Mobile Recharge – রিচার্জের দাম বৃদ্ধিতে কেন্দ্রের পদক্ষেপ। অবশেষে স্বস্তি মিলবে গ্ৰাহকদের?

দেশ জুড়ে এখন চর্চায় একটাই বিষয়, মোবাইল রিচার্জের ট্যারিফ বৃদ্ধি (Mobile Recharge Plan Increase). গত 3 জুলাই থেকে দেশের তিন প্রধান টেলিকম অপারেটর – জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভিআই (VI) – তাদের মোবাইল রিচার্জের দাম 11% থেকে 25% পর্যন্ত বৃদ্ধি করেছে। যার ফলে মোবাইল রিচার্জ করতে কি এখন কার্য তো মাথায় হাত পরার অবস্থা গ্রাহকদের।

Mobile Recharge Plan Increase

এর প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিতর্ক এবং ক্ষোভ দেখা দিয়েছে মানুষের মধ্যে। অনেকেই সরকারের প্রতি আস্থা রেখে BSNL এর দিম পোর্ট করে নিচ্ছেন। তবে পরিস্থিতি সামাল দিতে এবার মোবাইল রিচার্জের এই আকাশছোঁয়া দাম (Mobile Recharge Plan Increase) নিয়ে মুখ খুলেছে কেন্দ্র সরকার। মানুষ কি স্বস্তি পেতে চলেছে অবশেষে? জেনে নেব।

আরও পড়ুন, মোবাইল রিচার্জের দাম বাড়তেই গ্রাহক বাড়ছে BSNL এর। পাবেন ১ মাসের দামে ৩ মাসের ভ্যালিডিটি।

কোটি কোটি গ্রাহক সোশ্যাল মিডিয়ায় রিচার্জের মূল্যবৃদ্ধির (Mobile Recharge Plan Increase) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এই বিষয়ে। প্রধান বিরোধী দল কংগ্রেসও এই প্রসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। শেষমেষ এক বিবৃতি মারফত গোটা বিষয়টিকে পরিষ্কার করেছে কেন্দ্রীয় সরকার।

তারা জানিয়েছেন যে টেলিকম কোম্পানিগুলি তাদের ট্যারিফে (Mobile Recharge Plan Increase Tariff) কি পরিবর্তন আনবে, কত দাম কমবে কত বাড়বে সেই নিয়ে সরকার নাক গলাতে পারে না। তবে, তারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে রিচার্জের মূল্য এখনও তুলনামূলকভাবে কম বলে দাবি করেছে কেন্দ্র। আর সেই সমস্ত দেশের বর্তমানের রিচার্জের সর্বনিম্ন মোবাইল রিচার্জ এর দাম ও তুলে ধরা হয়েছে এই প্রসঙ্গে। যা নিম্নরূপ:

  • চীন: $8.84
  • আফগানিস্তান: $4.77
  • ভুটান: $4.67
  • বাংলাদেশ: $3.24
  • নেপাল: $2.75
  • পাকিস্তান: $1.39
  • আমেরিকা: $49
  • অস্ট্রেলিয়া: $20.1
  • দক্ষিণ আফ্রিকা: $15.8
  • ব্রিটেন: $12.5


কেন্দ্রীয় সরকারের বক্তব্য গ্রাহকদের মধ্যে তেমন সন্তুষ্টির কারণ হতে পারেনি। কারণ গ্রাহকরা যেটা আশা করছিল যে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করলে হয়তো কোম্পানিগুলি তাদের ট্যারিফ কমাবে, সেই আশা পূরণ হয়নি। তারা রিচার্জের মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ চায়।

আরও পড়ুন, CAA – বাংলাদেশী শরণার্থীদের রাজ্য থেকে তাড়ানো সম্ভব নয়। মোদী কে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

এই পরিস্থিতিতে কী হবে তা এখনও অস্পষ্ট। টেলিকম কোম্পানিগুলি কি আদৌ রিচার্জের দাম একই রাখবে, না মানুষের ক্ষোভের জেরে শেষ পর্যন্ত দাম কমাতে বাধ্য হব, তা সময়ের অপেক্ষা।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment