বর্তমানে টাকার প্রয়োজনে Personal Loan না নিয়ে স্বর্ণ ঋণ বা Gold Loan নেওয়াটা অনেকেই পছন্দ করছেন। যার জন্য ধীরে ধীরে স্বর্ণ ঋণের জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই মনে করছেন এতে সুদের পরিমাণ কম এবং নিরাপত্তা বেশি। তাছাড়া অনেকেই এখন বাড়িতে সোনা না রেখে লকারে রাখা পছন্দ করেন। সেই ক্ষেত্রে ব্যাংকেই যখন রাখতে হবে স্বর্ণ ঋণ বা Gold Loan নিয়ে নিজের প্রয়োজন মেটাতে চাইছেন অনেকেই।
সোনার গয়না পছন্দ? কিন্তু দামের (Gold Loan) কারণে তা কিনতে পারেন না? চিন্তা নেই, সমস্যার মুশকিল আসান চলে এসেছে। নতুন নিয়ম এখন থেকে গরিবরাও কিনতে পারবেন তাদের পছন্দের সোনা (Gold). এই ব্যাপারে আপনাকে সাহায্য করবে ব্যাংক। সম্প্রতি জানা গেছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি Gold Loan এর ক্ষেত্রে এক নিয়মে পরিবর্তন এনেছে। যার কারণে আগের চেয়ে অনেক সহজতর হয়েছে এখন গোল্ড লোন নেওয়া।
Gold Loan Available In Cheapest Interest Rate.
সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সুদের হার। সুতরাং এখন থেকে যে কোনো গ্ৰাহক তার ব্যাংক থেকে Gold Loan নিলে পাবেন ডবল সুবিধা। অনেকেই এই লাভ উঠাচ্ছেন। আপনি কেন পিছিয়ে থাকবেন? যেকোনো উৎসব হোক বা অনুষ্ঠান বা ঘোরাঘুরি, সব কিছুতেই আমাদের প্রথম পছন্দ হলো সোনার গয়না। কিন্তু বর্তমানে সোনার দাম (Gold Price) এত আকাশ ছোঁয়া যে তা শুনলেই মানুষের চোখ কপালে ওঠার অবস্থা হয়।
কলকাতায় দশ গ্রাম খুচরা সোনার দাম এখন যাচ্ছে ৬৩ হাজার টাকার উপরে। এই পরিস্থিতিতে নগদ টাকা খরচা করে নতুন সোনার গয়না (Gold Jewellery) গড়ানো মানুষের ভাবার বাইরে হয়ে দাঁড়িয়েছে। এখানে একটি কথা বলা দরকার। সেটি হলো যে মানুষ কি কেবল পছন্দের কারনেই সোনার গয়না কেনে? না। সোনার গয়নার (Gold Loan) প্রতি মানুষের আকৃষ্ট হওয়ার আরও একটি কারণ আছে। সেটি হল এর সম পরিমাণ এক্সচেঞ্জ মূল্য।
আপনি যে নামে সোনা কিনেছেন, সেই একই দামে বা ভবিষ্যতে তার চেয়ে বেশি দামেও বিক্রি হতে পারে তা। তাই সোনার দাম যতই মাথাচাড়া দিক না কেন, মানুষের মন কিন্তু বারবার সোনার গয়না কেনার দিকেই ছুটে যায়। বেশিরভাগ মানুষ এখন এইভাবে সোনার পরিবর্তে সোনা কিনে থাকেন। ফলে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে স্বর্ণ ঋণ (Gold Loan).
সূত্রের খবর অনুযায়ী দেখা গেছে বর্তমানে দেশের মধ্যে বেশ কয়েকটি এমন ব্যাংক রয়েছে যে গুলি সোনার উপর দারুন সুদ দিচ্ছে গ্রাহকদের। এছাড়াও এখনকার দিনে অনেক সময় টাকার দরকার থাকার ফলে আমাদের সোনা বন্ধক (Gold Mortgage) রাখতে হয়, আর এই কারণের জন্য আগের থেকে এই সকল জিনিস সম্পর্কে জেনে নিলে সকলেরই ভালো হয়। এই সম্পর্কে দেখে নেব নিচে।
Gold Loan Interest Rates In Bank
১. State Bank Of India 7.00% P.A থেকে সুদের হার সহ একটি সোনার ঋণ অফার করে। যার কারণে ঋণ গ্রহীতারা তোদের সোনা বন্ধক রেখে 20,000 থেকে 50,00,000 টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এই গোল্ড লোনের মেয়াদকাল 3 বছর পর্যন্ত।
২. HDFC Bank বার্ষিক ১৬ শতাংশ থেকে সুদে গোল্ড লোন প্রদান করে তার গ্রাহকদের। সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে এখানে Gold Loan এর সুবিধা মেলে। ঋণ শোধ করার মেয়াদকাল শুরু হয় ৬ মাস থেকে এবং শেষ হয় ৪ বছরে।
৩. ICICI Bank বার্ষিক ১০% থেকে সুদে গোল্ড লোন দিয়ে থাকে। এখানে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত গোল্ড লোনের সুবিধা পাওয়া যায়। এই গোল্ড লোনের মেয়াদ কাল থাকে ৬ মাস থেকে এক বছর পর্যন্ত।
৪. Axis Bank সোনার ঋণ প্রতি বছর 13.50% থেকে 16.95% সুদের হারে দেওয়া হয়। ঋণ গ্রহীতারা সর্বনিম্ন 25,001 থেকে 20,00,000 টাকা পর্যন্ত গোল্ড লোন পেতে পারেন৷ অ্যাক্সিস গোল্ড লোনের মেয়াদ 6 মাস থেকে 3 বছরের মধ্যে থাকে।
৫. Manappuram তার গ্রাহকদের বার্ষিক ২৪ শতাংশ হারের সুদে Gold Loan প্রদান করে। এখানে ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত গোল্ড লোন পান গ্রাহকরা। ঋণ শোধ করার সর্বনিম্ন মেয়াদ কাল তিন মাস থেকে শুরু হয়।
৬. Muthoot Finance Gold Loan এর ক্ষেত্রে একটি বিখ্যাত প্রতিষ্ঠান। মুথুট ফাইন্যান্স ব্যাংক সর্বনিম্ন ১২ শতাংশ থেকে সর্বোচ্চ ২৬ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদের হারে গোল্ড লোন দেয়। সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে গোল্ড লোন নিতে পারেন গ্রাহকরা। কোনো সর্বোচ্চ পরিমাণ নেই। ঋণ শোধ করার মেয়াদকাল থেকে সাত দিন থেকে তিন বছরের মধ্যে।
Gold Loan বা স্বর্ণ ঋণ নেওয়ার আগে আমাদের ভালো করে সকল জিনিস সম্পর্কে জেনে নিয়ে তবেই যে কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এর সঙ্গে ভবিষ্যতে আপনাদের সুদ সমেত টাকা ফেরত দিলেই তবে আসল সোনা ফেরত দেওয়া হয়ে থাকে। আপনারা কি এই Gold Loan নেবেন? আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.
স্টেট ব্যাংকের নতুন স্কিম। 5 লক্ষ দিন 10 লক্ষ রিটার্ন নিন। খুশি হয়েছে কোটি কোটি মানুষ।