এবার জনগণের সহায় মোদী সরকার। কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যার সমাধানে E Shram Card বা ই শ্রম কার্ডের মাধ্যমে দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের জন্য চালু করা হলো দুর্দান্ত এক প্রকল্প। সাধারণত এই সকল মানুষদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার চিন্তা সব সময় থাকে। কারণ তাদের কোন স্থায়ী রোজগার নেই। কিন্তু এবার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে স্বয়ং কেন্দ্র সরকার তথা (Central Government).
Instant E Shram Card Online Apply Process.
এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী ৬০ বছর বয়স পার হলেই লাভ করবেন প্রতিমাসে নগদ ৩০০০ টাকা করে পেনশন। এমনই এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যে কেউ পেতে পারবেন এই পেনশনের (E Shram Card Pension) সুবিধা। এর জন্য করতে হবে না আগে থেকে কোন বিনিয়োগও। প্রকল্পে আগ্রহী আছেন? তবে আর দেরি না করে ঝটপট জেনে নিন বিস্তারিত বিষয়টি।
Know About E Shram Card Yojana
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) উদ্যোগে চালু হওয়া একটি বিশেষ প্রকল্প হল ই শ্রম কার্ড যোজনা। ২০২১ সালে প্রথম কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা হয় এই প্রকল্পটি। যারা এখানে আবেদন করবেন তাদেরকে দেওয়া হবে E Shram Card. এই কার্ড থাকলে যে কোনো অসংগঠিত ক্ষেত্রের কর্মী যেমন দিন মজুর, শ্রমিক, ছোট ব্যবসায়ী ইত্যাদি মানুষেরা উপকৃত হবেন। ৬০ বছর পেরোলেই সরকার তাদেরকে প্রতি মাসে ৩০০০ টাকা নিশ্চিত পেনশন প্রদান করবে। এছাড়াও পাওয়া যাবে অন্যান্য আর্থিক সুবিধা ও সুরক্ষা। এবার জেনে নিন কি কি সুবিধা পাওয়া যাবে, এই প্রকল্পের মাধ্যমে।
E Shram Card Benefits
১. কার্ড ধারী ব্যক্তি ৬০ বছর বয়সের পর নিশ্চিত ৩০০০ টাকা পেনশন পাবেন এখান থেকে।
২. কার্ড হোল্ডার শারীরিক দিক থেকে অক্ষম হলে ১ লক্ষ টাকা এবং মারা গেলে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা দেবে কেন্দ্রীয় সরকার।
৩. বিনামূল্যে সেই ব্যক্তির পরিবারের শিশুদের বাই সাইকেল এবং মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে।
৪. রেশন কার্ডের সঙ্গে এই কার্ড লিঙ্ক করিয়ে নিলে আবেদনকারী যদি অন্য রাজ্যে বসবাস করেন তবে সেই রাজ্যেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
৫. এছাড়াও E Shram Card থাকলে UAN নম্বরসহ আরো বিশেষ কিছু ধরনের সুবিধা মেলে।
E Shram Card Apply Criteria
১. ই শ্রম কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।
২. কেবল অসংগঠিত অথবা স্থায়ী বেতন নেই এমন কর্মীরাই এর সুবিধা পাবেন।
৩. আয়কর (Income Tax) দেন অথবা EPFO এবং ESIC নাম নথিভুক্ত রয়েছে এমন মানুষরা এখানে আবেদন করলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
E Shram Card Apply Documents
- পাসপোর্ট সাইজের ছবি।
- আয়ের প্রমানপত্র।
- আধার কার্ড (Aadhaar Card).
- প্যান কার্ড (PAN Card).
- আধার লিঙ্কড মোবাইল নম্বর।
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
How To Apply E Shram Card Online
১. ই শ্রম পরকল্পের অফিশিয়াল সাইটে লগিন করুন।
২. আপনি যদি নতুন হন আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এজন্য হোমপেজে Register On e-Shram. এ ক্লিক করুন।
৩. নিজের নাম, ইমেল আইডি, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, Captcha Code, ইপিএফও (EPFO) এবং ইএসআইসি (ESIC) মেম্বার স্ট্যাটাস বসিয়ে Send OTP বাটনে ক্লিক করুন।
৪. মোবাইল নম্বরে ওটিপি আসবে। এটিকে নির্দিষ্ট স্থানে লিখে Register বাটনে ক্লিক করুন।
৫. এরপর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তা দিয়ে পুনরায় একাউন্টে লগইন করুন।
৬. কার্ডের জন্য আবেদন পত্র স্ক্রিনে দেখতে পাবেন। নিজের ব্যক্তিগত ও কাজ সংক্রান্ত কিছু তথ্য জানতে চাওয়া হবে।
টাকার দরকার হলেই দেবে কেন্দ্র সরকার। শুধু আধার ব্যাংক লিঙ্ক থাকতে হবে।
৭. ফর্ম ফিলাপ করে Next বাটন চাপুন।
৮. এবার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলিকে স্ক্যান করে আপলোড করে দিন।
৯. আবেদন শেষ। অপেক্ষা করুন। যদি আপনি নির্বাচিত হন লিস্টে (E Shram Card List) নাম উঠবে এবং ফোনে মেসেজ যাবে।
এইভাবে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এছাড়া এই বিষয়ে আরও তথ্য পেতে অফিশিয়াল সাইট ভিজিট করুন। অথবা এই লিংকে ক্লিক করুন। আপনাদের কোনও প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করুন। এবং বিভিন্ন প্রকল্পের সম্মন্ধে জানতে EK24 News এর প্রকল্প সেকশন ফলো করুন।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, স্টেট ব্যাংক গ্রাহকদের টাকা দিচ্ছে। সরাসরি একাউন্টে ঢুকবে।