বর্তমানে ভারতের নাগরিকদের কাছে আধার কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এবারে ABC Card সেই জায়গা নিতে পারে বলে মনে করছেন অনেকেই। যে কোন সরকারি কাজে এটি প্রথম শ্রেণীর পরিচয় পত্রের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। আধার কার্ডের (UIDAI Aadhaar Card) এই গুরুত্বের জন্য ব্যাংক একাউন্ট (Bank Account) থেকে শুরু করে রেশন প্রতি ক্ষেত্রেই আধার নম্বর লিঙ্ক (Aadhaar Card Link) বাধ্যতামূলক করেছে কেন্দ্র। কিন্তু এতে যেমন একদিকে সুবিধা হচ্ছে তেমনি আবার অসুবিধাও হচ্ছে সাধারণ মানুষের।
ABC Card Online Apply Process.
হুট করতেই সব কাজে আধার লিঙ্ক করা সম্ভব নয় বলে জানাচ্ছেন অনেকে। এতে চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে বারবার। তাই এই সমস্যার সমাধান করতে এবার বড়সড় উদ্যোগ নিল কেন্দ্র। বন্ধ করে দেওয়া হবে আধার কার্ড, তার পরিবর্তে চালু হবে নতুন এক কার্ড (ABC Card)? এরপর থেকে তাতেই মিলবে সমস্ত সুবিধা, এই সিদ্ধান্ত নেওয়া হলো। কি সেই ABC Card? কি কি সুবিধা পাওয়া যাবে? কখন তা করাতে হবে? জেনে নিন।
ABC Card All Details
কেন্দ্রীয় সরকার (Central Government) এই কার্ড চালু করেছে দেশের শিক্ষার্থীদের জন্য। ABC এর পুরো কথা হলো Academic Bank of Credit. UGC মারফত শিক্ষায় একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষা নীতি 2020 (National Education Policy 2020). বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থা তখন নির্দেশ দিয়েছিল। যে সমস্ত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলি অনলাইন শিক্ষাব্যবস্থা প্রদান করে সে গুলিকে অবশ্যই এ বি সি পোর্টাল abc.gov.in নথিভুক্ত হতে হবে।
What Is ABC Card Portal?
কেন্দ্রীয় সরকারের অন্যান্য পোর্টাল গুলোর মতোই এবিসি পোর্টাল হল একটি ন্যাশনাল পোর্টাল। স্কুল কলেজের সমস্ত ছাত্র ছাত্রীরা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে। এজন্য লাগবে তাদের একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত রেকর্ড। সেই রেকর্ড অনুযায়ী তারা লাভ করবে ক্রেডিট। যার রেকর্ড যত ভালো সে তত বেশি ক্রেডিট পাবে। ভবিষ্যতে তারা যদি উচ্চ শিক্ষার কোন কোর্সে ভর্তি হয়, তখন সেই ক্রেডিট রিডিম করে তারা দেশের সমস্ত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতেও পড়ার সুযোগ পাবে (ABC Card).
ABC Card Benefits
১) এ বি সি পোর্টালে রেজিস্ট্রেশন করলে পড়ুয়াদের সমস্ত অ্যাকাডেমিক রেকর্ড সেখানেই থাকবে। ফলে পরবর্তীকালে প্রয়োজনে তা এক্সেস করতে সুবিধা হবে।
২) কোয়ালিফিকেশন অনুযায়ী প্রাপ্ত ক্রেডিটের দ্বারা সেরার সেরা কলেজ গুলিতে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
৩) ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য তারা অনলাইন বা ডিসটেন্স মোডেও পড়াশোনা করতে পারে।
৪) যে ক্রেডিট এই পোর্টালে তারা অর্জন করবে তা রিডিম করার সর্বোচ্চ সময় সীমা হল সাত বছর।
৫) ABC Card শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো কোর্সে প্রথম বর্ষ থেকে ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়। তারা চাইলে সরাসরি দ্বিতীয় বর্ষ থেকেও শুরু করতে পারে।
৬) ABC শিক্ষার্থীদের কোন প্রাতিষ্ঠানিক কোর্সে ভর্তি হতে গেলে নথিপত্র দেখানোর প্রয়োজন পড়বে না। তবে বিষয়টি যদি উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, তাহলে দরকার পড়তে পারে।
৭) এবিসি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোন নির্দিষ্ট সময় নেই। তারা যখন চাইবে তখনই অ্যাডমিশনের সুযোগ পাবে।
How To Create ABC Card Account
১) প্রথমে ব্রাউজারে Digilocker ওয়েবসাইট ওপেন করুন।
২) এখানে ‘Education’ ট্যাবের ওপর ক্লিক করুন।
৩) তারপর Academic Bank Credit Services অপশনে যান।
৪) নতুন উইন্ডো খুলবে।
৫) আপনার শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করুন।
৬) তারপর Generate ABC Card ID বাটনে চাপ দিন।
৭) ডিজিলকার ওয়েবসাইটের কাজ শেষ।
৮) এরপর www.abc.gov.in পোর্টালে যান।
৯) ‘Sign Up’ অপশনে ক্লিক করুন।
১০) নিজের নাম, ঠিকানা, সার্টিফিকেট, কোর্সের বিবরণ, ডিজি লকার এর আইডি ইত্যাদি তথ্য গুলি এন্টার করুন।
পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই কার্ড করলেই, টাকা দেবে সরকার। অনলাইনে এইভাবে আবেদন করুন।
এরপরে আপনি একটি ইউনিক আইডি (Unique ID) এবং পাসওয়ার্ড (Password) পাবেন যার মাধ্যমে প্রার্থীরা যে কোনও সময় লগইন করে নিজেদের তথ্য অ্যাক্সেস করতে পারবেন। এই ABC Card ID ও পাসওয়ার্ড যত্ন করে রেখে দিন। যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এটি লাগতে পারে। আর সময় থাকতে সকলকেই এই কার্ড করে নেওয়া উচিত। নইলে ভবিষ্যতে এই কার্ডটি বাধ্যতামূলক হলে অনেকের সমস্যা হতে পারে।
Written by Nabadip Saha.
আপনার টাকার দরকার আছে? আধার কার্ড থাকলেই পাবেন। নতুন স্কিম মোদী সরকারের।