Gram panchayat Requirement – মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত দপ্তর কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে (Gram panchayat Requirement) 2023 এর জন্য প্রচুর শূন্যপদে প্রার্থী বাছাই শুরু হয়ে গিয়েছে। সরকার দ্বারা প্রকাশিত নতুন পোস্টে জানানো হয়েছে, প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এই শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনটিতে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন? এবং কারা আবেদন করতে পারবে? এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Advertisement

Gram panchayat Requirement 2023

মোট শূন্যপদঃ- রাজ্য সরকারের তত্ত্বাবধানে, বিভিন্ন জেলার পঞ্চায়েত গুলিতে নিয়োগ শুরু হয়েছে । গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোট শূন্যপদের সংখ্যা ০১ টি।

Advertisement

পদের নামঃ- পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত দপ্তরে (Gram panchayat Requirement) ট্যাক্স কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ- এই পদে আবেদনের জন্য যেকোনো প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স সীমাঃ- আবেদনকারী প্রার্থীকে 1 জানুয়ারি 2023 এর ভিত্তিতে 25 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। সাধারণ নিয়ম অনুযায়ী সংরক্ষিত থাকতে হবে প্রার্থীকে।

Advertisement
WBPSC Recruitment group c job 2023

মাসিক বেতনঃ- এখনও পর্যন্ত এই পদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন এর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। তবে এই পদে নিযুক্ত কর্মীদের সরকারি গ্রেট প্রেলেবেনের ভিত্তিতে প্রদান করা হবে বলে জানা গিয়েছে

আবেদন পদ্ধতিঃ- অফলাইন মাধ্যমে এই পদের আবেদন পদ্ধতি সম্পন্ন হবে। আবেদনকারী প্রার্থীকে দেবানন্দপুরের গ্রাম পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই গ্রাম পঞ্চায়েত অধিকর্তাদের থেকে আবেদনের অ্যাপ্লিকেশন নিয়ে, সেটি পূরণ করে পঞ্চায়েতে জমা দিতে হবে। তার সাথে সমন্বয় শিক্ষাগত যোগ্যতার নথি যুক্ত করবে।

আরোও পড়ুন » GDS Recruitment 2023 – জরুরী ভিত্তিতে 50000 গ্রামীন ডাক সেবক ও পোস্ট মাস্টার নিয়োগ। অনলাইনে আবেদন করুন।

আবেদনের শেষ তারিখঃ– আবেদনকারীকে আগামী ২৭শে সেপ্টেম্বর ২০২৩ হতে, ৬ অক্টোবর ২৩ তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে। সকাল ১১.০০টা হতে বিকাল ৩,০০টা পর্যন্ত সময় নির্ধারিত ( অবশ্য ছুটির দিন বাদে)।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment