SBI Personal Loan – স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। আধার কার্ড ব্যাংক একাউন্ট লিংক থাকলে 5 মিনিটে পাবেন।

আপনার কি টাকার অভাব রয়েছে? টাকার প্রয়োজন, কিন্তু হাতে এক্ষনি নেই? চিন্তা করবেন না। SBI Personal Loan এর মাধ্যমে আপনারা বিপদ থেকে উদ্ধার পেতে পারেন খুব সহজে। কিন্তু এই জন্য কি করবেন সেই বিষয়েই আজকের প্রতিবেদন। আপনার যদি SBI Savings Account থাকে তবে দারুন সুবিধা পাবেন আপনি। সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) তার গ্রাহকদের জন্য সহজ শর্তে লোন (Loan) প্রদান করা শুরু করেছে।

Instant SBI Personal Loan EMI Calculator For 5 Years.

৫ বছরের মেয়াদে ১০ লক্ষ টাকা পর্যন্ত SBI Personal Loan নিলে মিলছে বিশেষ সুবিধা। কম ই এম আই রেট (Loan EMI Rate), ইনস্ট্যান্ট লোন (Instant Loan) স্যাংশন ও আরো অনেক। এই সব ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন যদি আপনার সিবিল স্কোর (Civil Score) ভালো থাকে। লোনের ব্যাপারে বিস্তারিত জানব। তবে তার আগে দেখে নিন কত করে শোধ দিতে হবে লোন। সুদে আসলে মোট টাকার পরিমান কত হবে ৫ বছর পর?

SBI Personal Loan 2024

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের সুবিধা জনক শর্তে SBI Personal Loan প্রদান করে থাকে। বাড়ি তৈরি, গাড়ি কেনা, পড়াশোনা, ব্যবসা, বিবাহ যে কোন প্রয়োজনে গ্রাহকরা এই লোনের সুবিধা পান। ২৫ হাজার টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন গ্রাহকরা। লোনের টাকা পরিশোধ (Loan Repayment) করার মেয়াদ সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত থাকে। লোনের উপর সুদের হার কাটা হয় বার্ষিক ১০.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ পর্যন্ত হারে।

লোনের টাকার ১.৫ শতাংশ প্রসেসিং চার্জ কাটা হয়। এছাড়াও যাদের বয়স ১৮ বছরের বেশি এবং আই ১৫ হাজার টাকার বেশি তারা এসবিআই কুইক লোনের (SBI Quick Loan) সুবিধা পান। এখানে সঙ্গে সঙ্গে আপনার লোন পাস হয়ে যায়। তবে ইএমআই শোধ করার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। সময় মতো ইএমআই (SBI Personal Loan EMI) শোধ না করলে জরিমানা সহ আইনি শাস্তি হতে পারে।

SBI Personal Loan EMI Interest Rate Calculator

বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকার ঋণ দেওয়ার কথা জানিয়েছে গ্রাহকদের। কেউ যদি এই SBI Personal Loan নেন, তাহলে তাকে কত করে সুদ জমা দিতে হবে? প্রথমেই ব্যাংকের নিয়ম অনুসারে আপনার থেকে সুদ নেওয়া হবে ১১.০০%, ১১.১৫% বা ১১.৬৫% হারে। তাহলে সেই ব্যক্তির থেকে ১১.০০% সুদে, প্রতিমাসে ২১,৭৪২ করে ইএমআই (Loan EMI) নেবে ব্যাংক।

Credit Card Loan (ক্রেডিট কার্ড লোন)

তার মোট সুদের পরিমাণ ৫ বছর পর হবে ৩,০৪,৫৪৫ টাকা। সুতরাং সুদে আসলে ওই ব্যক্তিকে ১৩,০৪,৫৪৫ টাকা শোধ করতে হবে। ১১.১৫ শতাংশ সুদে, ব্যাংক মাসিক ইএমআই নেবে ২১৮১৭ টাকা। পাঁচ বছর পরে সুদের পরিমাণ হবে 309,038 টাকা। সুদে আসলে মোট দিতে হবে 1,309,038 টাকা। ১১.৬৫ শতাংশে, মাসিক ইএমআই জমা দিতে হবে ২২০৬৮ টাকা। পাঁচ বছর পর মোট সুদ হবে ৩২৪০৭৯ টাকা। মোট সুদ আসলে টাকা হবে ১, ৩২৪, ০৭৯ টাকা (SBI Personal Loan Interest Rate).

ব্যাংক একাউন্ট চালু রাখতে রিজার্ভ ব্যাংকের কড়া নির্দেশ। সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য।

How To Get SBI Personal Loan

এসবিআই পার্সোনাল লোন অনলাইন অফলাইনে দুভাবেই পাওয়া যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে এসবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.onlinesbi.in এ গিয়ে প্রথমে লোনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। হয়ে যাওয়ার পর সাবমিট করে দিলেই ফোনে কনফার্মেশন মেসেজ চলে আসবে। আর অফলাইনে আবেদন করতে হলে ব্রাঞ্চ এ গিয়ে নিজের হাতে ফর্ম ফিলাপ করে এবং ডকুমেন্টস জমা করে আসুন।
Written by Nabadip Saha.

টাকার দরকার হলেই 5 মিনিটে দেবে স্টেট ব্যাংক। আর লাইনে দাঁড়াতে হবে না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment