ব্যাংকে আমরা সকলেই টাকা রাখি। কিন্তু এখন ফিক্সড ডিপোজিট (SBI Fixed Deposit) এর দিকেই মানুষদের নজর পড়েছে। কারণ এই স্কিমে কম সময়ে সুরক্ষিত রিটার্ন পাওয়া নিশ্চিত। এছাড়াও আমাদের দেশের বেশিরভাগ মানুষই আমাদের দেশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনা ব্যাংককেই তাদের টাকা পয়সা জমা রাখার বেশি উপযুক্ত প্রতিষ্ঠান বলে মনে করে। কারণ এতে একদিকে যেমন সুরক্ষা আছে তেমনি অন্যদিকে টাকা বাড়েও রকেটের স্পিডে।
Instant SBI Fixed Deposit Online Apply.
ফিক্সড ডিপোজিট (SBI Fixed Deposit) থেকে শুরু করে এমআইএস (SBI MIS), ইন্সিওরেন্স (SBI Insurance) ইত্যাদি সকল সুবিধাই আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি। তাই এই সকল সুবিধাতে যদি লাভ আরো বেশি পাওয়া যায় তাহলে ভালো কার না লাগে? হ্যাঁ আজকে আমরা এমনই এক বিশেষ সুবিধার কথা আপনাদের জানাতে চলেছি, যেখানে ব্যাংকে যে কোন অ্যামাউন্টের টাকাই আপনারা ফিক্স ডিপোজিট করে রাখুন না কেন তাতে পাবেন দারুণ লাভ।
ন্যূনতম ৫ বছরের ফিক্সড ডিপোজিটে (5 Years SBI Fixed Deposit) এই সুবিধা পাওয়া যাচ্ছে। আর দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ার জন্য কোটি কোটি মানুষ এই ব্যাংকের যে কোন ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। আর বিভিন্ন নাগরিকদের জন্য অনেক সুবিধাও প্রদান করা হয়। তাহলে আর দেরি কিসের? চলুন এই বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
SBI Fixed Deposit 2024
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) এর অফিসিয়াল ওয়েবসাইট মারফত এমনটি জানা গেছে। সাধারণত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিম অফার করে। আর এগুলির উপর সুদের হার ৩ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পান ০.৫০ শতাংশ বাড়তি সুদ। তবে বর্তমানে যে ফিক্সড ডিপোজিট স্কিমে (SBI Fixed Deposit) বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তা ৫ থেকে ১০ বছরের মেয়াদের।
SBI Fixed Deposit Investment Return
১. ৫ বছরের ফিক্সড ডিপোজিট – মনে করুন, আপনি স্টেট ব্যাংকে ৫ বছর পর্যন্ত মেয়াদে ১০ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করলেন। তাহলে কত রিটার্ন পাবেন ম্যাচিউরিটিতে? প্রথমেই ব্যাংক এর ওপর আপনাকে সুদের হার (FD Interest Rate) প্রদান করবে ৬.৫ শতাংশ। সেক্ষেত্রে ১০ লক্ষ টাকায় ৫ বছর পর শুধু সুদ হিসেবে একজন ব্যক্তি ফেরত পাবেন ৩ লক্ষ ৮০ হাজার ৪২০ টাকা।
আর সুদে আসলে মিলে আপনার ব্যালেন্স হচ্ছে ১৩,৮০,৪২০ টাকা। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের (Senior Citizen SBI Fixed Deposit) দেওয়া হয় সাধারণদের তুলনায় আরও ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ অর্থাৎ ৭.০ শতাংশ। সেক্ষেত্রে তারা ৫ বছর পর ১০ লাখ টাকা (10 Lakh SBI Fixed Deposit) থেকে সুদ পাচ্ছেন ৪,১৪,৭৭৮ টাকা। সুদ আসল সমেত ১৪,১৪,৭৭৮ টাকা।
১০ বছরের ফিক্সড ডিপোজিট – এবার আপনারা যদি ১০ বছরের মেয়াদে টাকা বিনিয়োগ করেন, তাহলে কত লাভ থাকছে? ১০ বছর মেয়াদি ১০ লাখ টাকার SBI Fixed Deposit রিটার্ন সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ১০ লক্ষ টাকা বিনিয়োগে সাধারণ গ্ৰাহকদের দেওয়া হয় ৬.৫০% সুদের হার। সে ক্ষেত্রে আপনি ১০ বছর পর সুদ হিসেবে রিটার্ন পাচ্ছেন ৯ লক্ষ ৫ হাজার ৫৫৯ টাকা। সুদ আসল নিয়ে মোট পাচ্ছেন ১৯,০৫,৫৫৯ টাকা।
অন্যদিকে এক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের প্রাপ্ত সুদ হল ৭.০ শতাংশ অর্থাৎ ১০ বছর পর তারা সুদ ফেরত পাচ্ছে ১০ লাখ ০১ হাজার ৫৯৭ টাকা। সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়ায় ২০,০১,৫৯৭ টাকা। প্রতি ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে রিটার্নের ওপর ট্যাক্স কাটবে ব্যাংক। ৫ বছরের ফিক্সড ডিপোজিটে আয়কর আইনের ধারা ৮০ সি (Income Tax Rule 80C) অনুযায়ী, ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় মেলে।
SBI Fixed Deposit Scheme বিষয়ে বিস্তারিত জানতে অনুরোধ করা হচ্ছে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। আর এই স্কিমে আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কোটি কোটি মানুষ এই SBI Fixed Deposit স্কিমে নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করছেন। তাহলে আপনি এই কাজ কবে করতে চলেছেন? আপনাদের কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Nabadip Saha.
আপনার টাকার দরকার হলেই দেবে স্টেট ব্যাংক। লাইনে দাঁড়াতে হবে না। মাত্র 5 মিনিট সময় লাগবে।