Pronam Smart Card – পশ্চিমবঙ্গে নতুন কার্ড দিচ্ছে। এই কার্ড থাকলেই চিকিৎসা, ওষুধ, বাসে ট্রেনে যাতায়াতের সুযোগ। কিভাবে পাবেন?

সাধারণ মানুষের সুবিধার্থে কমবেশি প্রায় ৪৫ টি সরকারি প্রকল্প রয়েছে। এছাড়া বিভিন্ন সংস্থা নিজস্ব উদ্যোগে আরও অসংখ্য কর্মসূচী পালন করে থাকে। Pronam Smart Card তথা প্রণাম স্মার্ট কার্ড চালু হলো পশ্চিমবঙ্গে। এর ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রচুর মানুষ, যারা বৃদ্ধ ও অসহায়। এই কার্ডের কি সুবিধা, কিভাবে পাবেন, কোথায় ফোন করবেন, বিস্তারিত জেনে নিন।

Advertisement

Senior Citizen Pronam Smart Card

৮ থেকে ৮০ সকল বয়সের রাজ্যবাসীর জন্যই পশ্চিমবঙ্গে নানা ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে। এগুলির মাধ্যমে রাজ্যের কয়েক কোটি মানুষ উপকৃত হচ্ছেন এখনো। এর মধ্যেই একটি প্রকল্পের কথা সামনে উঠে এসেছে বর্তমানে, যাকে ঘিরে চর্চায় গোটা রাজ্য। কেন এই চর্চা? কারণ এই কার্ড একটা করিয়ে নিলে সবকিছুই মিলছে ঝামেলা ছাড়াই। শুনতে অবাক লাগলেও এ কথাই সত্যি। হাসপাতালে চিকিৎসার থেকে শুরু করে ওষুধ কেনা, অ্যাম্বুলেন্স, এমনকি বাসে বা ট্রেনে যাতায়াতের সুবিধা দেওয়া হবে।

Advertisement

আরো একটি কথা জানেন কি, পশ্চিমবঙ্গের যেকোন বাসিন্দাদের জন্য এই কার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য নারী, পুরুষ, জাতি, ধর্ম কোন ভেদাভেদ নেই। রাজ্য সরকারের একটি সমীক্ষা মারফত জানা গেছে কলকাতার মোট ১৪ হাজার ৮০০ জন নাগরিক এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। চাইলে আপনিও নিতে পারেন তা খুব সহজেই। সেজন্য আগে করিয়ে নিতে হবে একটি এই কার্ড। কিভাবে তা করবেন সেটাই জানানো হলো আজকের প্রতিবেদনে।

Lok Sabha Election Results Breaking

দুপুর 12.25 টা পর্যন্ত আপডেট

পশ্চিমবঙ্গেঃ 42/42
BJP 09 TMC 32 Left 00 Cong 01
সারা ভারতে
NDA 291 INDI 231 OTH 21
এই ট্রেন্ড ও ফলাফল সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এটি ফাইনাল নয়।

Pronam Smart Card benefits

পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উদ্যোগে চালু করা একটি উল্লেখযোগ্য কর্মসূচী হল প্রণাম প্রকল্প। সাধারণত সিনিয়র সিটিজেনদের যে কোন সরকারি ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। এ কথা মাথায় রেখেই কলকাতা পুলিশ এবং দ্য বেঙ্গল নামের একটি এনজিও সংস্থা যৌথ উদ্যোগ নিয়ে এই প্রকল্প চালু করেছে রাজ্যের সকল ৬০ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের জন্য। প্রণাম প্রকল্পে নাম নথিভুক্ত করলে দেওয়া হয় একটি স্মার্ট কার্ড। এই কার্ড থাকলে একগুচ্ছ রাজ্য সরকারি সুযোগ সুবিধা ও পরিষেবা প্রদান করা হয়। এতে এক দিকে যেমন বয়স্ক নাগরিকদের সুবিধা হয়, অন্যদিকে যারা শহরে একা থাকেন, তাদের একটা সম্বল হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়।

Advertisement

What is Pronam membership?

Senior Citizen Pronam Smart Card পেলে যেমন একাধিক সুবিধা পাওয়া যায়। একইভাবে এই সুবিধা নিতে হলে Pronam membership নিতে হবে। তাহলেই যে স্মার্ট কার্ড দেওয়া হবে, তার মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাবেন বয়স্ক নাগরিকেরা।

প্রণাম স্মার্ট কার্ডের সুবিধা গুলো কি কি?

১. হাসপাতালে চিকিৎসাঃ
যেকোনো সরকারি হাসপাতালে প্রবীর নাগরিকরা ভর্তি হলে তাদের অপারেশনের খরচ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পত্রের খরচ সবকিছুই ফ্রি দেওয়া হয়।

২. যাতায়াত খরচঃ
এই কার্ড দেখালে যে কোন ধরনের পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, ট্রেন, ট্রাম ইত্যাদিতে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় প্রবীণ নাগরিকদের।

৩. সরকারি প্রকল্পে অগ্রাধিকারঃ
যেকোনো সরকারি প্রকল্পে আবেদন করলে প্রবীণ নাগরিকদের সবার আগে সুযোগ-সুবিধা মিলবে।
৪. ব্যাংকের পরিষেবাঃ
ব্যাংকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করলে তারা বেশি সুদ পেতে পারেন সাধারণ গ্ৰাহকদের চেয়ে। সেই ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়।
৫. বৃদ্ধাশ্রমের খরচ ফ্রিঃ
যেসব বয়স্ক ব্যক্তিদের থাকার কোন সংস্থান নেই, তাদের ফ্রিতে বৃদ্ধাশ্রম এ থাকার সুযোগ ও দেওয়া হয় এই কার্ড মারফত।

click here

প্রণাম স্মার্ট কার্ড কারা পাবেন?

১. প্রথমেই আপনাকে কলকাতা শহরের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কারণ এই উদ্যোগটি কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকাতেই কার্যকরী রয়েছে।
২. অবশ্যই বয়স হতে হবে ৬০ বছরের ঊর্ধ্বে অর্থাৎ আপনাকে একজন প্রবীণ নাগরিক হতে হবে।
৩. ব্যক্তির তিন কুলে কেউ থাকা চলবে না অর্থাৎ সম্পূর্ণ একা ও নিঃসঙ্গ জীবন কাটাতে হবে।
৪. ব্যক্তিকে সম্পূর্ণভাবে সহায় সম্বলহীন হতে হবে। তিনি যদি কোন পেনশন ভোগী হন বা অনেক সম্পত্তি অথবা জমিজমা থাকে, তবে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।

আরও পড়ুন, টাকার প্রয়োজন হলেই সরকার দেবে। এইভাবে আবেদন করুন।

প্রণাম প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

১. Pronam Smart Card প্রকল্প সারা রাজ্যে এখনও চালু হয়নি। কোলকাতা সহও একাধিক বড় শহরে পুলিশের উদ্যোগে চালু হয়েছে। এই কার্ড পেতে আবেদন করতে হয় অফলাইনের মাধ্যমে। সেজন্য আপনাকে চলে যেতে হবে নিকটবর্তী তহশীলদারের অফিসে।
২. যদি সেই অফিসে এই কার্ড দেওয়া হয়, তবে প্রকল্পের জন্য নির্দিষ্ট ফর্ম নিয়ে ফিলাপ করে জমা দিতে হবে।
৩. কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগলে সেগুলিও জমা করতে হবে।
৪. তবেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। বিস্তারিত জানতে এই ন্মবরে ফোন করতে পারেন।
Written by Nabadip Saha.

আরপ পড়ুন, স্টেট ব্যাংক দিচ্ছে প্রতিমাসে 10000 টাকা। এই সুযোগ ফেরাবেন না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment