কুলে পরীক্ষা হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছেন সংসদ সভাপতি।
আপনাদের এই বিষয়ে (HS Exam 2023) কি মত? নিচে কমেন্ট করে জানাবেন। এবারের প্রশ্ন কেমন হচ্ছে, নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
Written By Manika Basak