পোস্ট অফিসে এসেছে দারুণ স্কিম Dhanbarsha Post Office Scheme.
দিওয়ালী উপলক্ষে পোষ্ট অফিস গ্রাহকদের জন্য নিয়ে এলো ঝড়ের গতিতে টাকা বাড়ানোর স্কীম Dhanbarsha Post Office Scheme. এই স্কীমে মাত্র ৩ বছরেই ম্যাচুয়ারিটি হয়ে যাবে, আর আপনার লক্ষ্যমাত্রার টাকা ও পেয়ে যাবেন। কত টাকা রাখতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, নিচে বিস্তারিত জেনে নিন।
আমরা সবাই যখন কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করি, তখন সবাই চাই আমাদের বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে এবং সেখান থেকে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যায়।
বর্তমানে বেশ কিছু ধরনের Post Office Scheme স্কিম রয়েছে। তবে আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসের একটি স্কিম নিয়ে আলোচনা করব।
এই স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীদের সম্পদ যেমন সুরক্ষিত থাকবে, তেমনই সেখান থেকে ভালো অঙ্কের রিটার্ন পাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক স্কিমটির ব্যাপারে বিস্তারিত।
পোস্ট অফিসের এই স্কিমটির নাম হল ‘Post Office Time Deposit Account Scheme’। একজন বিনিয়োগকারী এই স্কিমের মাধ্যমে মাত্র তিন বছরে 10 লাখ টাকা পেতে পারেন।
এই স্কিমে টাকা রাখতে হলে প্রথমেই পোস্ট অফিসে বিনিয়োগকারীকে এই স্কিমের অধীনে একটি Time Deposit Account খুলতে হবে। এরপর সেই অ্যাকাউন্টে বিনিয়োগকারীকে 8.5 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এই স্কিমের অধীনে পোস্ট অফিস (Post Office Scheme) বার্ষিক 5.5% হারে সুদ দেবে। সেই হিসেবে তিন বছর পরে বিনিয়োগকারী 10 লাখ টাকার বেশি রিটার্ন পাবেন। অর্থাৎ, মাত্র তিন বছরেই বিনিয়োগকারী পেয়ে যাবেন 1.51 লাখ টাকা।
বিনিয়োগের জন্য অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিনিয়োগকারীর ন্যূনতম বয়স 10 বছর হওয়া দরকার।
কিন্তু 10 বছরের কম বয়েস হলেও অ্যাকাউন্ট খোলা সম্ভব। সেক্ষেত্রে নাবালকের অভিভাবকদের দায়িত্বে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি খোলা হবে।
এই স্কিমের ম্যাচুরিটির মেয়াদ হল এক, দুই, তিন এবং পাঁচ বছর। অর্থাৎ এই স্কিমে (Post Office Scheme) এক, দুই, তিন বা পাঁচ বছরের জন্য টাকা বিনিয়োগ করা যেতে পারে।