সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে বা Govt Employees দের কমপক্ষে ১০ বছর চাকরি না করলে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় নাম তোলা হয়না। তবে এবার থেকে মুছে গেল সেই নিয়ম। সময়সীমা আরো কমিয়ে এনে বলা হল কোনো ব্যক্তি যদি ১০ বছর শেষ হবার আগেই অবসর নেন তবে তিনিও NPS Pension এর সুবিধা পাওয়ার উপযুক্ত হবেন। বিশেষত রাজ্যের শিক্ষা বিভাগের কর্মীদের জন্য এই নিয়ম চালু করেছে শিক্ষা দপ্তর। এই সিদ্ধান্ত কার্যতই আনন্দ সংবাদ তাদের জন্য।
UPS Govt Employees pension Scheme
শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এল পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসরকালীন ভাতা বা পেনশন (Pension Scheme) পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। বিশেষত, ১০ বছরের নিরবচ্ছিন্ন চাকরির শর্ত পূরণ না করলে পেনশন পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হতো তাঁদের। তবে, এই সমস্যার সমাধান করতে এবার পদক্ষেপ নিল রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি ঘোষণা করেন, শিক্ষকদের ৯ বছর ৬ মাসের চাকরির পরেও পেনশন পাওয়ার সুযোগ থাকবে, যদি তাঁদের চাকরি নিরবচ্ছিন্ন হয়। ব্রাত্য বসু জানান, আগের পেনশন আইন অনুযায়ী পেনশন পেতে হলে কমপক্ষে ১০ বছর নিরবচ্ছিন্ন চাকরি করা আবশ্যক। কিন্তু কেউ যদি ৯ বছর ৬ মাস চাকরি করে থাকেন, তাহলে পেনশনের জন্য আবেদন করার সময় বাকি ছ’মাসের ঘাটতিকে মার্জনা করে পেনশন মঞ্জুর করা যেতে পারে।
সেপ্টেম্বর মাসে রেশনে কি কি দেবে? পশ্চিমবঙ্গে ৬ লক্ষ জনগন ফ্রি রেশন পাবেন না।
এতদিন বিদ্যালয় শিক্ষা দফতরের ক্ষমতা থাকা সত্ত্বেও এই নিয়ম ঠিকমতো কার্যকর করা হত না। এর ফলে বহু শিক্ষক ও শিক্ষাকর্মী বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতেন। শিক্ষকদের মধ্যে যারা ১০ বছর পূর্ণ করার আগেই স্বেচ্ছাবসর নিচ্ছিলেন, তাদের জন্যও এই নিয়ম কার্যকর হবে। এতে বিশেষভাবে উপকৃত হবেন তারা, যারা অল্প কয়েক মাসের জন্য পেনশনের সুযোগ হারানোর ঝুঁকিতে ছিলেন। এর ফলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতাও কমবে বলে মনে করা হচ্ছে।
বিকাশ ভবনের একাংশ মনে করেন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে আসা অভিযোগের ভিত্তিতে সরকার অবশেষে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল। প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষকদের পেনশন পাওয়ার ক্ষেত্রে নানা আইনি জটিলতা ছিল। সরকারের এই পদক্ষেপ অনেক শিক্ষকের পেনশন সমস্যার সমাধান করবে। শিক্ষাকর্মীদের মধ্যে যে হতাশা ছিল, তা কিছুটা হলেও লাঘব হবে।”
Written by Nabadip Saha