Earn Money on Youtube – টাকা ইনকাম করার এক নয়া দিগন্ত।
চলতি বছরেই ইউটিউবের ফিচারের ক্ষেত্রে আসতে চলেছে নানা ধরনের পরিবর্তন। এই অভিনব ফিচার গুলির মাধ্যমে ভালো রকম অর্থ উপার্জনের (Earn Money on Youtube) সম্ভাবনা রয়েছে। কিভাবে ইনকাম করবেন, সমস্ত নিয়ে রইলো বিস্তারিত বিবরন।
YouTube Short Video : চলতি বছরে ইউটিউব শর্টস ভিডিওতে এক অভিনব ফিচারের আগমন! যার মাধ্যমে সম্ভব বড় অঙ্কের অর্থ উপার্জন (Earn Money on Youtube)!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সমস্ত কনটেন্ট (YouTube Short Video) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সমস্ত কনটেন্ট ক্রিয়েটাররা নিজেদের কনটেন্টকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য নানা ধরনের মনিটাইজেশনের অপশন গঠন করে থাকে। ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটাররা মনিটাইজেশনের ক্ষেত্রে অসংখ্য ফিচারস (Features) যুক্ত করে চলেছে। যার ফলে অনেক নিত্য নতুন ইউটিউবারদের ইনস্পিরেশন হয়ে দাঁড়াচ্ছে নানা ধরনের ফিচার্স।
সম্প্রতি ইউটিউব আরো অনেক নতুন পদক্ষেপ নিয়েছে ক্রিয়েটারদের জন্য। ক্রিয়েটাররা যাতে কনটেন্ট তৈরির জন্য নানা রকম নতুন আইডিয়া তৈরি করতে পারে এবং তাদের তৈরি কনটেন্ট (YouTube Short Video) এর ওপর ভিউয়ার্সদের বক্তব্য কিরূপ সেই বিষয়ে জানা যাবে এই ধরনের নানা রকম মনিটাইজেশন নিয়ে এসেছে ইউটিউব।
ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন (Nil Mohan) একটি ব্লগে জানিয়েছিল এই বছরে ইউটিউব প্ল্যাটফর্মে বেশ কিছু নতুন ফিচার এর আগমন ঘটবে। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে এই ইউটিউবে ফিচারের নতুনত্ব দেখা যাচ্ছে।
প্রথমত এই বছরেই ইউটিউব এর শর্টস ভিডিওর (YouTube Short Video) ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এই শর্টস ভিডিও প্ল্যাটফর্মে এই বছরে আসতে চলেছে আরও অনেক নতুন ভিডিও এফেক্টস এবং আপডেট হতে চলেছে ভিডিও টুলস। এবং শর্ট ভিডিও পোস্ট করলে কমেন্টের রিপ্লাই করার সুযোগ পাওয়া যাবে নতুন ফিচারসে।
বিভিন্ন ব্র্যান্ডের কনটেন্ট শর্ট ভিডিও (YouTube Short Video) তে নিয়ে আসার পরিকল্পনা করছে ইউটিউব। এবং শর্ট ভিডিওতে সুপার চ্যাট এর অপশন থাকবে এছাড়াও এর সাথে যুক্ত হতে চলেছে শর্ট ভিডিওতে দেখা যে কোন ব্র্যান্ডের জিনিস কেনার এক অভিনব ফিচার।
আসলে সুপার চ্যাট এবং সুপার স্টিকার হলো ধরনের পেইড ফিচার (Paid Feature)। দর্শকরা যত বেশি পরিমাণ এই সুপার্চাট ও সুপার স্টিকার টাকা দিয়ে কিন্তু ততো বেশি আয় হবে চ্যানেলের মালিকের। অর্থাৎ শর্টস ভিডিওর মাধ্যমে এইভাবে অর্থ উপার্জন (Earn Money on Youtube) হতে পারে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল শর্ট ভিডিওর মাধ্যমে ইনকাম হতে পারে।
ইতিমধ্যে আরও একটি অভিনব ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে ইউটিউবে। সম্প্রতি শপিং ফিচারের ইউটিউবে আগমন ঘটতে চলেছে যার মাধ্যমে বেশ ভালই অর্থ উপার্জন (Earn Money on Youtube) হওয়া সম্ভব। শুধুমাত্র ভিডিও থেকে শপিং এর সুযোগ নয় এর পাশাপাশি আরো অনেক পদ্ধতির মাধ্যমে ইউটিউব থেকে শপিং করা সম্ভব হবে। ইউটিউবের এই শপিং ফিচারের মাধ্যমে ভালোরকমের ইনকাম হতে চলেছে।
*খুব শীঘ্রই YouTube Studio তে নতুন Insights যুক্ত হতে চলেছে। এই ফিচারটি ভিউয়ারসদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের পছন্দমতো নতুন আইডিয়া তৈরিতে সাহায্য করবে কনটেন্ট ক্রিয়েটারদের (Earn Money on Youtube)।
ইউটিউব থেকে আরোও কিভাবে আয় হতে পারে (Earn Money on Youtube)?
ইউটিউব টিভিতে যে কোন রকম ভিডিও দেখার সময় যদি সেই ভিডিও দেখে আপনার রিয়েকশন ফোনে রেকর্ড করে ইউটিউবে পোস্ট করেন তাহলে ভিডিওতে কমেন্ট এবং শেয়ারের পরিমাণের উপর ভিত্তি করে আয় হওয়া সম্ভব। খুব শীঘ্রই ইউটিউব টিভিতে এক নতুন ডিজাইন আসতে চলেছে (Earn Money on Youtube)।
কোনও টাকা খরচ না করে, অনলাইনে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে ক্লিক করুন
এই নতুন ডিজাইনে লুক এবং ফিল পরিবর্তিত হওয়ার পাশাপাশি ফেভারিট অপশনটি ম্যানেজ করা অত্যন্ত সহজ হবে। ইউটিউব কর্তৃপক্ষ একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানায় চলতি বছরে নানারকম পরিবর্তন আসতে চলেছে ইউটিউবে, অনেক নতুন ফিচারের আগমন হতে চলেছে ইউটিউবে যেগুলোর মাধ্যমে আয় করার (Earn Money on Youtube) সুযোগ প্রচুর বেশি।