পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলও ঠিক তেমনি সমুদ্র সাথী প্রকল্প তথা Samudra Sathi Scheme এও নগদ টাকা দেওয়া হয়। আর অনেকেই এই প্রকল্প সম্মন্ধে জানেন না। তাই এই প্রকল্প কাদের জন্য, কিভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন? এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন। এবং সকলের জানার জন্য এই প্রতিবেদনটি শেয়ার করার অনুরোধ রইলো।
Samudra Sathi Scheme Online Apply Process & Benefits.
সমুদ্রসাথীদের জন্য বড়ো ঘোষণা রাজ্যে সরকারের। এবার আর ৫০০, ১০০০ নয় নগদ ৫০০০ টাকা করে ভাতা ঢুকবে একাউন্টে। এই প্রকল্পে আবেদন করলেই টাকা পেতে শুরু করবেন আবেদনকারীরা। পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) সম্প্রতি রাজ্যবাসীর জন্য এই রকম একটি দারুন প্রকল্পের (Government Scheme) কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee).
Samudra Sathi Scheme benefits
পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ আবেদন জানিয়ে টাকা পেতে পারবেন এই প্রকল্পে (Samudra Sathi Scheme). তার জন্য শুধু দেখাতে হবে এই কাগজ। যারা আগ্রহী আর দেরি না করে জেনে নিন বিস্তারিত। ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত মোট ৩ বার ক্ষমতায় এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতিবারই জয়লাভের পর রাজ্যবাসীর জন্য তিনি চালু করেছেন নানা জনমুখী প্রকল্প। এখনো পর্যন্ত যার সংখ্যা ১০০ এর কাছাকাছি।
এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa), রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa), সবুজ সাথী (Sabooj Sathi), স্বাস্থ্য সাথী (Swasthya Sathi), ফ্রি রেশন (Free Ration), লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), কৃষক বন্ধু (Krishak Bandhu) ও আরো অনেক। এই গুলোর মাধ্যমে উপকৃত হয়ে আসছেন কোটি কোটি রাজ্যবাসী (Samudra Sathi Scheme) যার মধ্যে রয়েছেন পড়ুয়া ছাত্র ছাত্রীরা থেকে শুরু করে বয়স্ক নাগরিক সকলেই।
এই রকমই আরো একটি প্রকল্প নিয়ে সম্প্রতি অনেক জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে। যার নাম সমুদ্র সাথী বা Samudra Sathi Scheme. এটি কোন নতুন প্রকল্প নয়। তবে অনেকেই এই প্রকল্পের ব্যাপারে অবগত নন, তাই পুনরায় এই প্রতিবেদন পেশ করা হয়েছে। অনেক কাল আগেই রাজ্য সরকার মৎস্য জীবীদের উদ্দেশ্যে চালু করে এই স্কিম। রাজ্যের যে সকল নাগরিকরা সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ইত্যাদি স্থানে মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের ৫০০০ টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে।
প্রতি বছর মে ও জুন এই দুই মাস ধরে ভাতা দেওয়া হয় তাদের একাউন্টে। যা আর্থিক দিক থেকে বড় ভাবে সাহায্য করে সেই সকল দরিদ্র মানুষদের। এই বছর রাজ্য বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্র সাথী প্রকল্পে (Samudra Sathi Scheme) বিনিয়োগ বাড়ানোর কথা জানান।
এই Samudra Sathi Scheme এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের কোষাগার থেকে। যার মাধ্যমে উপকূলবর্তী এলাকায় মোট ২ লাখ মানুষকে ভাতা দেওয়া হবে চলতি বছরে। উপযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট প্রমাণপত্র দেখিয়ে সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। আর এবারে আপনাদের এই প্রকল্পের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানিয়ে দিতে চলেছি।
প্রতিবছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আবহাওয়া খারাপ হয় মাঝে মধ্যেই। এই পরিস্থিতিতে সমুদ্রে যেতে বারণ করা হয় মৎস্যজীবীদের। এই দিকে জীবিকা বন্ধ থাকার কারণে সংসার চালাতে হিমশিম খেয়ে যান সেই সকল গরিব দুঃখী মানুষেরা। তাই এই সময়টিতে যাতে তাদের কোন অসুবিধা না হয়, তারা যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন, সে কথা চিন্তা করেই রাজ্য সরকার এই Samudra Sathi Scheme এর মাধ্যমে উদ্যোগ নিয়েছে।
কৃষকবন্ধুদের লক্ষ লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে। নতুন ঘোষণা শুনে খুশি অন্নদাতারা।
এই কয়েক মাস যাবৎ Samudra Sathi Scheme এর মাধ্যমে ৫০০০ টাকা করে ভাতা লাভ করায় আর্থিক দিক থেকে বড় উপকার হয় এই সব মানুষদের। আর এবারে একটি কথা স্পষ্ট হল যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মৎস্যজীবী মানুষদের জন্যই এই প্রকল্প নিয়ে আসা হয়েছিল। আর এই প্রকল্পের মাধ্যমে এখনো অনেক মানুষদের সুবিধা হতে চলেছে।
Written by Nabadip Saha.
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 7500 টাকা? অভিজিৎ গাঙ্গুলির বড় পরামর্শ।