আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে এখন MSME Loan এর মাধ্যমে সব সমস্যার মুশকিল আসান চলে এসেছে এবার। ভোটের আগেই কেন্দ্রীয় সরকার (Government Of India). দিচ্ছে দারুন সুবিধা। দেরি না করে সুযোগ লুটে নিন। দেশের সমস্ত বেকার ছেলে মেয়েদের ব্যবসা করার জন্য টাকা দেবে সরকার। ৫০০০০ থেকে ২ কোটি টাকা পর্যন্ত ব্যবসার লোন (Business Loan) পেতে পারেন তারা।
Get Instant MSME Loan Online Apply.
এই MSME Loan এর অর্থ কাজে লাগিয়ে সহজেই নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে শিক্ষিত ছেলে মেয়েরা, এই আশা করেছে কেন্দ্র। তবে শুধু নতুন বিজনেসই (Business) নয়, যদি আপনি বর্তমানে ব্যবসা করে থাকেন কিন্তু ছোটখাটো তবে আপনিও এখানে আবেদন করে টাকা পেতে পারেন। কি কি সুবিধা এই প্রকল্পের? কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? ইত্যাদি বিস্তারিত জেনে নিন।
What Is MSME And MSME Loan
MSME এর পুরো নাম হলো Micro Small And Medium Enterprises. ২০০৬ সালে ভারত সরকার MSME আইন দ্বারা এই ধরনের শিল্প গুলিকে এক ছাদের তলায় নিয়ে আসে। MSME কে শিল্প ব্যবস্থার মেরুদন্ড বলা হয়। কারণ ভারত সহ বিশ্বের উন্নয়নশীল দেশ গুলিতে বেশিরভাগ শিল্পই গুলি ক্ষুদ্র এবং মাঝারি প্রকৃতির। এদেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল GDP আসে এই এম এস এম ই সেক্টর থেকে।
পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে, ভারতে নথিভুক্ত এমএসএমই ইউনিটের সংখ্যা ৬.৩৪ কোটি। উৎপাদন ক্ষেত্রের জিডিপিতে যাদের অবদান ৬.১১%। আর পরিষেবা ক্ষেত্রের GDP তে ২৪.৬৩%। এ দেশ থেকে যা রফতানি হয় তার মধ্যে ৪৫ শতাংশই করে ছোট মাঝারি সংস্থা। প্রতিবছর লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে যারা নিজেদেরকে ক্যারিয়ার শুরু করেন তাদের চাকরি হয় বেশিরভাগ এই এম এস এম ই শিল্প গুলিতে। বর্তমানে এই ক্ষেত্রে প্রায় ১২ কোটি মানুষের কর্মসংস্থান (Employment) জড়িত (MSME Loan).
How Much Money Will Provide In MSME Loan?
MSME Loan সরকার ৫০০০০ থেকে ২ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে। তবে মাইক্রো, স্মল এবং মিডিয়াম শিল্প ভেদে বিভিন্ন এমাউন্টের লোন দেওয়া হয়। সে গুলি যে গুলির অ্যানুয়াল ইনভেস্টমেন্ট ১ কোটি এবং টার্ন ওভার ৫ কোটির মধ্যে। হলো সে গুলি যে গুলির ম্যানুয়াল ইনভেস্টমেন্ট ১০ কোটি এবং টার্নওভার ৫০ কোটির মধ্যে। হলো সেই সমস্ত শিল্প যাদের ইনভেস্টমেন্ট হয় ৫০ কোটি এবং বার্ষিক আয় হয় ২৫০ কোটির মধ্যে।
MSME Loan Benefits
১. ঋণগ্রহীতা নিজের সুবিধা মত ১২ থেকে সর্বোচ্চ ৬০ মাসের মেয়াদে এমএসএমই লোন শোধ করার সুযোগ পান।
২. লোন নিতে গেলে কোন সম্পত্তি বন্ধক রাখার দরকার পড়ে না।
৩. সুদের হার অনেক কম।
৪. MSME Loan কুইক সার্ভিস এর ব্যবস্থা আছে, যেখানে সঙ্গে সঙ্গে লোন অ্যাপ্রুভ করে দেওয়া হয়।
৫. এই লোনের জন্য আবেদন ঘরে বসে অনলাইনেই (MSME Loan Online) করা যায়।
৬. লোন নেওয়ার জন্য কোনো বিশেষ ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে না।
৭. যদি নামকরা কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এখান থেকে লোন (Loan) নেন তবে তাদের কিছু বিশেষ অফার দেওয়া হয়।
MSME Loan Online Apply Criteria
১. বয়স সীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে।
২. এম এস এম ই লোন পাওয়ার জন্য আপনাকে একটি কোম্পানির মালিক হতে হবে। আপনার কোম্পানি Trading, Manufacturing, Services যে কোনো বিজনেস (Business) করতে পারে।
৩. আবেদনকারীর শিল্প থেকে বার্ষিক আয় অন্ততপক্ষে ২ লক্ষ টাকা হতে হবে।
৪. লোন পেতে গেলে আপনাকে একজন অভিজ্ঞ ব্যবসায়ী হতে হবে। এই জন্য ৫ বছরের যে কোন ব্যবসার এবং ৩ বছরের বর্তমান ব্যবসার অভিজ্ঞতা জরুরী।
৫. MSME Loan পেতে গেলে আবেদনকারীর নাম অবশ্যই Udayam পোর্টালে রেজিস্টার্ড থাকতে হবে।
MSME Loan Online Apply
১. MSME এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিন।
২. থ্রি লাইন চিহ্নটিতে ক্লিক করে তালিকা থেকে MSME Loan নির্বাচন করুন।
৩. নতুন পেজ ওপেন হবে। এখানে লোনের জন্য এপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন। হয়ে গেলে Next এ ক্লিক করে পরে পেজে যান।
৪. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৫. Terms And Conditions ভালোভাবে পড়ে নিয়ে Agree তে ক্লিক করুন।
৬. সবশেষে এম এস এম এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আবেদন শেষ করতে হবে। আবেদন শেষ হলে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার একাউন্টে লোনের টাকা ট্রান্সফার (Loan Amount Transfer) করে দেওয়া হবে।Written by Nabadip Saha.
5 লক্ষ টাকা পেতে পারেন আধার কার্ড চালু থাকলে। 2 মিনিটে টাকা ব্যাংকে ঢুকবে।