গুগল পে, ফোন পে, পেটিএম (Google Pay, PhonePe, Paytm) এর মত অ্যাপগুলির ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। কারণ এই থার্ড পার্টি UPI অ্যাপগুলিতে লেনদেন করার জন্য কোন সীমা বেধে দেওয়া নেই। আর এছাড়া সেকেন্ডের মধ্যেই মোবাইল রিচার্জ, টাকা ট্রান্সফার, বিল পেমেন্ট এর মতো অনলাইন কাজ করে ফেলা সম্ভন। কিন্তু এবার বোধ হয়, সেই কাজে নিয়ন্ট্রন আসতে চলেছে। ডিজিটার ভারত গড়ার লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই প্রথম পধক্ষেপ এ এবার কেন্দ্রের রাশ টানার সময় এসেছে।
এই মুহূর্তে দেশে Google Pay, PhonePe, Paytm প্রায় ৮০ শতাংশ মার্কেট শেয়ার বেড়েছে। এই ধরনের থার্ড পার্টি অ্যাপগুলোর (TRAP) মার্কেটে দাপট কমানোর জন্য এবং লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকি কমানোর জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI লেনদেনের উপরে লাগাম টানতে চাইছে। সে ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপগুলির জন্য NPCI ৩০ শতাংশ লেনদেনের সীমা রাখবার জন্য প্রস্তাব দিয়েছিল।
Google Pay, Phonepe, Paytm এ আগের মত আর লেনদেন চলবে না।
Google Pay, PhonePe, Paytm – এর মত থার্ড পার্টি অ্যাপগুলির লেনদেন রেকর্ড পরিমাণে হচ্ছে। যার ফলে এই লেনদেনগুলোয় বিভিন্ন ধরনের ঝুঁকি এড়ানোর জন্য NPCI কড়া পদক্ষেপ নিতে চাইছে। সে ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডারের লেনদেনের ক্ষেত্রে ৩০ শতাংশের সীমা বেঁধে দেওয়া হচ্ছে। যার ফলে একটা নির্দিষ্ট টাকা পাঠানো বা লেন্দেনের পর লিমিট শেষ হয়ে যাবে। তার বেশি লেনদেন করলে চার্জ দিতে হবে। আর এর ফলেই নিয়ন্ত্রন আসবে।
আরও পড়ুন, ডিসেম্বর মাসে airtel এ রিচার্জ করা লাগবে না, সব ফ্রি, জানতে ক্লিক করুন।
রিজার্ভ ব্যাংক সুত্রে জানা গেছে, চলতি বছরের পুজোর সময় UPI- এর মাধ্যমে ১২.১১ লক্ষ কোটি টাকা মোট ডিজিটাল লেনদেন হয়েছে। মোট ৭৩০ কোটি লেনদেন হয়েছে। সেখানে সেপ্টেম্বর মাসে UPI- এর মাধ্যমে ডিজিটাল লেনদেন ছিল ৬৭৮ কোটি। লেনদেন হওয়া টাকার পরিমাণ মোট ১১.১৬ লক্ষ কোটি টাকা। আর ধীরে ধীরে লেনদেনের পরিমান বাড়তে চলেছে। প্রতিমাসে গ্রাহক ব্যাংকের পাসবই আপডেট করতে হলে ২ থেকে ৩টি বই লেগে যাচ্ছে।
আরও পড়ুন, মেয়েরা হাতের কাজ জানলেই মাসে মাসে ৬০০০ টাকা পাবেন।
জানা গিয়েছে, NPCI- এর সঙ্গে RBI- এর আধিকারিকদের ইতিমধ্যেই একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে NPCI-এর আধিকারিকরা ছাড়াও অর্থমন্ত্রক এবং আরবিআইয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিসেম্বর শেষ হওয়ার আগেই এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। কিন্তু সবকিছুর মূলে এবার GooglePay, PhonePe, Paytm অ্যাপ এর নিয়ন্ত্রন আসবে সেকথা একপ্রকার নিশ্চিত।
আরও পড়ুন, বেসরকারী হয়ে যাচ্ছে, জনপ্রিয় ব্যাংক, এবার কি হবে?
এদিকে UPI Market Cap বাস্তবায়নের বিষয়ে চলতি মাসের শেষেই NPCI সিদ্ধান্ত নিতে পারে। যদিও ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডারদের কাছ থেকে এন পি সিআই এর কাছে সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়। তবে ৩১শে ডিসেম্বরের সেই সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে।
GooglePay, PhonePe, Paytm অ্যাপ গুলির কি নিয়ন্ত্রন প্রয়োজন? এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Written by Rajib Ghosh.