বাড়তে চলেছে অবসরের বয়সসীমা? পেনশনের ক্ষেত্রেও বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে মোদী সরকার গত কয়েকদিন আগে সরকারি কর্মীদের জন্যে ডিএ ঘোষণা করেছে মোদী সরকার। আরও এক খুশির খবর অপেক্ষা করছে কর্মচারীদের জন্যে। pm economic advisory committee সম্প্রতি একট বৈঠকে বসেন। সেই বৈঠক শেষে এই কমিটির আধিকারিকদের পরামর্শ মানুষের অবসরের বয়স বাড়ানো উচিৎ। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আর্থিক এই পরামর্শ কমিটির মত অনুযায়ী গোটা দেশে ইউনির্ভাসল পেনশন সিস্টেম অবিলম্বে শুরু করে দেওয়া উচিৎ। কেন্দ্রীয় সরকার যদি এই পরামর্শ মেনে নেয় তাহলে উপকৃত হবেন কয়েক লক্ষ সরকারি কর্মী। তবে রাজনৈতিকমহলের একাংশের মতে, অবসরের বয়স বাড়লে দেশের বেকারের সংখ্যা আরও বাড়বে। তবে পুরো বিষয়টি এখনও ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে।