যুগের সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলেছে। আর এই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইন্টারনেট। আর এবারে PM Wani স্কিমের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট (Free Internet) দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বেশিরভাগ কাজই হয়ে গেছে অনলাইন ভিত্তিক। যার ফলে সুবিধাও হয়েছে বটে। কারণ এতে সময় এবং পরিশ্রম দুই কম লাগে। হাতে থাকা দরকার কেবল একটি স্মার্টফোন।
PM Wani WiFi Yojana Provide Free Internet.
তাহলেই এখন গোটা দুনিয়া মুঠোর মধ্যে। তবে শুধু স্মার্টফোন (Smartphone) থাকলেই তো আর হলো না, তাতে ইন্টারনেট রিচার্জ করতে যে খরচটা প্রতিমাসে হয় তা অনেকের পক্ষেই যোগানো কঠিন। আজকাল দেশের কোন টেলিকম কোম্পানি ২০০ টাকার কমে এক মাসের আনলিমিটেড রিচার্জ (Unlimited Recharge) দেয় না। কিন্তু ভেবে দেখুন তো, যারা গরিব মানুষ তাদের পক্ষে এটা কত অসুবিধাজনক (PM Wani).
তাদের কথা চিন্তা করেই এবার বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Government Of India) যার মাধ্যমে এবার থেকে এই গরিব দুঃখী মানুষেরও পাবেন ইন্টারনেট সুবিধা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সম্প্রতি নতুন PM Wani প্রকল্পের কথা ঘোষণা করেছেন। যার মাধ্যমে এরপর থেকে দেশজুড়ে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা (Free Internet Service) চালু করা হবে পাবলিকের জন্য।
আর ২০০-৩০০ টাকার রিচার্জ প্রতি মাসে করানোর দরকার নেই। হাতে স্মার্টফোন থাকলে দেশের যে কোনো জায়গায় এই PM Wani WiFi Internet সুবিধা পেতে পারবেন যে কোন ব্যক্তি। আর এই নতুন প্রকল্প সম্পর্কে এখনো পর্যন্ত অনেক মানুষেরই অজানা। আর এই কারণের জন্য সকলের উচিত যে এই সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই প্রকল্পের সুবিধা সম্পর্কে জেনে নিতে পারবেন।
How To Get Free Internet Via PM WANI Scheme
২০১৪ সালের প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পরই নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া (Digital India) গড়ে তোলার ঘোষণা করেন এবং PM Wani তারই অন্তর্গত। তার লক্ষ্য ছিল একটাই, পশ্চিমী দেশ গুলির মত এদেশেও ডিজিটাল প্রযুক্তি বিস্তারের মাধ্যমে বিভিন্ন কাজ কর্মকে আরো সহজ ও উন্নত করে তোলা। মানুষের জীবন যাত্রা উন্নত হবে। ফলে আর্থ সামাজিক, শিক্ষা, কর্মসংস্থান (Employment) সহ অন্যান্য সবদিকেই উন্নতি ঘটবে।
PM Wani Yojana Benefits
ফ্রি ইন্টারনেট (Free Internet)
পিএম বাণী প্রকল্পের মাধ্যমে দেশের যেকোনো পাবলিক প্লেস যেমন এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, পার্ক, মেট্রো স্টেশন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি স্থানে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট প্রদান করা হয় জনগণের জন্য।
আনলিমিটেড ইন্টারনেট (Unlimited Internet)
PM Wani WiFi এর মাধ্যমে আপনি আনলিমিটেড ইন্টারনেট ভোগ করার সুবিধা পাবেন অর্থাৎ আমাদের মোবাইল ডাটা প্ল্যান গুলিতে ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার যে ভয় থাকে তা এখানে থাকছে না।
হাই স্পিড ইন্টারনেট (High Speed Internet)
বর্তমানের ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পিএম বাণী ওয়াইফাই আপনাকে হাই স্পিড ডাটা ব্যবহারের সুবিধা দেয়। যার ফলে কোন রকম বাফারিং বা নেটওয়ার্ক ইস্যু ছাড়াই ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, চ্যাটিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন আপনি।
নিরাপত্তা (Security)
সুবিধার সঙ্গে সঙ্গে সুরক্ষার দিকেও যথেষ্ট খেয়াল রেখেছে কেন্দ্রীয় সরকার। PM Wani ওয়াইফাই এর অ্যাক্সেস সম্পূর্ণ নিরাপদ। এর মাধ্যমে আপনার ফোনের কোন ডেটা হ্যাক, ডিভাইসে মালওয়্যার অথবা ভাইরাস প্রবেশ করা ইত্যাদি হওয়ার ভয় নেই।
How To Use PM WANI Wi-Fi?
১. এই জন্য কেবল আপনাকে নিজের ফোনের Settings মেনু খুলতে হবে।
২. তারপর WI-FI And Internet সেকশনে প্রবেশ করতে হবে।
৩. এরপর নিজের ওয়াইফাইয়ের টুগল টিকে অন করে দিতে হবে।
৪. তারপরেই নিচে Available Networks আপনি PM WANI নেটওয়ার্কের নাম দেখতে পাবেন।
৫. এটির উপর ক্লিক করলে ভেরিফিকেশনের জন্য এটি OTP যাবে আপনার ফোনে।
৬. ওটিপি বসিয়ে OK করলেই নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে। ব্যাস, তাহলেই আপনার ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট আপনি চালাতে পারবেন। PM Wani Scheme মাধ্যমে ফ্রি ইন্টারনেটের বিষয়ে বিস্তারিত জানার জন্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এছাড়াও 1800-266-6666 হেল্পলাইন নম্বরে কল করেও আপনি খুঁটিনাটি জেনে নিতে পারেন।
এই বিষয়ে আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং আরও জরুরী তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
এই কার্ড করলেই প্রতিমাসে ৩০০০ টাকা দেবে সরকার। আধার কার্ড ও ব্যাংক একাউন্ট থাকলে আবেদন করুন।