স্কুল থেকে কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে দেওয়া হচ্ছে 15 থেকে 60 হাজার টাকা পর্যন্ত Aditya Birla Scholarship 2022 স্কলারশিপ। কোন কোন ক্লাসের পড়ুয়ারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, শেষ তারিখ কবে, কোন ক্লাসে কত টাকা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।
রাজ্যের মেধাবী পড়ুয়াদের যাতে টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তাই সরকারি এবং বেসরকারি স্তরে Aditya Birla Scholarship 2022 এর মতো একাধিক স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে। আর বিভিন্ন সরকারি স্কলারশিপে একটিতে আবেদন করলে আরেকটি স্কলারশিপ পাওয়া যায়না। কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনও বাধ্যবাধকতা নেই। পড়ুয়া যোগ্য হলে এখানে আবেদন করে টাকা পেতেই পারেন।
Mobile Recharge এর দারুণ অফার! এই দীপাবলিতে 1 মাসের রিচার্জে পান 2 মাস ফ্রি। দেখে নিন।
একদিকে যেমন, সরকারের পক্ষ থেকে যেভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য স্কলারশিপ এর মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেই ভাবে বেশ কিছু বেসরকারি ক্ষেত্রেও স্কলারশিপ এর ব্যবস্থা রয়েছে। এরকমই একটি স্কলারশিপ (Aditya Birla Scholarship 2022) নিয়ে বিস্তারিত জানানো হবে।
স্কলারশিপটির নাম আদিত্য বিড়লা স্কলারশিপ 2022 বা Aditya Birla Scholarship 2022.
এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা আবেদন করলে 30 হাজার টাকা থেকে 60 হাজার টাকা পর্যন্ত পাবেন। রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য এই আদিত্য বিড়লা স্কলারশিপ যথেষ্ট উপযোগী। এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Amount of Aditya Birla Scholarship 2022:
Class 10– Class 12– 30000 Rs.
UG Course– 36000 Rs.
Professional UG Course– 60000 Rs.
পশ্চিমবঙ্গের সমস্ত স্কলারশিপের লিস্ট, ক্লিক করুন
এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে:
আধার কার্ড/ ভোটার কার্ড
ইনকাম সার্টিফিকেট
পাসপোর্ট সাইজের ফটো
বয়সের প্রমাণপত্র
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
বাবা মার ডেথ সার্টিফিকেট
ভর্তির রশিদ
Apply Online for Aditya Birla Scholarship 2022:
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে। তারপর আবেদনকারীর ইমেইল আইডি এবং মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপলোড করে সাবমিট করতে হবে।
আবশ্যিক যোগ্যতা
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা Covid- 19 এ বাবা-মাকে হারিয়েছেন শুধুমাত্র তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
সাধারন পড়ুয়াদের বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ রয়েছে, আরও স্কলারশিপ সম্মন্ধে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
Written by Rajib Ghosh.