দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য MSME Loan Scheme এর মাধ্যমে দারুন সুবিধা আনল কেন্দ্রীয় সরকার। আপনি যদি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন এবং বহুদিন চাকরির চেষ্টা করেও কোন চাকরি না পান তবে এবার কর্মসংস্থানের সুযোগ দেবে খোদ কেন্দ্র। 50000 থেকে 2 কোটি টাকা পর্যন্ত লোন (Loan) দেওয়া হচ্ছে দেশের সমস্ত যুবক যুবতীদের। যে কেউ এখানে আবেদন করে টাকা পেতে পারেন (Ministry of Micro Small & Medium Enterprises).
Get Instant MSME Loan for Growing Your Business.
এই টাকা নিয়ে তারা সহজেই নিজে কোন ব্যবসা (MSME Loan for Business) শুরু করে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারেন নিজেদের। একদম সহজ শর্তে এবং স্বল্প সুদে দেওয়া হচ্ছে এই লোন। সঙ্গে লোন শোধের উপর পাওয়া যাবে ভর্তুকির সুবিধাও। নিচে এই লোনের সমস্ত সুবিধা, লোন পাওয়ার যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে সেই সব নিয়ে জানানো হলো। আগ্রহী থাকলে দেরি না করে দ্রুত প্রতিবেদনটি পড়ে জেনে নিন।
MSME ও MSME Loan কি?
MSME কথার অর্থ হল (Micro Small Medium Enterprises) অর্থাৎ ক্ষুদ্র ছোট ও মাঝারি ধরনের শিল্প। ভারতে নথিভুক্ত MSME Unit সংখ্যা ৬.৩৪ কোটি। উৎপাদন ক্ষেত্রের GDP তে যাদের অবদান ৬.১১%। আর পরিষেবা ক্ষেত্রের জিডিপি-তে ২৪.৬৩%। এই দেশ থেকে যা রফতানি হয় তার মধ্যে ৪৫ শতাংশই করে ছোট মাঝারি সংস্থা। প্রতিবছর লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে যারা নিজেদেরকে ক্যারিয়ার শুরু করেন তাদের চাকরি হয় বেশিরভাগ এই এমএসএমই শিল্প গুলিতে। বর্তমানে এই ক্ষেত্রে প্রায় ১২ কোটি মানুষের কর্মসংস্থান জড়িত।
MSME Loan কেন এত গুরুত্বপূর্ণ?
তাই MSME সংস্থা গুলির উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছে MSME Loan. উদ্যোগ পতিরা সরকারের কাছ থেকে এই লোন (Business Loan) নিয়ে সহজে নিজের ব্যবসা (Own Business) শুরু করতে পারেন এবং তাকে উন্নত করতে পারেন। এতে দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়বে শিল্পগত আয়ও। আর এখন পর্যন্ত অনেকেই এই ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে এবং ভবিষ্যতেও হতে চলেছে।
How Much MSME Loan Provide by Government?
এম এস এম ই লোনে সরকার ৫০০০০ থেকে ২ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে। তবে মাইক্রো, স্মল এবং মিডিয়াম শিল্প ভেদে বিভিন্ন এমাউন্টের লোন দেওয়া হয়। মাইক্রো ইন্ডাস্ট্রি হল যে গুলোর অ্যানুয়াল ইনভেস্টমেন্ট ১ কোটি এবং টার্ন ওভার ৫ কোটির মধ্যে। স্মল ইন্ডাস্ট্রি, হলো যে গুলোর ম্যানুয়াল ইনভেস্টমেন্ট ১০ কোটি এবং টার্নওভার ৫০ কোটির মধ্যে। আর মিডিয়াম ইন্ডাস্ট্রি হলো সেই সমস্ত শিল্প যাদের ইনভেস্টমেন্ট হয় ৫০ কোটি এবং বার্ষিক আয় হয় ২৫০ কোটির মধ্যে।
MSME Loan Benefits
১. লোন গ্রহীতা নিজের সুবিধা মত দীর্ঘমেয়াদী লোন পরিশোধ করার সুযোগ পান।
২. ১২ থেকে সাত মাস পর্যন্ত সময় দেওয়া হয় তাদের।
৩. কোন রকম কোন একেরাল সিকিউরিটি ছাড়াই MSME Loan পাওয়া যায় ব্যাংক থেকে অর্থাৎ কোন সম্পত্তি হারানোর ভয় নেই।
৪. সাধারণ লোনের চেয়ে অনেক কম সুদে পাওয়া যায় এই লোন।
৫. MSME Quick Loan এর জন্য আবেদন করলে আরো বেশি সুবিধা পাওয়া যায়।
৬. কুইক লোনের আবেদন আপনি ঘরে বসেই করতে পারেন।
৭. এক্ষেত্রে সঙ্গে সঙ্গে লোনের টাকা ঢুকে যায় একাউন্টে।
৮.লোন নেওয়ার জন্য কোনো বিশেষ ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে না।
৯. যদি নামকরা কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এখান থেকে লোন নেন তবে তাদের কিছু বিশেষ অফার দেওয়া হয়।
MSME Loan Apply Criteria
১. এমএসএমই লোনের জন্য আবেদন করতে গেলে সবার আগে দরকার উপযুক্ত বয়স সীমা যা হলো ১৮ থেকে ২২ বছর।
২. এছাড়াও আবেদনকারীকে Trading, Manufacturing, Services যে কোনো বিজনেস চালাতে হবে বর্তমানে।
৩. আর তাকে সেই কোম্পানিরই ওনার হতে হবে।
৪. সেই শিল্প থেকে বছরে কমপক্ষে ২ লক্ষ টাকা রিটার্ন থাকতে হবে ব্যক্তির।
৫. MSME লোন পাওয়ার জন্য ব্যবসা এর অভিজ্ঞতাও দরকার পড়ে।
৬. এই জন্য যে কোনো ব্যবসায় ৫ বছরের যে এবং বর্তমান ব্যবসার ৩ বছরের অভিজ্ঞতা থাকা জরুরী।
৭. লোন পাওয়ার আগে আবেদনকারীকে Udyam পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। না হলে MSME Loan মেলে না।
How to Apply for MSME Loan
১. MSME ঋণের আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে।
২. এই জন্য ব্রাউজারে ওয়েবসাইট ওপেন করে টপ রাইট কর্নারে থাকা থ্রি লাইন চিহ্নটিতে ক্লিক করে তালিকা থেকে MSME Loan নির্বাচন করুন।
৩. স্ক্রিনে লোনের জন্য আবেদন পত্র দেখতে পাবেন।
৪. সঠিকভাবে সেটিকে ফিলাপ করুন।
সরকারি কর্মীদের টাকার দরকার হলে PF Account থেকে কিভাবে টাকা তুলবেন? EPFO এর নিয়ম জেনে নিন
৫. হয়ে গেলে Next এ ক্লিক করে পরে পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৬. আবার Next করে Terms and Conditions ভালোভাবে পড়ে নিয়ে Agree চেক বক্সে ক্লিক করুন।
৭. তারপর এম এস এম ই এর সঙ্গে লোনের চুক্তি স্বাক্ষর করুন।
৮. কাজ শেষ। আপনার আবেদন অ্যাপ্রুভ হলে ৪৮ ঘণ্টার মধ্যে টাকা পেয়ে যাবেন একাউন্টে।Written by Nabadip Saha.