WBBPE TET 2023 – এবারের প্রাইমারী টেট পরীক্ষায় কত পেলে পাশ, কত পেলে ইন্টারভিউ এর ডাক পাবেন, কত পেলে চাকরি?

WBBPE TET exam 2023: রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে চান? তাহলে আপনাকে অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে। টেট পরীক্ষা হলো রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার প্রবেশ দ্বার। তাই প্রাথমিক শিক্ষক হতে চাইলে অবশ্যই টেট পরীক্ষায় বসতে হবে। আর এ বছর টেট পরীক্ষা হতে চলেছে ডিসেম্বরে। ইতিমধ্যেই রাজ্য সরকার টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আবেদনও শুরু হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসবে কিন্তু কতজন ইন্টারভিউ এর জন্য ডাক পাবে? তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। টেট পরীক্ষা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে আলোচনা করা হলো।

Advertisement

প্রাইমারী টেট পরীক্ষা ২০২৩(WBBPE TET 2023)

জানিয়ে রাখি, বিগত বছরের টেট পরীক্ষা নিয়ে হাইকোর্টে কেস চলছে। দুর্নীতির দায়ে জর্জরিত প্রাথমিক শিক্ষা কমিশন। এখনো পর্যন্ত আগের টেট পরীক্ষার শিক্ষক নিয়োগ পুরোপুরি ভাবে হয়নি। এর মাঝে গত বছরের ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। তার ফলাফলও প্রকাশিত হয়েছে। তবে নিয়োগ রয়েছে কোর্টের স্থগিতাদেশ। কিন্তু টেট পরীক্ষায় আর যাতে দুর্নীতি না হয়, তার দিকে বিশেষ নজর রেখেছে প্রাথমিক শিক্ষা কমিশন। জানিয়ে রাখি, বছরে দুইবার টেট পরীক্ষা আয়োজনের কথা জানিয়ে ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তবে এবার বছরে দুটি টেট আয়োজন না করা গেলেও, একটি হবে। আগামী ১০ই ডিসেম্বর থেকে ১৭ই ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরোও পড়ুন » SBI Recruitment 2023 – স্টেট ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। উচ্চ বেতন ও দ্রুত নিয়োগ।

প্রাইমারী টেট পরীক্ষার সিলেবাস

প্রাইমারী টেট ২০২৩ এর সিলেবাসের কথা বলতে গেলে, এ বছর সিলেবাসের কোনরূপ পরিবর্তন করা হয়নি। গত বারের টেট পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। যেখানে ১৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন বাংলা ও ইংরেজিতে হবে। সময় থাকবে ১৫০ মিনিট। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ১৫০ এর মধ্যে ৯০ নম্বর পেলে পাশ হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১৫০-তে ৮৩ পেলেই পাশ। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রেও কোনো পরিবর্তন করা হয়নি। পরীক্ষায় পাশ করলে টেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে।

Primary TET 2023 Step By Step Form fill-up

কত নাম্বার প্রয়োজন

তবে টেট(WBBPE TET) পাস মানেই চাকরি নয়। মেধা তালিকা অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে। প্রথমে টেট পাস প্রার্থীদের একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। গত বারে সাধারণ প্রার্থীরা ৮৫ পেয়ে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৮২/৮৩ পেয়ে ইন্টারভিউয়ের ডাক পেয়েছিল। তবে এবারের প্রতিযোগিতা আরো কঠিন। তাই মনে করা হচ্ছে সাধারণ প্রার্থীদের ইনাটরভিউয়ে ডাক পেতে হলে ১১৫ নম্বর নিয়ে পাশ করতে হবে। অন্যদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৯০ থেকে ৯৫ নম্বরে পাস করলে ইন্টারভিউয়ের ডাক পেতে পারে।

বেতন

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক শিক্ষকদের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হয়। যেখানে প্রাথমিক শিক্ষকরা প্রতি মাসে ২৮,৯০০ টাকা বেতন ঘরে নিয়ে যায়। এর সাথে DA, HRA, Medical Allowance সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকে। এই সব মিলয়ে মোট বেতন দাড়ায় ৩২,০০০ টাকা।

Advertisement

আরোও পড়ুন » Ration Items List – রেশনে এবার চাল গমের সাথে 3 মাস বিনামূল্যে পাবেন এই নতুন আইটেম, রেশন তোলার আগে জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment