আয়কর দাতাদের জন্য সুখবর। ২০২৩ – ২০২৪ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ৩১ জুলাই আর এরই মধ্যে Income Tax Refund এর টাকা নিয়ে বড় খবর! নির্দিষ্ট তারিখের মধ্যে যারা আয়কর রিটার্ন ফাইল বা Income tax return জমা করেছেন তাদের সেই ট্যাক্সের টাকার হিসাব অনুযায়ী রিফান্ড করা শুরু করল কেন্দ্রীয় সরকার।
How to Check Income tax Refund Status
আয়কর রিটার্ন দাখিলের পর ট্যাক্স রিফান্ড বা Income Tax Refund পাওয়ার প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আয়করের টাকা রিফান্ড পেতে হলে কয়েকটি জিনিস অবশ্যই মেনে চলতে হয় করদাতাদের। নইলে কিন্তু রিফান্ডের টাকা ঢোকে না অ্যাকাউন্টে। কারা কারা আয়কর রিফান্ড পাওয়ার যোগ্য? রিফান্ড এখনো ক্রেডিট হয়েছে নাকি দেখবেন কিভাবে? জেনে নিন আজকের প্রতিবেদনে।
কারা আয়কর রিফান্ড পাওয়ার যোগ্য?
রিফান্ড পাওয়ার জন্যঃ
১. আয়করদাতাকে নিশ্চিত করতে হবে যে, প্যান কার্ডের নাম এবং বানান ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মেলে।
২. এ ছাড়া, যাঁরা টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) এবং টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) মাধ্যমে বকেয়া পরিশোধ করেছেন, তাঁরাই আয়কর রিফান্ড প্রাপ্তির জন্য যোগ্য।
৩. গুরুত্বপূর্ণ হল, আয়কর রিটার্ন দাখিলের পর ই-ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা, অন্যথায় রিটার্ন অসম্পূর্ণ বলে ধরা হবে এবং রিফান্ড পাওয়া সম্ভব হবে না।
যদি আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন সম্পন্ন না হয়, তাহলে সেই রিটার্ন বৈধ হিসেবে গণ্য হবে না এবং রিফান্ড প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে।
আরও পড়ুন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে বিশেষ উপহার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে আবেদন করুন
ITR e Verification প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যা আয়কর বিভাগের দ্বারা নির্ধারিত অনলাইনের মাধ্যমে করা হয়। এটি করার জন্য আয়করদাতাকে তাদের আয়কর রিটার্নের একটি প্রতিলিপি পেতে হবে এবং নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রিটার্ন যাচাই করতে হবে।
Income tax refund delay
আয়কর রিটার্ন দাখিলের পর সাধারণত রিফান্ড প্রাপ্তিতে ১৫ থেকে ৪৫ দিন সময় লাগে। তবে, যদি কোনো করদাতা অফলাইনে আইটিআর-ভি ফর্মের মাধ্যমে যাচাই করেন, তাহলে এই প্রক্রিয়া আরও বেশি সময় নিতে পারে। আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে, আয়কর থেকে প্রদেয় রিফান্ড এর টাকা করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। প্রযুক্তিগত কারণে কখনো কখনো এই সময়সীমা আরও বাড়তে পারে।
Income tax Refund Status
১. ট্যাক্স রিফান্ডের বর্তমান অবস্থা পরীক্ষা করার জন্য প্যান কার্ডের সাহায্যে অনলাইনে স্ট্যাটাস দেখা যেতে পারে।
২. এর জন্য আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে।
৩. লগ ইন করার পর ‘মাই অ্যাকাউন্ট’ বিভাগে গিয়ে ‘রিফান্ড/ডিমান্ড স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে।
৪. এখানে আয়করদাতা রিটার্নের বর্তমান স্থিতি, রিফান্ডের অবস্থা, এবং অর্থপ্রদানের পদ্ধতি সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
রিফান্ডের বিজ্ঞপ্তিঃ
যখন রিফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়, তখন আয়কর বিভাগের তরফে করদাতার নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইলে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এটি নিশ্চিত করে যে, রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেই সম্পর্কিত তথ্য করদাতার কাছে পৌঁছে গেছে।
Written by Nabadip Saha.