এখন সব ধরণের আর্থিক লেনদেন করার জন্য ব্যাংক একাউন্ট বা Bank Account থাকা বাধ্যতামূলক। দেশে কালো টাকা এবং আর্থিক দুর্নীতি রোখার উদ্দেশ্যে সরকারের তরফে ধীরে ধীরে সকল প্রকারের লেনদেন অনলাইন বা ব্যাংকের মারফত করে দেওয়া হচ্ছে। তাই এখন আমাদের সকলের এখন ব্যাংক একাউন্ট (Savings Account) করার খুবই দরকার।
How Many Bank Account Can Be Open.
এছাড়াও ব্যাংকে আমরা টাকা পয়সা তো সকলেই জমা রাখি। ব্যাংকে একদিকে যেমন লেনদেনের সুরক্ষা অত্যন্ত বেশি, তেমনি অন্যদিকে বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ স্কিম গুলিতে টাকা পয়সা বিনিয়োগ করে লাভও ওঠানো যায় সহজে। তাই ব্যাংকিং সিস্টেম হল বর্তমান কালে একটি অপরিহার্য ব্যবস্থা। এই জন্য আমাদের মধ্যে অনেকেই অনেক সময়ে একটি একাধিক Bank Account অথবা একাধিক ব্যাংকে আলাদা আলাদা একাউন্ট খুলে থাকেন।
একাধিক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
কিন্তু জানেন কি এই বিষয়টি আইনত নাকি আইন বিরুদ্ধ? একজন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকে একাউন্ট থাকা কি আদৌ বৈধ রিজার্ভ ব্যাংকের আইন (RBI Rules) অনুসারে? এই ব্যাপারে স্পষ্ট করে বক্তব্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এখন থেকে কোনো ব্যক্তি যদি একটির বেশি Bank Account খুলতে চান তবে অবশ্যই জেনে রাখুন এই বিষয়ে সম্পর্কে কি বলেছে রিজার্ভ ব্যাংক।
নইলে হতে পারে জরিমানা এমনকি আইনি শাস্তি। আর এই ধরণের কোন ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আপনারা Bank Account সম্পর্কে সকল নিয়ম ও তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার মাধ্যমে আগের থেকে সতর্ক হয়ে নিতে পারবেন। অনেক ধরনের Bank Account খোলা যায়। মানুষ তার প্রয়োজন মত যে কোন একটি বা তার বেশি একাউন্ট খুলে থাকে। তাহলে এবার সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
ব্যাংক একাউন্ট কত প্রকার
- সেভিংস একাউন্ট (Savings Account).
- কারেন্ট একাউন্ট (Current Account).
- স্যালারি একাউন্ট (Salary Account).
- জয়েন্ট একাউন্ট (Joint Account).
- ফিক্সড ডিপোজিট একাউন্ট (Fixed Deposit Account).
- জিরো ব্যালেন্স একাউন্ট (Zero Balance Account).
একাধিক ব্যাংক একাউন্ট থাকলে কি হবে?
একজন ব্যক্তির দুই বা ততোধিক Bank Account থাকলে কি হবে? একটির বেশি ব্যাংকে একাউন্ট থাকলেও কি কোন ক্ষতি হতে পারে? এই নিয়ে রিজার্ভ ব্যাংক বার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে একজন ব্যক্তি তার নামে যত গুলো খুশি একাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে কোন লিমিটেশন নেই। কিন্তু প্রত্যেক একাউন্টের জন্য সেই ব্যক্তিকে আলাদা আলাদা KYC নথি জমা করতে হবে। এবং একই ব্যাংকে একাউন্ট থাকলে তার CIF নম্বর একই হতে হবে। আলাদা CIF নম্বর হলে সেটাকে মার্জ করে নিতে হবে।
একাধিক ব্যাংক একাউন্ট কিভাবে চালু রাখবেন?
নির্দিষ্ট সময় অন্তর সেই Bank Account গুলোকে আপডেট করতে হবে। রিজার্ভ ব্যাংক এও বলেছে, ব্যক্তি চাইলে দুটি বা তারও বেশি ব্যাংকে একাউন্ট চালু রাখতে পারেন। সেখানেও কোন বিধি নিষেধ নেই। কিন্তু আসল সমস্যা তারা জানিয়েছেন একটি জায়গায়। একজন ব্যক্তি যখন অনেক গুলো একাউন্ট চালু রাখেন তখন এক সঙ্গে সব গুলো একাউন্টে লেনদেন করা তার পক্ষে সম্ভব হয় না।
PNB ব্যাংক গ্রাহকদের সুখবর। Fixed Deposit এর টাকা যখন খুশি তুলুন, জরিমানা হবে না
What is the Conclusion of Many Bank Account Opening
এই পরিস্থিতিতে ব্যাংকও মেইনটেনেন্স জারি রাখতে পারে না সেই একাউন্ট গুলোতে। লেনদেন কমে যায়, ফলে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়ে বাড়তি Bank Account গুলো। এক্ষেত্রে সেই নিষ্ক্রিয় একাউন্ট গুলো থেকে পেনাল্টি স্বরূপ অতিরিক্ত চার্জ কাটে ব্যাংক। সুতরাং আপনি নিজের নামে চাইলে যত খুশি একাউন্ট খুলতে পারেন। কিন্তু যদি সেই গুলোকে চালু রাখতে পারেন তবেই ভালো। নইলে শুধু শুধু অতিরিক্ত টাকা গচ্চা দিতে হবে ব্যাংককে। একথাই স্পষ্ট হয় রিজার্ভ ব্যাংকের বক্তব্য থেকে।
Written by Nabadip Saha.
১০ কেজি করে বিনামূল্যে রেশন পাবেন। ডবল Free Ration দেওয়ার প্রতিশ্রুতি।